LIC HFL Vidyadhan Scholarship হল LIC Housing Finance Limited (LIC HFL) এর একটি CRS উদ্যোগ যা ভারতের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কে সমর্থন করে । LIC Corporation সম্প্রতি Madhyamik পাস করা শিক্ষার্থীদের জন্য একটি নতুন Scholarship এর সুযোগ তৈরি করেছে এবং এই Scholarship টি স্নাতকোত্তর স্তর পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। LIC Corporation এর পক্ষ থেকে যে Vidyadhan Scholarship টি প্রদান করা হবে এ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের সুবিধাবঞ্চিত দরিদ্র Background এর মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার লক্ষ্যে পৌঁছে যাবে । আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষা জগত সম্পর্কিত বিভিন্ন তথ্য আপডেট করে থাকি তাই সঠিক তথ্য সঠিক সময় পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
LIC HFL Vidyadhan Scholarship কী?
LIC এর অন্তর্গত একটি সংস্থা LIC HFL (Housing Finance Limited) যা মূলত Infrastructure নির্মাণের কাজ করে থাকে সারা দেশে। এই বৃহদায়তন সংস্থাটি সংস্থাটি বিভিন্ন সময় নিজেকে মানব সেবায় নিযুক্ত করেছে। এরকমই এক মানব দরদী পদক্ষেপ LIC HFL Vidyadhan Scholarship। বর্তমান শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নাম হয়ে উঠেছে এই Scholarship । LIC HFL Vidyadhan Scholarship 2022 সংক্রান্ত সম্পূর্ণ তথ্য বিশদে এই আর্টিকেল থেকেই জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত নিবন্ধটি খুব মনোযোগ দিয়ে পড়ুন।
LIC HFL Vidyadhan Scholarship 2022 প্রদানের উদ্দেশ্য কি?
LIC Corporation যে LIC HFL Vidyadhan Scholarship টি তৈরি করেছে তার মূল উদ্দেশ্য হলো ভারতের সমস্ত নিম্ন আয় গোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দায়-দায়িত্ব বহন করা। Scholarship টি দরিদ্র Background এর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ যার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো মনোযোগী হয়ে উঠবে।
LIC HFL Vidyadhan Scholarship 2022 Important Dates:-
LIC HFL Vidyadhan Scholarship 2022 Online Application Starting | 28/04/2022 |
LIC HFL Vidyadhan Scholarship 2022 Online Application Closing | 30/09/2022 |
LIC HFL Vidyadhan Scholarship 2022 এর জন্য কারা আবেদন করতে পারবে?
LIC HFL Vidyadhan Scholarship টি নিম্ন গোষ্ঠীর যারা মাধ্যমিক থেকে স্নাতক ও স্নাতকোত্তর Degree ডিগ্রিতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী তারা আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য। অধ্যয়নের প্রতি বছর শিক্ষার্থীদেরকে Course অনুযায়ী Scholarship এর টাকা প্রদান করা হবে।
LIC HFL Vidyadhan Scholarship 2022 Eligibility:
LIC HFL Vidyadhan Scholarship for Post Graduate Students:-
- ভারতের যেকোনো স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে Post Graduation Program এর প্রথম বছরে নথিভুক্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারে।
- আবেদনকারীদের অবশ্যই তাদের নিজ নিজ Graduation স্তরের Program গুলিতে কমপক্ষে 60% নম্বর পেতে হবে।
- কোভিড-আক্রান্ত পরিবারের শিক্ষার্থী দের অগ্রাধিকার দেওয়া হবে যারা 2020 সালের জানুয়ারি থেকে তাদের উপার্জনকারী সদস্য/বাবা-মাকে হারিয়েছেন বা যাদের উপার্জনকারী পরিবারের সদস্যরা মহামারী চলাকালীন জীবিকা/কর্মসংস্থান হারিয়েছেন।
- Family Income: -সমস্ত উৎস থেকে আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক INR 3,60,000-এর বেশি হওয়া উচিত নয়৷
LIC HFL Vidyadhan Scholarship for Graduate Students:-
- ভারতের যেকোনো স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে 3-বছরের Graduation Program এর (যে কোনো স্ট্রিমে) প্রথম বছরে নথিভুক্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারে।
- আবেদনকারীকে তাদের পূর্ববর্তী Higher Secondary Exam এ ক্লাস কমপক্ষে 60% নম্বর পেতে হহবে।
- কোভিড-আক্রান্ত পরিবারের শিক্ষার্থী দের অগ্রাধিকার দেওয়া হবে যারা 2020 সালের জানুয়ারি থেকে তাদের উপার্জনকারী সদস্য/বাবা-মাকে হারিয়েছেন বা যাদের উপার্জনকারী পরিবারের সদস্যরা মহামারী চলাকালীন জীবিকা/কর্মসংস্থান হারিয়েছেন।
- Family Income: – সমস্ত উৎস থেকে আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক INR 3,60,000-এর বেশি হওয়া উচিত নয়৷
LIC HFL Vidyadhan Scholarship for Madhyamik Pass Students:-
- ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বা Class 11 তে নথিভুক্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারে।
- আবেদনকারীকে তাদের পূর্ববর্তী Madhyamik Exam এ ক্লাস কমপক্ষে 60% নম্বর পেতে হবে।
- কোভিড-আক্রান্ত পরিবারের শিক্ষার্থী দের অগ্রাধিকার দেওয়া হবে যারা 2020 সালের জানুয়ারি থেকে তাদের উপার্জনকারী সদস্য/বাবা-মাকে হারিয়েছেন বা যাদের উপার্জনকারী পরিবারের সদস্যরা মহামারী চলাকালীন জীবিকা/কর্মসংস্থান হারিয়েছেন।
- Family Income:- সমস্ত উৎস থেকে আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক INR 3,60,000-এর বেশি হওয়া উচিত নয়৷
LIC HFL Vidyadhan Scholarship 2022 Distribution Process:-
Scholarship এর জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এর মাধ্যমে এই Scholarship এর টাকাগুলি প্রদান করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নিজেদের নামে একটি বৈধ Bank Account থাকতে হবে এবং Bank Account সঙ্গে Aadhar Card অবশ্যই সংযুক্ত থাকতে হবে।
LIC HFL Vidyadhan Scholarship 2022 Selection Process:-
আবেদন গুলি গ্রহণ করার পরে যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এবং যাদের স্কলারশিপ প্রয়োজন এই সমস্ত প্রার্থীদের নামগুলি আলাদা একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
- শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা Documents গুলি যাচাই করা হবে।
- এরপরে এই সমস্ত শিক্ষার্থীদের ফোন কলের মাধ্যমে একটি Interview নেওয়া হবে এবং Scholarship এর জন্য নির্বাচন করা হবে।
LIC HFL Vidyadhan Scholarship 2022 Amount/Benefits:-
শিক্ষার্থীদের Course চলাকালীন যোগ্য আবেদনকারীদের জন্য Degree অনুযায়ী প্রতিবছর Scholarship এ টাকা প্রদান করা হবে নিম্নে কোন Degree তে কত করে প্রতিবছর শিক্ষার্থীরা টাকা পাবে তা আলোচনা করা হলো।
- Madhyamik পাস করা শিক্ষার্থীদের জন্য LIC HFL Vidyadhan Scholarship প্রতিবছর- INR 15,000 করে টাকা।
- Graduation শিক্ষার্থীদের জন্য LIC HFL Vidyadhan Scholarship প্রতিবছর- INR 20,000 করে টাকা।
- Post Graduation শিক্ষার্থীদের জন্য LIC HFL Vidyadhan Scholarship প্রতিবছর- INR 30,000 করে টাকা।
LIC HFL Vidyadhan Scholarship 2022 Application Process:-
এই Scholarship এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে Online মুডে হবে। নিম্নে Application Process টি আপনাদের সুবিধার্থে Step By step ভাবে আলোচনা করা হলো।
- Buddy4Study এই website এ যান।
- LIC HLF Vidyadhan Scholarship এর link এ ক্লিক করুন।
- Application Form Page টি প্রদর্শিত হবে।
- আবেদন প্রক্রিয়ার শুরু করতে “Start Application” Button এ ক্লিক করুন।
- সেখানে আপনি আপনার প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- ‘Terms and Conditions’ স্বীকার করুন এবং ‘Preview’ এ ক্লিক করুন।
- আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে “Submit Button” এ ক্লিক করুন।
LIC HFL Vidyadhan Scholarship 2022 আবেদনের জন্য Important Documents:-
- Aadhar Card/PAN Card/Voter ID
- Previous Year Marksheet
- Admission Proof
- Bank Account Details
- Caste Certificate (যদি থাকে)
- Current Class Admission Fees
- Income Proof (সরকারি কর্তৃপক্ষের কাছে থেকে পাওয়া Income Certificate)
LIC HFL Vidyadhan Scholarship 2022 Renewal:-
LIC HFL Vidyadhan Scholarship এর Renewal প্রার্থীদের জন্য কোনরকম মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর Course এর আগের বর্ষের যে সমস্ত শিক্ষার্থী গত পরীক্ষায় 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং পড়াশোনা Continue রাতে উচ্চ শিক্ষা স্তরের Course গুলিতে নথিভুক্ত হয়েছে তাদের জন্য এই Scholarship টি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে ।
LIC HFL Vidyadhan Scholarship 2022 Renewal Process :-
- Scholarship টি Renew করার জন্য উপরিউক্ত ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
- হোম পেজের উপরের দিকে থাকা ‘Login’ অপশনটিতে ক্লিক করতে হবে। ছাত্র-ছাত্রীরা যেই শিক্ষাবর্ষে Renew করতে চায় সেই বর্ষটি সিলেক্ট করতে হবে।
- এরপরে ছাত্র-ছাত্রীদের নিজের নিজের Application Number এবং Password দিয়ে Log In করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলো আপলোড করতে হবে।
LIC HFL Vidyadhan Scholarship 2022 এর টাকা কখন (Duration) এবং কোন সময়ের জন্য দেওয়া হবে?
শিক্ষার্থীরা বর্তমানে যে Course এ পড়ছে সেই Course টি সম্পন্ন হওয়া পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। সাধারণত আবেদনের কয়েক মাসের মধ্যেই Scholarship Amount Distribute করা হয়ে থাকে।
LIC HFL Vidyadhan Scholarship 2022 আবেদনের জন্য Bank Account সম্বন্ধিত Details :-
Scholarship আবেদনের জন্য Form Fill Up এর সময় শিক্ষার্থীদের Bank Account Number এবং IFSC Code টি দিতে হবে। কোন অবস্থায় যদি শিক্ষার্থীদের Bank Account না থাকে তবে শিক্ষার্থী এর অভিভাবক এর Bank Account Details দেওয়া যেতে পারে । একটি Account Number এ সর্বাধিক দুজন শিক্ষার্থী আবেদন করতে পারবে।
LIC HFL Vidyadhan Scholarship 2022 Contact Details:-
Phone :- 011-430-92248(Ext-143) (Monday to Friday – 10:00AM to 6PM)
Email :- LIC_HFL@buddy4study.com
LIC HFL Vidyadhan Scholarship 2022 Important Link :-
LIC HFL Vidyadhan Scholarship 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. LIC HFL Vidyadhan Scholarship কী?
2. LIC HFL Vidyadhan Scholarship টি কাদের জন্য?
3. LIC HFL Vidyadhan Scholarship 2022 আবেদনের Last Date কবে?
4. LIC HFL Vidyadhan Scholarship এর Official Website কোনটি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।