The Kendriya Vidyalaya Sangathan Central Government এর অন্তর্গত School Chain যা Ministry of Education, Government of India আয়তায় পড়ে। 2021 সালের হিসাব অনুযায়ী সম্পূর্ণ ভারতবর্ষে 1248 টি স্কুল রয়েছে এমনকি এই School Chain এর অন্তর্গত বিদ্যালয় ভারতবর্ষের বাইরে Moscow, Tehran ও Kathmandu তেও অবস্থিত। সম্প্রতি এই সমস্যা নিয়ে এসেছে, চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।
KVS Recruitment 2022 Overview:-
Recruiting Organisation | The Kendriya Vidyalaya Sangathan |
Post Name | Teaching & Non-Teaching Posts |
Vacancies | 13404 |
Salary | 2,09,200 |
Job Location | All India |
Last Date | 26/12/2022 |
Mode of Application | Online |
Official Website | https://kvsangathan.nic.in/ |
KVS Recruitment 2022 কী?
মোটামুটি প্রতি বছরই KVS বিভিন্ন পদের জন্য Recruitment প্রকাশ করে থাকে কিন্তু । Covid এর কারণে গত দু’বছর এই Recruitment এর জন্য Official Notice Release করা হয় নি। তাই খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এবারের Recruitment এ ভালোসংখ্য ক আবেদনকারী কে নিয়োগ করা হবে । শবে ভারতীয় এই Recruitment এর মাধ্যমে প্রতি বছর অন্ততপক্ষে 4,500 এর ও বেশী প্রার্থীকে নিয়োগ করা হয় এবং এই Recruitment এর আয়োজিত Exam এ অন্ততপক্ষে লাখ খানেক পরীক্ষার্থী অন্তত পক্ষে আবেদন করেই।
KVS Recruitment 2022 Important Dates:-
KVS Recruitment 2022 Notification Releasing | 02/12/2022 |
KVS Recruitment 2022 Online Application Starting | 05/12/2022 |
KVS Recruitment 2022 Online Application Closing | 26/12/2022 |
KVS Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Post Graduate Teacher (PGT) | 1409 |
Trained Graduate Teacher (TGT) | 3174 |
Primary Teacher (PRT) | 6414 |
PRT (Music) | 300 |
Assistant Commissioner | 52 |
Principal | 239 |
Vice Principal | 203 |
Librarian | 355 |
Finance Officer | 06 |
Assistant Engineer (Civil) | 02 |
Assistant Section Officer (ASO) | 156 |
Senior Secretariat Assistant (UDC) | 322 |
Junior Secretariat Assistant (LDC) | 702 |
Hindi Translator | 11 |
Stenographer Grade-II | 54 |
Total | 13404 |
KVS Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
- Post Graduate Teacher (PGT):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই বছরের Integrated Post Graduate M.Sc. বা 50% মার্কস সহ Master’s Degree পাস করতে হবে যে কোনো বিষয়ে।
- Trained Graduate Teacher (TGT) :- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস সহ B.Ed পাস করতে হবে।
- Primary Teacher (PRT)/PRT (Music):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 50% মার্কস সহ Higher Secondary পাস করতে হবে এবং D.El.Ed Degree অর্জন করতে হবে বা 50% মার্কস সহ Higher Secondary পাস সহ চার বছরের Bachelor of Elementary Education (B.EI.Ed.) অর্জন করতে হবে বা 50% মার্কস সহ Higher Secondary পাস সহ দুই বছরের Diploma in Education(Special Education) পাস করতে হবে বা 50% মার্কস সহ Graduation পাস সহ B.Ed Degree অর্জন করতে হবে।
- Assistant Commissioner:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 45% মার্কস সহ যেকোনো বিষয়ে Masters Degree সহ B.Ed Degree অর্জন করতে হবে।
- Principal:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation ও B.Ed Degree সহ আট বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- Vice Principal:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation ও B.Ed Degree সহ পাঁচ বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- Librarian:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Library Science এ Bachelor Degree বা Graduation পাস সহ এক বছরের Library Science এর Diploma পাস করতে হবে।
- Finance Officer:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 50% মার্কস সহ B.Com সহ Audit and Accounts সম্বন্ধিত কাজে নূন্যতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা 50% মার্কস সহ M.Com সহ Audit and Accounts সম্বন্ধিত কাজে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
- Assistant Engineer (Civil):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ Graduate পাস সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে Engineer Related কাজে বা তিন বছরের Civil Engineering এ Diploma পাস সহ পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
- Assistant Section Officer (ASO):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে Graduation পাস করতে হবে এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে Central/State Govt./Autonomous Bodies/Public Sector Undertakings সংস্থায়।
- Senior Secretariat Assistant (UDC):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে Graduation পাস করতে হবে এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে LDC সংলগ্ন কোনও Post এ Central/State Govt./Autonomous Bodies/Public Sector Undertakings সংস্থাতে। ।
- Junior Secretariat Assistant (LDC):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে এবং Engilsh এ 35 WPM ও Hindi তে 30 WPM Speed এ Typing জানতে হবে।
- Hindi Translator:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Hindi বা English এ Post Graduation Degree পাস করতে হবে।
- Stenographer Grade-II:-আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে।
KVS Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
Post | Age Limit |
Post Graduate Teacher (PGT) | সর্বাধিক 40 বছর পর্যন্ত |
Trained Graduate Teacher (TGT) | সর্বাধিক 35 বছর পর্যন্ত |
Primary Teacher (PRT All) | সর্বাধিক 30 বছর পর্যন্ত |
Assistant Commissioner | সর্বাধিক 35 বছর পর্যন্ত |
Principal | 35 থেকে 50 এর মধ্যে |
Vice Principal | 35 থেকে 45 এর মধ্যে |
Librarian | সর্বাধিক 35 বছর পর্যন্ত |
Finance Officer | সর্বাধিক 35 বছর পর্যন্ত |
Assistant Engineer (Civil) | সর্বাধিক 35 বছর পর্যন্ত |
Assistant Section Officer (ASO) | সর্বাধিক 35 বছর পর্যন্ত |
Senior Secretariat Assistant (UDC) | সর্বাধিক 30 বছর পর্যন্ত |
Junior Secretariat Assistant (LDC) | সর্বাধিক 27 বছর পর্যন্ত |
Hindi Translator | সর্বাধিক 27 বছর পর্যন্ত |
Stenographer Grade-II | সর্বাধিক 27 বছর পর্যন্ত |
KVS Recruitment 2022 Salary:-
Post | Salary in INR |
Post Graduate Teacher (PGT) | 47,600 থেকে 1,51,100 পর্যন্ত |
Trained Graduate Teacher (TGT) | 44,900 থেকে 1,42,400 পর্যন্ত |
Primary Teacher (PRT All) | 35,400 থেকে 1,12,400 পর্যন্ত |
Assistant (All) | 44,900 থেকে 1,42,400 পর্যন্ত |
Principal | 78,800 থেকে 2,09,200 পর্যন্ত |
Vice Principal | 56,100 থেকে 1,77,500 পর্যন্ত |
Librarian | 44,900 থেকে 1,42,400 পর্যন্ত |
Finance Officer | 44,900 থেকে 1,42,400 পর্যন্ত |
KVS Recruitment 2022 Application Fees:-
KVS Recruitment 2022 এর জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
Post Graduate Teacher (PGT) | 1500 |
Trained Graduate Teacher (TGT) | 1500 |
Primary Teacher (PRT All) | 1500 |
Assistant Section Officer (ASO) | 1500 |
Principal | 2300 |
Vice Principal | 2300 |
Librarian and more | 1500 |
Assistant Engineer (Civil) | 1500 |
Hindi Translator | 1500 |
Senior Secretariat Assistant (UDC) | 1200 |
Junior Secretariat Assistant (LDC) | 1200 |
Stenographer Grade-II | 1200 |
KVS Recruitment 2022 Application Process:-
KVS Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা KVS এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- KVS এর Official Website ভিসিট করুন
- Homepage থেকে নিচে থাকা Employment Notice অপশনে ক্লিক করুন।
- Vacant Position অপশন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করুন।
- বেছে নিন কোন পদের জন্য Apply করবেন সেটি Select করুন এবং পাশে থাকা Apply Now বাটনে ক্লিক করুন।
- যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
- Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
- SSC Delhi Police Constable Driver Recruitment Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
- প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
- Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
- Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
- একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
- প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।
KVS Recruitment 2022 Selection Process:-
Principal, PGT, TGT & PRT Post এর ক্ষেত্রে Written Exam এবং Interview এর ক্ষেত্রে weightage যথাক্রমে 85:15 । Music Teacher Post এর ক্ষেত্রে Written test, Performance Test ও Interview এর ক্ষেত্রে weightage থাকবে যথাক্রমে 60:25:15।
KVS Recruitment 2022 Posting Zone:-
Zone | States Name under the Specific Zone |
Central Zone | 1. Uttar Pradesh 2. Madhya Pradesh 3. Chhattisgarh |
North Zone | 1. Chandigarh 2. Delhi 3. Haryana 4. Himachal Pradesh 5. Jammu and Kashmir 6. Punjab 7. Uttarakhand |
East Zone | 1. West Bengal 2. Bihar 3. Jharkhand 4. Odisha 5. Sikkim |
West Zone | 1. Rajasthan 2. Maharashtra 3. Goa 4. Gujarat 5. Daman and Diu 6. Dadra Nagar and Haveli |
South Zone | 1. Karnataka 2. Tamil Nadu 3. Andhra Pradesh 4. Kerala 5. Telangana 6. Lakshadweep 7. Andaman and Nicobar Islands |
North -Eastern Zone | 1. Assam 2. Meghalaya 3. Manipur 4. Mizoram 5. Arunachal Pradesh 6. Tripura 7. Nagaland |
KVS Recruitment 2022 Admit Card:-
KVS Recruitment এর Admit Card KVS এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।
KVS Recruitment 2022 Result:-
উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।
KVS Recruitment 2022 Important Links:-
KVS Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. KVS Recruitment 2022 Notification কবে Release হয়েছে?
2. KVS Recruitment 2022 Salary কী?
3. KVS Recruitment 2022 Online Application কোন Website থেকে করা যাবে?
4. KVS Recruitment 2022 আবেদনের Last Date কী?
5. KVS Recruitment 2022 Fresh Application Starting Date কী?
6. KVS Recruitment 2022 Notification Download করা যাবে কেমন করে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।