Social Media জগতে Facebook অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এক জনপ্রিয় নাম । গত বছরে সংস্থা নতুন ভাবে Meta নামের পরিচিতি লাভ করেছে। সম্প্রতি এই সংস্থা নিয়ে এসেছে Computer Science ও Engineering এ পঠনরত ছাত্র-ছাত্রীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ Fellowship। যার নাম The Meta Research PhD Fellowship । এই Fellowship এর জন্য আবেদন করতে পারবে আন্তর্জাতিক সমস্ত স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রছাত্রীরা।
Meta Research PhD Fellowship Program কী?
Meta Research PhD Fellowship Program একটি আন্তর্জাতিক বিশ্বব্যাপী Program যা প্রদান করা হয় Computer Science এবং Engineering এর ক্ষেত্রে নিযুক্ত প্রতিশ্রুতি শীল এবং মেধাবী Doctoral শিক্ষার্থীদের উৎসাহ এবং সমর্থন প্রদান করার জন্য । যেসব PhD Scholar রা Technology এর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গবেষণামূলক কাজ অত্যন্ত প্রতিবার সঙ্গে চালিয়ে যাচ্ছে এবং এবং যারা যারা Industry তে নতুন নতুন Opportunities আনতে দৃঢ় প্রতিজ্ঞ তারা সবাই আবেদন করতে পারবে এই Fellowship এর জন্য ।
Meta Research PhD Fellowship Program প্রদান এর উদ্দেশ্য কী?
- শিক্ষার্থীদের গবেষণার প্রতি আকর্ষিত করা ।
- যুগোপযোগী Professional শিক্ষা গ্রহণের উৎসাহ প্রদান।
- Engineering এবং Computer Science এর ক্ষেত্রে ভবিষ্যতে আগত বিভিন্ন Opportunities নিয়ে আসা যাব ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে।
- ভবিষ্যতে Meta কিভাবে জনস্বার্থে আরো কাজে লাগতে পারে তার সম্বন্ধে গবেষণা সাধন।
Meta Research PhD Fellowship Program এর জন্য কারা আবেদন করতে পারবে?
যেসব শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা চার্ট এ উল্লিখিত ক্ষেত্রে অত্যন্ত সন্তোষজনক ভাবে তাদের PhD Degree চালিয়ে যাচ্ছে তারা আবেদন করতে পারবে এই Fellowship এর জন্য।
Al System HW SW Co-Desing | Computational Social Science |
Applied Statistics | Database System |
AR/VR Battery Research | Distributed System |
AR/VR Computer Graphics | Economic and Computation |
AR/VR Human – Computer Interaction | Human Computer Interaction – Social Media, People, & Society |
AR/VR Human Understanding | Networking |
AR/VR Photonics and Optics | Privacy and Data Practices |
AR/VR Wireless | Programming Languages |
Audio Presence | Security and Privacy |
Augmented Reality Audio | Technology Policy Research |
Meta Research PhD Fellowship Program 2022 Important Dates:-
Meta Research PhD Fellowship Program 2022 Online Application Starting | 03/08/2022 |
Meta Research PhD Fellowship Program 2022 Online Application Closing | 20/09/2022 |
Letters Of Recommendation Releasing | 06/10/2022 |
Review Process Opening | 11/10/2022 |
Winner Notified | 18/01/2022 |
Blog Announcement of Winners | 31/01/ 2023 |
Meta Research PhD Fellowship Program 2022 Selection Process:-
আবেদনের সময় প্রয়োজনীয় Document ( CV বা resume,Research Statement এবং Recommendation Letter) যাচাই এবং Personal Interview এর মাধ্যমে এই Fellowship এর টাকা প্রদান করা হবে ।
Meta Research PhD Fellowship Program 2022 Distribution Process:-
এই Fellowship এর মাধ্যমে ছাত্রছাত্রীরা Tuition Fees বাবদ $42,000 পেয়ে যাবে যার বর্তমান মূল্য ভারতীয় অর্থের বা টাকায় দারায় 3401118 টাকা । এই অর্থ ছাত্রছাত্রীরা খরচ করতে পারবে বিভিন্ন Educational Expenses হিসাবে । Direct Transfer Mode এ ছাত্রছাত্রীরা পেয়ে যাবে সেই Course চলাকালীন সময়ে ।
Meta Research PhD Fellowship Program 2022 Eligibility:-
- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছরের উপরি উক্ত ক্ষেত্রে PhD Program এ ভর্তি হতে হবে।
- বিশ্বের সমস্ত University এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই Fellowship Program এর জন্য
- আবেদনকারীকে Computer Science ও Engineering এর উপরি উক্ত বিভাগে Research এর সঙ্গে যুক্ত হতে হবে।
Eligibility সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
- যে সব আবেদনকারীরা আগেই পাস করে গেছেন তারা আবেদন করতে পারবে না ।
- যেসব আবেদনকারীরা Facebook তথা Meta এর Competition এ থাকা Company তে Part Time কাজ করার কথা ভাবছেন বা কাজ করছেন তারা আবেদন করতে পারবেন না।
- Meta তে কর্মরত আবেদনকারীরা আবেদন করতে পারবেন না এই Fellowship Program এর জন্য।
Meta Research PhD Fellowship Program 2022 Benefits:-
এই Fellowship এর মাধ্যমে ছাত্রছাত্রীরা Tuition Fees বাবদ $42,000 পেয়ে যাবে যার বর্তমান মূল্য ভারতীয় অর্থের বা টাকায় দারায় 3401118 টাকা । এই অর্থ ছাত্রছাত্রীরা খরচ করতে পারবে বিভিন্ন Educational Expenses হিসাবে ।বিশেষ দ্রষ্টব্য ভবিষ্যতে ভারতীয় Rupee তে মূল্য কম বা বেশী হতে পারে।
Meta Research PhD Fellowship Program 2022 Application Process :-
অন্যান্য অধিকাংশ Scholarship বা Fellowship এর মতন এই Fellowship এর জন্য আবেদন Online মাধ্যমে করা যেতে পারে, নিম্নে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম এই আর্টিকেল এর উপরের সেকশন থেকে দেখে নিন আপনি আবেদন করতে পারবেন কিনা Eligible হয়ে থাকলে এখন click করুন নিম্নে প্রদান করা Link Section এ।
- Facebook, Twitter, বা Google Account দিয়ে আপনি আপনার Account Set Up করুন বা আপনি চাইলে Name, Email, Password দিয়ে Account তৈরি করতে পারেন।
- Account তৈরি হয়ে গেলে Account এ Log In করুন।
- প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করুন।
- নির্দেশ অনুযায়ী Documents গুলি আপলোড করুন।
- এখন Marked as Complete অপশনে ক্লিক করে Submit করে দিন।
Meta Research PhD Fellowship Program 2022 আবেদনের জন্য Important Documents:-
- আপনার CV বা Resume (Single Page Resume না হওয়াই ভালো)
- Detailed Research Statement অনধিক 500 Words এর মধ্যে।
- দুইটি Recommendation Letter (একটি PhD Advisor বা Research Advisor এর কাছে থেকে নিতে হবে এবং অপরটি অন্য Professor এর কাছে থেকে)
বিশেষ দ্রষ্টব্য:- অসম্পূর্ণ Documents সহ Application Form টি Submit করলে Application Form টি Cancel হয়ে যাবে।
Meta Research PhD Fellowship Program 2022 Renewal:-
এই Fellowship প্রকল্পটি এককালীন সময়ে প্রদেয় । যোগ্য আবেদনকারীরা পড়াশোনা চালিয়ে যাবার জন্য এককালীন $42,000 Fellowship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এজন্য Fellowship Renew করার কোন প্রয়োজন নেই। যদি Fellowship Renew করার প্রয়োজন হয় তবে পরবর্তীতে Scholarship প্রদানকারী সংস্থা বিষয়টি জানিয়ে দেবে।
Meta Research PhD Fellowship Program 2022 এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
Fellowship প্রদানকারী সংস্থা এই Fellowship এর মেয়াদ সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ করেনি। এই Fellowship টি এককালীন প্রদেয় অর্থ হিসেবে ছাত্রীদের মধ্যে প্রদান করা হয়। যোগ্য আবেদনকারীরা পড়াশোনা চলাকালীন সময়ে এককালীন ভাবে এই Fellowship পেয়ে থাকে।
Meta Research PhD Fellowship Program 2022 এ আবেদনের জন্য Bank Account সমন্বিত Details:-
Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকে। তাছাড়া আপনার Bank Account টি অবশ্যই SWIFT Code থাকতে হবে।
Meta Research PhD Fellowship Program 2022 Result Checking Process:-
- আপনার SurveyMonkey Apply Account টি Log In করুন।
- উক্ত Page এ আপনি পেয়ে যাবেন Status Link অপশনটি সেই অপশনে ক্লিক করুন।
- পরেরPage আপনার সামনে চলে আসবে চলতি বছরের Fellowship এর Result
Meta Research PhD Fellowship Program 2022 Contact Details:-
- Email ID:- academicrelations@fb.com
- Official Website:- https://research.facebook.com/fellowship/
Meta Research PhD Fellowship Program 2022 Important Links:-
Meta Research PhD Fellowship Program 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. ভারতবর্ষের ছাত্রছাত্রীরা কি আবেদন করতে পারবে Meta Research PhD Fellowship Program এর জন্য ?
2. Meta Research PhD Fellowship Program 2022 Online Application কবে থেকে শুরু হয়েছে?
3. Meta Research PhD Fellowship Program 2022 Online Application Last Date কি?
4. Meta Research PhD Fellowship Program এর মাধ্যমে আমি কতো টাকা পেতে পারি?
5. Meta Research PhD Fellowship Program এর Official Website কোনটি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।