মেধাবী স্কলারশিপ । Medhavi Scholarship 2022 । Medhavi National Scholarship । Medhavi Scholarship 2022 Last Date । Medhavi Scholarship West Bengal । Medhavi Scholarship Amount
বেশ কিছু বেসরকারি সংস্থা রয়েছে যারা গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়া জন্য Scholarship প্রদান করে থাকে। এই ধরনের সরকার কর্তৃক প্রদত্ত Scholarship কম ই যার জন্য Madhyamik থেকে আরম্ভ করে Post Graduation এ পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। আজ আমরা এমন ই এক সরকারি Scholarship এর সম্বন্ধে বিস্তারিত জানতে চলেছি যার নাম Medhavi National Scholarship বা Medhavi Scholarship।
Medhavi Scholarship কী ?
Medhavi Scholarship হল ভারতের কেন্দ্রীয় সরকার প্রদত্ত একটি Scholarship যা ভারতের সমস্ত Madhyamik পাস ছাত্র-ছাত্রীদেরকে প্রদান করা হয় । ছেলে-মেয়ে কিংবা বিজ্ঞান বিভাগ , সাহিত্য বিভাগ , বাণিজ্য বিভাগ নির্বিশেষে সবাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন । এই i Scholarship এর সব থেকে সুবিধা এই জন্য এই Scholarship এর জন্য আবেদনের জন্য নম্বর এর কোনো বাধা বিষেধ নেই । শুধুমাত্র Medhavi Scholarship পাওয়ার জন্য SAMADHAN-III Scholarship Exam ই যথেষ্ট । আজ আমরা Medhavi Scholarship সমন্ধে ডিটেলস এ আলোচনা করতে চলেছি , আশা করি আজকের আর্টিকেল পড়ার পর আপনাদের Medhavi Scholarship সমন্ধে অন্য কোনো Source এর প্রয়োজন পড়বে না ।
Medhavi Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?
এই প্রকল্প সূচনায় মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের যেসব গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে তাদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য প্রদান করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়ছাত্রছাত্রীরা অর্থের অভাবে শিক্ষা গ্রহণে অক্ষম হয়, এই সমস্যার স্থায়ী সমাধান এই Scholarship প্রদান এর মূল লক্ষ্য।
Medhavi Scholarship 2022 Important Dates:-
Medhavi Scholarship 2022 Online Application Starting | 04/07/2022 |
Medhavi Scholarship 2022 Online Application Closing | 17/08/2022 |
SAMADHAN Exam Date | 28/08/2022 |
Answer Key Raising | 29/08/2022 |
Result Declaration | 31/08/2022 |
Documents & Bank a/c* Details Submit | 01-03/09/2022 |
Verification & Scholarship Distribution | 02-05/09/2022 |
Final Stage | 10/09/2022 |
Medhavi Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
পশ্চিমবঙ্গের যেসব ছাত্র-ছাত্রীরা Higher Secondary পাস করে Full Time BA/B.Com/B.Sc ইত্যাদি Degree এর জন্য Admission নিয়েছে এবং যাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল নয় তারা সবাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। এই সমন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Eligibility Section এ।
Medhavi Scholarship এর Eligibility:-
- Nationality:-
আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে কোন কোন ক্ষেত্রে নেপাল এবং ভুটানের বাসিন্দা হলো আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য । এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
- Educational Qualification:-
একজন আবেদনকারীকে Madhyamik বা সমতুল্য কোন পরীক্ষায় পাশ করতে হবে এবং পরবর্তী কোন ডিগ্রির Course এ পাঠরত হতে হবে ।
- Age Limit:-
আবেদনকারীর বয়স হতে হবে 16 থেকে 40 এর মধ্যে।
Medhavi Scholarship 2022 Selection Process:-
যেসব আবেদনকারীরা আবেদন করেছেন এই Scholarship এর জন্য তাদেরকে 28/08/2022 তে একটি Exam প্রদান করতে হবে ।Exam এর আবেদনকারীর Performance এর ভিত্তিতে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে এই Scholarship ।
Medhavi Scholarship 2022 Distribution Process:-
ভর্তির প্রথম বছর থেকে ছাত্র বা ছাত্রী Scholarship Amount Demand Draft বা Electronic Transfer এর মাধ্যমে তাদের নিজের Bank Account এ পেয়ে যাবে। Scholarship প্রাপক যদি অসদুপায় অবলম্বন করে তাহলে সে ক্ষেত্রে Scholarship Amount প্রদান করা বন্ধ করাও হতে পারে।
Medhavi Scholarship 2022 Exam সম্বন্ধিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:-
- 28/08/2022 এ নেওয়া হবে Online Exam টি। তিন চার দিন ধরে এই Exam টি চলবে।
- পরীক্ষার্থীদের বাড়ি থেকেই নিজেদের Smartphone এ Install করা Official App এর মাধ্যমে নির্ধারিত দিনে Exam প্রদান করতে পারবে।
- Smartphone যেনো Online প্রদান এর জন্য উপযুক্ত হয় তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সমস্যা হলে এর দায়িত্ব কর্তৃপক্ষ নেবে না।
- সমস্ত Questions থাকবে MCQ Pattern এর অন্তর্ভুক্ত।
- Exam Structure এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Test |
No. of Question |
Maximum Marks |
Duration |
Reasoning |
6 |
6 |
10 Minutes |
Quantitative Aptitude | 6 | 6 | |
General Studies | 4 | 4 | |
English | 4 | 4 | |
Total | 20 | 20 |
Medhavi Scholarship 2022 এর Scholarship Amount/ Benefits:-
গতবার Madhavi Scholarship এর মাধ্যমে সর্বমোট 4874 ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছিল এই বছরও এই সকালে খুব একটা বেশি পরিবর্তন হবে তার সম্ভাবনা কম। কত বছরের হিসাব অনুযায়ী তিনটি Type এ Scholarship প্রাপকদের সংখ্যা বর্ণনা করা হলো।
Type | Scholarship Holder | Marks |
Type A | 1048 | 60% এবং তার অধিক মার্কস পাওয়া পরীক্ষার্থীরা |
Type B | 1348 | 50% এর থেকে বেশি এবং 60% এর কম পাওয়া পরীক্ষার্থীরা |
Type C | 2475 | 40% এর থেকে বেশি এবং 50% এর কম পাওয়া পরীক্ষার্থীরা |
Scholarship Amount এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Rank (80% মার্কস এর উপরে) | Scholarship Amount in INR |
1st (First) | 20,000 |
2nd (Second) | 10,000 |
3rd (Third) | 5,000 |
Type A | 1000 |
Type B | 500 |
Type C | 300 |
Medhavi Scholarship 2022 এর Application Process:-
Medhavi Scholarship 2022 এর জন্য Online এই একমাত্র আবেদন সম্ভব। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- আপনার Smartphone থেকে Google Play Store App ওপেন করুন এবং Medhavi National Scholarship লিখে Search করুন।
- আপনার সামনে চলে আসবে Medhavi Scholarship এর Official App।
- Mobile Number প্রদান করে Sign Up করুন মনে রাখবেন আপনি কিন্তু পরে আর এই Number টি বিবর্তন করতে পারবেন না।
- App এর মধ্যে থাকা কোন Exam/Test Active আছে কিনা দেখে নিন। যদি Active থাকে Notification থেকে একবার বিস্তারিত জেনে নিন।
- Registration এর পাশে থাকা SCHOLARSHIP EXAM বা SCHOLARSHIP TEST বাটনে ক্লিক করুন।
- Application /Registration Form টি Fill Up করুন এবং SUBMIT বাটনে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্য শুধুমাত্র যেসব পরীক্ষার্থীরা Exam পাস করেছে তাদের কেই Bank Account এর Details আপলোড করতে হবে।
Medhavi Scholarship 2022 এর Application Fees:-
Not Applicable
Medhavi Scholarship 2022 আবেদনের জন্য Important Documents:-
এই Step টি শুধুমাত্র পাশ করা পরীক্ষার্থীদের জন্য।
- Last পাস করা Exam এর Mark Sheet এর Xerox Copy।
- Higher Secondary /SSLC/HSC এর Marksheet এর Xerox Copy।
- জেলাশাসক/কালেক্টর /BDO Officer/মহাকুমার অফিসার এর থেকে প্রাপ্ত Income Certificate এর Xerox Copy।
- Annual Fees প্রদান করেছেন এমন প্রমাণ করবে এমন Documents এর Xerox Copy।
- ছাত্র-ছাত্রীর Admission এর Proof এর Xerox Copy।
- আবেদনকারী Persons with Disabilities হলে তার প্রমানপত্রের Xerox Copy।
Medhavi Scholarship 2022 এর Renewal:-
আবেদনকারী যেই Course চলাকালীন সময়ে আবেদন করেছেন এই Scholarship এর জন্য সেই Course টি শেষ হওয়া পর্যন্ত আবেদনকারী ছাত্রছাত্রী Renew করতে পারবে। প্রতিবছর নির্দিষ্ট সময়ে Renewal করতে পারবে আবেদনকারীরা। একটা কথা মাথায় রাখবে কোন পরীক্ষার্থী যদি অকৃতকার্য হয় তাহলে কিন্তু আর এই Scholarship আর পাবে না।
Medhavi Scholarship 2022 এর (Duration) টাকা কখন এবং কোন সময়ের জন্য দেওয়া হয় :-
যতদিন পর্যন্ত চলবে Course চলবে ততদিন প্রার্থীরা এই Scholarship পাবে। সাধারণত Course চলাকালীন সময় প্রদান করা হয়ে থাকে এই Scholarship Amount।
Medhavi Scholarship 2022 এর Bank Account সম্বন্ধিত Details :-
Scholarship এর টাকা নিজস্ব Bank Account পেতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি Savings Account থাকতে হবে। Account Number টি বৈধ এবং চালু থাকতে হবে, । সঙ্গে Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
Medhavi Scholarship 2022 Contact Details:-
এই Scholarship এর সম্বন্ধে যদি কোন সমস্যা থাকে বা মনে কোন প্রশ্ন থাকে তাহলে আপনি নিম্নে প্রদান করা Email ID তে Mail করেও আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন।
Email: helpdesk@medhavionline.org
Medhavi Scholarship 2022 এর Important Links:-
Medhavi Scholarship 2022 Official Notification Download Link | Click Here |
Official App Download Link | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. Medhavi Scholarship বা Medhavi National Scholarship কি এক?
2. Medhavi Scholarship 2022 Last Date কি?
3. Medhavi Scholarship 2022 Application Starting Date কি?
4. Medhavi Scholarship 2022 এর Official Website কোনটি?
5. Medhavi Scholarship 2022 Registration কি Offline এ সম্ভব?
6. Medhavi Scholarship 2022 Scholarship Amount কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।