LIC তে Assistant পদে যোগদানের সুবর্ণ সুযোগ | LIC HLF Recruitment 2022 Notification for 80 Assistant & Assistant Manager Posts, Last Date, Salary, Eligibility & more!

ভারতের অন্যতম সর্বপ্রথম প্রদানকারী সংস্থা ও কেন্দ্রীয় সরকারের অন্তর্গত অন্যতম বৃহৎ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি Life Insurance Corporation of India বা LIC । এই সংস্থার একটি অতি গুরুত্বপূর্ণ ভাগ Housing Finance Sector যা LIC HLF নামেই সর্বাধিক পরিচিত। এই সরকারি সংস্থা চাকরির প্রার্থীদের জন্য নিয়ে এসেছে খুশির খবর। সাম্প্রতিক প্রকাশ করা নোটিস অনুযায়ী সর্বমোট 80 জন Fresh চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে LIC HLF Recruitment এই সম্বন্ধে অন্যান জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি একবার ভালো করে পড়ে নিন।

 LIC HLF Recruitment 2022 Overview:- 

Recruiting Organization LIC Housing Finance Limited
Post Name Assistant and Assistant Manager
Vacancies 80
Salary 80,110
Job Location All India 
Last Date 25/08/2022
Mode of Application Online 
Official Website  http://www.lichousing.com/ 

LIC HLF Recruitment 2022 Important Dates:- 

LIC HLF Recruitment 2022 Online Application Starting  04/08/2022
LIC HLF Recruitment 2022 Online Application Closing  25/08/2022

LIC HLF Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Region State/Union Territory Assistant Assistant Manager
Central Chhattisgarh 06 30
Madhya Pradesh
East Central Bihar 03
  Jharkhand
  Odisha
Eastern Assam 03
Sikkim
Tripura
West Bengal
North Central Uttar Pradesh 06
Uttarakhand
Northern Delhi 02
Haryana
Himachal Pradesh
Punjab
Rajasthan
Chandigarh
South Central Karnataka 04
South Eastern Andhra Pradesh 10
Telangana
Southern Kerala 02
Puducherry
Tamil Nadu
Western Goa 15
Gujarat
Maharashtra
Total  50 30

LIC HLF Recruitment 2022 Eligibility:- 

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে Delhi Police Head Constable Recruitment এর জন্য।

Educational Qualification:- 

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বলেছিলাম থেকে ন্যূনতম 60% ও কোন কোন ক্ষেত্রে 55% মার্কস সহ যে কোনো বিষয়ে Graduation পাস করতে হবে।

Computer Skill:-

অবশ্যই বিভিন্ন Digital Gadgets সহ Laptop বা Computer চালাতে জানতে হবে।

LIC HLF Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

Official Notice অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 28 এর মধ্যে।

LIC HLF Recruitment 2022 Salary:-

Assistant এর ক্ষেত্রে Salary শুরু হবে 22,730 ও Assistant Manager এর ক্ষেত্রে Salary হবে 53,620 থেকে এবং Salary এর পরিমাণ অভিজ্ঞতা সঙ্গে সঙ্গে বাড়বে। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

LIC HLF Recruitment 2022 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category Application Fees in INR
All 800

LIC HLF Recruitment 2022 Application Process:- 

 LIC HLF Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা  LIC HLF এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ক্লিক করুন নিম্নে প্রদান করা লিংকে।
  • Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

LIC HLF Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-

Documents  Pexels  File Size
Photograph 200 x 230 Pixels 20KB থেকে 50KB
Signature 140 x 60 Pixels 10KB থেকে 20KB
Left Thumb Impression 240 x 240 Pixels 200 DPI 20KB থেকে 50KB

LIC HLF Recruitment 2022 এর Selection Process:-

দুইটি পর্যায় সম্পূর্ণ হবে LIC HLF Recruitment 2022 এর Selection যথা:- Online Written Exam ও Interview।

 LIC HLF Recruitment 2022 Exam Pattern:- 

  • Subjects:- চারটি বিষয়ে Exam গ্রহণ করা হবে যথা:-English Language, Logical Reasoning, General Awareness (with special emphasis on Housing Finance Industry), Numerical Ability (For Assistant)Quantitative Aptitude (For Assistant Manager)
  • Total Marks:- সম্পূর্ণ 200 নম্বর এর Exam গ্রহণ করা হবে।
  • Duration:- পরীক্ষার সময় পাবে মোট 120 Minutes
  • Marking System:- প্রতি সঠিক উত্তর পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
  • Negative Marking:- প্রতি ভুল উত্তরে আবেদনকারীর 0.25 Marks কাটা হবে।
Section Number of Questions Maximum Marks Duration
English Language 50 50 35 Minutes
Logical Reasoning 50 50 35  Minutes
General Awareness (with special emphasis on Housing Finance Industry) 50 50 15  Minutes
Numerical Ability (For Assistant),Quantitative Aptitude (For Assistant Manager) 50 50 35  Minutes
Total  200 200 120 Minutes

LIC HLF Recruitment 2022 Admit Card:- 

LIC HLF  Recruitment এর Admit Card SSC এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

 LIC HLF Recruitment 2022 Result:-

উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে

 LIC HLF Recruitment 2022 Important Links:-

LIC HLF Recruitment 2022 Official Notification Download Link  Click Here
Apply Now Click Here
Google News Follow Us 
Follow Us on Telegram Click Here

FAQ:- 

1. LIC HLF Recruitment 2022 Notification কবে Release হয়েছে?

ANS:- 04/08/2022

2. LIC HLF Recruitment 2022 Salary কী?

ANS:-  53,620 থেকে 

3. LIC HLF Recruitment 2022 Online Application কোন Website থেকে করা যাবে?

ANS:- https://www.lichousing.com/ 

4. LIC HLF Recruitment 2022 আবেদনের Last Date কী?

ANS:- 25/08/2022

5. LIC HLF Recruitment  2022 Notification Download করা যাবে কেমন করে?

ANS:- Download Section থেকে।

6. LIC HLF Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?

ANS:- 04/08/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *