JBNSTS Scholarship 2022 | জগদীশচন্দ্র বোস স্কলার্শিপ Amount, Eligibility, Application Fees, Syllabus, Last Date ইত্যাদি জানুন

JBNSTS Scholarship 2022  | Jagadis Bose National Science Talent  Search Scholarship  |Senior and Junior Bigyani Kanya Medha Britti 2022 |JBNSTS Scholarship Amount |Jagadish Bose National Science Scholarship | Jagadish Bose Science Olympiad | Jagadish Bose National Science Scholarship 

Scholarship সরকার কর্তৃক বা বেসরকারি সংস্থা পক্ষ প্রদান হোক না কেন Scholarship গুলো কিন্তু একজন ছাত্র ছাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছরই মোটামুটি কোনো না কোনো Scholarship প্রদান করা হয়ে থাকে যা সমন্ধে আমরা নিয়মিত আলোচনা করে থাকি আমাদের ওয়েবসাইটে। সম্প্রতি এমনই একটি Scholarship এর জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল পড়ে নাও এবং প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অথবা সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে আমাদের জানাও।

JBNSTS Scholarship 2022 কী?

Jagadis Bose National Science Talent  Search (JBNSTS) একটি কলকাতায় অবস্থিত Autonomous Society যার নির্মাণ করা হয়েছে West Bengal Society Registration Act XXI of 1860 (No.S/4353 of 1960-61) অনুসারে। প্রসঙ্গত এই Society  চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রদান করা হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গ সরকার এই Society এর Governing Body এর সদস্য। 1958 সালে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম শতবার্ষিকী উদযাপন কালে ড. বি সি রায় এবং স্যার জাহাঙ্গীর গান্ডির  হাত ধরে সূচনা হয় এই সংস্থার এবং এই সংস্থার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু । প্রাথমিকভাবে এই সংস্থা মেধাবী ছাত্র-ছাত্রীদের Scholarship প্রদান করা হয় যা পরবর্তীকালে সর্বভারতীয় পর্যায় ছড়িয়ে পড়ে এবং বর্তমানে এই সংস্থাটি বিজ্ঞান পৃষ্ঠপোষকতার এক অন্যতম স্থান হিসাবে তৈরি হয়েছে। প্রতিবছর এই সংস্থার পক্ষ থেকে JBNSTS Scholarship প্রদান করা হয়ে থাকে বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্র-ছাত্রীদের যারা নিজেদের কর্ম ক্ষেত্রে অগ্রগণ্য।

JBNSTS Scholarship প্রদান এর উদ্দেশ্য কী?

  • বর্তমানকালে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে পড়াশোনার খরচ চালানো মোটেও সহজ কথা নয়, Science Steam এর ক্ষেত্রে অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। তাই পড়াশোনা চালানোর উদ্দেশ্যে অর্থ প্রদান করা।
  • বিশেষ করে ছাত্রী দের কাছে শিক্ষাব্যবস্থাকে আরো সহজলভ্য করে তোলা।
  • পশ্চিমবঙ্গ সরকার এর কর্তৃক এটি একটি ক্ষুদ্র প্রয়াস যা সাহায্য করবে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যের শিক্ষার প্রসারের ক্ষেত্রে ।

JBNSTS Scholarship 2022 Important Dates:-

JBNSTS Scholarship 2022 Application Starting 01/06/2022
JBNSTS Scholarship 2022 Application Closing 31/07/2022
JBNSTS Exam Date 21/08/2022
JBNSTS Interview  
JBNSTS Scientific Creativity Test  
JBNSTS Final Result  

Types of JBNSTS Scholarship 2022:-

এই Scholarship মূলত দুই ভাগে বিভক্ত। যথা:- 1) JBNSTS Senior Talent Search Test (Senior Bigyani Kanya Medha Britti 2022 Scholarship মেয়েদের জন্য) ও 2) JBNSTS Junior Talent Search Test  (Junior Bigyani Kanya Medha Britti 2022 Scholarship মেয়েদের জন্য)

JBNSTS Scholarship 2022 এর Eligibility :-

JBNSTS Senior Talent Search Test/Senior Bigyani Kanya Medha Britti :-

  • যে সব ছাত্র বা ছাত্রীরা Science Steam এ  Higher Secondary বা সমমানের পরীক্ষা পাস করেছে এবং Basic Science (Honours) , / BS-MS  / Medicine / Engineering এ পড়াশোনা করতে চান তারা আবেদন করতে পারবে।
  • 2022 সালের আগে যারা Higher Secondary পাস করেছিলে তার আবেদন করতে পারবে না।
  •  B.Sc. Pass course/ Diploma course/ B.Sc. Nursing এ যারা Admission নিয়েছো তারা আবেদন করতে পারবে না।
  • আবেদনকারীর Final Selection এর পূর্বে অবশ্যই তাদের 1st year UG (Science (Hons.) / BS-MS / Engineering / Medicine) course এর Admission এর Proof জমা দিতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই তাদের UG Degree পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ করতে হবে।
  • Senior Bigyani Kanya Medha Britti শুধুমাত্র সেই সব ছাত্রীদের জন্য যারা  2022 সালে Higher Secondary পাস করেছে।

JBNSTS Junior Talent Search Test/Junior Bigyani Kanya Medha Britti :- 

  • যে সব ছাত্র বা ছাত্রীরা Science Steam এ Madhyamik বা সমমানের পরীক্ষা পাস করেছে এবং Higher Secondary এ Science Steam এ পড়াশোনা করতে চান তারা আবেদন করতে পারবে।
  • 2022 সালের আগে যারা Madhyamik পাস করেছিলে তার আবেদন করতে পারবে না।
  • আবেদনকারীর Final Selection এর পূর্বে অবশ্যই তাদের একাদশ শ্রেণি এর Admission এর Proof জমা দিতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই তাদের পড়াশোনা পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ করতে হবে।
  • Junior Bigyani Kanya Medha Britti শুধুমাত্র সেই সব ছাত্রীদের জন্য যারা  2022 সালে Madhyamik পাস করেছে।

JBNSTS Scholarship 2022 এর Selection Process:-

রাজ্যের অন্যান্য Scholarship এর মত এই Scholarship টি Direct প্রদান করা হয় না । মূলত তিনটি পর্যায়ে সম্পূর্ণ হবে এই Scholarship এর Selection Process, নিম্নে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  •  Written Test;- JBNSTS Scholarship Test সাধারণত August মাসে রাজ্যের বিভিন্ন Exam Centre এ গ্রহণ করা হয়ে থাকে। দুই ঘণ্টার এই পরীক্ষাতে Mathematical Science, Biological Science এবং  Physical Science সম্মিলিত প্রশ্নই থাকে যার পূর্ণমান 90 নম্বর। মনে রাখবে কোন রকমের Negative Marking নেই।
  • Interview:- Short Listed Candidate দের Interview এর জন্য ডাকা হবে । এ সম্বন্ধে বিস্তারিত তথ্য সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। Interview এর জন্য আবেদনকারীদের সঙ্গে আনতে হবে আবেদনকারীর Education Qualification সম্বন্ধিত সমস্ত Details।
  • Creativity Test:- এই অন্তিম পর্যায় Interview এ পাস করা আবেদনকারীদের Creativity Test নেওয়া হবে এবং পাস করা আবেদনকারীরা পরবর্তীকালে এই Scholarship টি পাবে।

JBNSTS Scholarship 2022 Exam Pattern:- 

Sections Number of Questons  Marks Allotted Duration 
Life Science 10 30 2 Hours
Mathematics 10 30
Physical Science 10 30
Total 30 90

JBNSTS Scholarship 2022 এর Distribution Process:-

আবেদনকারীকে Scholarship এর মাধ্যমে প্রাপ্ত Amount প্রতিমাসে আবেদনকারী নিজস্ব Bank Account এ পাঠিয়ে দেওয়া হবে।

JBNSTS Scholarship 2022 এর Scholarship Amount:-

  • JBNSTS Junior Scholarship Scheme:- আগামী দুই বছরের জন্য প্রতি মাসে 1000 টাকা প্রদান করা হবে এবং সঙ্গে Book Grant হিসাবে বার্ষিক 2500 টাকা প্রদান করা হবে।
  • JBNSTS Senior Scholarship Scheme:- শিক্ষার্থী যেই Course এ পাঠরত অবস্থায় Scholarship এর জন্য আবেদন করেছে সেই Course সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিমাসে 4000 টাকা পাবে এবং সঙ্গে Book Grant হিসাবে 5000 টাকা বার্ষিক পাবে। DST-INSPIRE Scholarship এর অন্তর্গত Scholar রা 5000 টাকা করে পাবে প্রতি মাসে। তাছাড়া Top 10 স্থান অধিকারী ছাত্রছাত্রীরা Laptop পাবে।

JBNSTS Scholarship 2022 এর Application Process:-

শুধুমাত্র Online এ তোমরা আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য। যদিও আগে Offline এও আবেদন করা যেত। নিম্নে Application Process সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো ।

  • সর্বপ্রথম ভিসিট করো JBNSTS এর Official Portal।
  • Homepage এই তোমরা পেয়ে যাবেন Senior ও Junior Scholarship এর Application Link সেটিতে ক্লিক করো।
  • পরের Page এ নীচের দিকে পাওয়া Apply Online Link সেটিতে ক্লিক করুন।
  • নাম,Mobile Number, Email Address প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
  • Registration সম্পূর্ণ  হয়ে গেলে প্রাপ্ত Details প্রদান করে Log In করুন।
  • Application Form আপনার সামনে আসবে সেটি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে। একবার মিলিয়ে নিন সমস্ত তথ্যটি সঠিক ভাবে প্রদান করেছেন কিনা।
  • প্রয়োজনীয় Documents গুলি JPEG/PDF ফরমেটে আপলোড করো।
  • এখন Next বাটনে ক্লিক করো এবং  প্রদান করো Application Fees ।
  • অন্তিম পর্যায় তোমাকে Submit বাটনে ক্লিক করতে হবে । এখন তোমার Application Process সম্পন্ন হয়েছে।

JBNSTS Scholarship 2022 এর Application Fees:- 

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Net Banking/ Debit Card/Credit Card/Wallet/UPI মাধ্যমে প্রদান করতে পারবে। Application Fees এর সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।

Scholarship  Application Fees in INR 
JBNSTS Senior Talent Search Test/Senior Bigyani Kanya Medha Britti 200+ Additional Charge
JBNSTS Junior Talent Search Test/Junior Bigyani Kanya Medha Britti 100+ Additional Charge

JBNSTS Scholarship 2022 আবেদনের জন্য Important Documents:-

  • Junior JBNSTS এর আবেদনকারীদের ক্ষেত্রে  Madhyamik এর Marksheet যথাক্রমে Madhyamik ও  Senior JBNSTS  এর ক্ষেত্রে Madhyamik ও Higher Secondary এর Mark Sheet এর Scanned Copy JPEG ও PDF ফরমেটে।
  • Admission Proof এর Scanned Copy JPEG ও PDF ফরমেটে।
  • আবেদনকারীর Signature এর Scanned Copy JPEG ও PDF ফরমেটে 50 KB এর মধ্যে।
  • আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Photo এর Scanned Copy JPEG ও PDF ফরমেটে 50 KB এর মধ্যে।
  • Fees book / Letter from HM or Principal / Identity Card / Library Card এর Scanned Copy JPEG ও PDF ফরমেটে Junior JBNSTS এর ক্ষেত্রে।
  • Scanned copy of Admit card Junior JBNSTS এর ক্ষেত্রে।

JBNSTS Scholarship 2022 এর Renewal:-

এই Scholarship এর মাধ্যমে প্রদেয় অর্থ এককালীন প্রদেয় অর্থ হিসেবে প্রদান করা হয় তাই এই  Scholarship  Renew  করার কোন প্রয়োজন পড়বে না।

JBNSTS Scholarship 2022 এর (Duration) টাকা কখন এবং কোন  সময়ের জন্য দেওয়া হয় :-

এই  Junior JBNSTS Scholarship এর  মেয়াদ রয়েছে দুই বছর এবং Senior JBNSTS Scholarship এর ক্ষেত্রে যতদিন Course চলবে ততদিন প্রার্থীরা এই Scholarship পাবে।

JBNSTS Scholarship 2022 এর Bank Account সম্বন্ধিত Details :-

Scholarship এর  টাকা নিজস্ব Bank Account  পেতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি Savings Account  থাকতে হবে। Account Number টি  বৈধ এবং চালু হতে হবে, । সঙ্গেAadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

JBNSTS Scholarship 2022 এর Contract Details:-

এই Scholarship সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে

JAGADIS BOSE NATIONAL SCIENCE TALENT SEARCH

1300, Rajdanga Main Road Kolkata – 700 107

West Bengal, INDIA

Phone : +91 33 2442 8270 / 8269 & 2441 7542

Fax :+91 332442 8267

Email : : jbnstsATjbnsts.ac.in

JBNSTS Scholarship 2022 Important Links:- 

JBNSTS Senior Online Application Link /Senior Bigyani Kanya Click Here
JBNSTS Junior Online Application Link /Junior Bigyani Kanya Click Here
Official Website Click Here
Google News Follow Us 

FAQ:-

1. JBNSTS Scholarship এর আবেদন কবে থেকে শুরু হয়েছে?

ANS:- 01/06/2022

2. JBNSTS Scholarship Application Last Date কি ?

ANS:- 31/07/2022

3. JBNSTS Scholarship Amount কি?

ANS:- Scholarship Amount Section এ দেখো বিস্তারিত জানতে পেরে যাবে।

4. JBNSTS Scholarship 2022 Application Form কোথায় পাবেন?
5. JBNSTS Scholarship 2022 Result কবে Release হবে?

ANS:- এখনো জানানো হয়নি।

6. JBNSTS Scholarship 2022 Application Form টি Offline এ Form Fill Up করা যায়?

ANS:- না।

JBNSTS Scholarship 2022 Exam Date কি?

ANS:- 21/08/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *