NTA CSIR UGC NET 2023 Dates, Eligibility, Direct Link ইত্যাদি জানুন!

The Council of Scientific and Industrial Research বা CSIR ভারতবর্ষের সর্ববৃহৎ Research ও Development সংস্থা যা Government of India এর অন্তর্গত। সম্প্রতি এই সংস্থা নিয়ে এসেছে চাকুরী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট । ইতিমধ্যে এই সংস্থা Junior Research Fellowship (JRF) & Lectureship (LS) পদের জন্য Notice জারি করেছে , বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল একবার পড়ে নিন।

NTA CSIR UGC NET 2023 Overview:- 

Recruiting Organisation National Testing Agency (NTA)
Exam Name CSIR NET
Expected Candidates  
Exam Level National
Last Date 10/04/2023
Mode of Exam  Online – CBT (Computer-Based Test)
Mode of Application Online 
Official Website https://csirnet.nta.nic.in/ 

NTA CSIR UGC NET 2023 Important Dates:-

NTA CSIR UGC NET 2023 Official Notification Releasing 10/03/2023
NTA CSIR UGC NET 2023 Online Application Starting  10/03/2023
NTA CSIR UGC NET 2023 Online Application Closing  10/04/2023
Correction Windows Opening  12-18/04/2023
NTA CSIR UGC NET 2023 Exam 06-07-08/06/2023

NTA CSIR UGC NET 2023 Eligibility:-

Educational Qualification:-

আবেদনকারী কে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে M.Sc বা  Integrated BS-MS/ BS / BE/ B. Tech/B. Pharma/ MBBS 55% মার্কস সহ এবং ST/SC/PWD অন্তর্ভুক্ত আবেদনকারীদের 50% মার্কস পেলেই আবেদনকারীর আবেদন করতে পারবে।

NTA CSIR UGC NET 2023 আবেদনের জন্য Age Limit:-

  • JRF:- আবেদনকারীর বয়স হতে পারে সর্বোচ্চ 28 বছর বয়স। 
  • Lecturership/Assistant Professor:- কোন সর্বোচ্চ বয়স সীমা নেই।

NTA CSIR UGC NET 2023 Application Fee:-

 NTA CSIR UGC NET 2023 এর জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fee নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Category  Application Fee INR 
Gen/ EWS 1000
OBC (NCL) 500
SC/ ST/ Third Gender 250
PwD Not Applicable 

NTA CSIR UGC NET 2023 Application Process:-

 NTA CSIR UGC NET 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা  NTA CSIR UGC NET এর Official Website থেকে এই Exam এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন NTA CSIR UGC NET এর অফিসিয়াল ওয়েবসাইট https://csirnet.nta.nic.in/ 
  • Homepage এ আপনি পেয়ে যাবেন Registration for UGC NET 2022 এর অপশন।
  • সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
  • প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
  • Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
  • Exam Center Select করুন।
  • এখন আপনাকে Upload  করতে হবে Photograph ও Signature।
  • Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
  • এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য
  • Print Out কপি ও বের করে রাখতে পারেন।

NTA CSIR UGC NET 2023 আবেদনের জন্য Important Documents:-

  • আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Photograph 10 KB থেকে 200 KB এর মধ্যে
  • Signature এর Scanned Copy JPG/JPEG ফরমেটে। 4KB থেকে 30 KB এর মধ্যে।

NTA CSIR UGC NET 2023 Exam Pattern:- 

Chemical Science  Part A Part B Part C Total 
Total Question  20 40 60 120
Maximum Question to Attempt  15 35 25 75
Marks Per Correct Answer  02 02 04 200
Marks Per Incorrect Answer  0.5 0.5 01  

Earth, Atmospheric, Ocean and Planetary Science Part A Part B Part C Total 
Total Question  20 50 80 150
Maximum Question to Attempt  15 35 25 75
Marks Per Correct Answer  02 02 04 200
Marks Per Incorrect Answer  0.5 0.5 1.32  

Life Science  Part A Part B Part C Total 
Total Question  20 50 75 145
Maximum Question to Attempt  15 35 25 75
Marks Per Correct Answer  02 02 04 200
Marks Per Incorrect Answer  0.5 0.5 01  

Mathematics  Part A Part B Part C Total 
Total Question  20 40 60 120
Maximum Question to Attempt  15 25 20 60
Marks Per Correct Answer  02 03 4.75 200
Marks Per Incorrect Answer  0.5 0.75    

Physical Science  Part A Part B Part C Total 
Total Question  20 25 30 75
Maximum Question to Attempt  15 20 20 25
Marks Per Correct Answer  02 3.5 5.0 200
Marks Per Incorrect Answer  0.5 0.875 1.25  

NTA CSIR UGC NET 2023 Admit Card :-

পরীক্ষার্থীরা NTA CSIR UGC NET এর Admit Card Official Website থেকেই Download করতে পারবে । শুধুমাত্র Online এ এই Admit Card Download সম্ভব। Admit Card এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে Exam Centres, Exam Date, Exam Time, Reporting Time ইত্যাদি। মনে রাখবেন Admit Card এছাড়া কোনো পরীক্ষার্থী Exam এ বসতে পারবে না। NTA CSIR UGC NET এর Admit Card Officially প্রকাশ হলে এই এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।

NTA CSIR UGC NET 2023 Answer Key:-

Exam গ্রহণের কিছুদিনের মধ্যেই Officially প্রকাশ করা হয় Answer Key । এই Answer Key এর মাধ্যমে পরীক্ষার্থীরা জেনে নিতে পারবে তাদের Performance। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Answer Key জেনে নিতে পারবে। পরীক্ষার্থীরা Answer Key প্রকাশ এর পর Answer Key Challenge করার সুবিধা পাবে নির্দিষ্ট সময়ের জন্য। এই সম্বন্ধে বিস্তারিত জানব Answer Key Publish হলে।

NTA CSIR UGC NET 2023 Result:-

NTA অফিশিয়াল ওয়েবসাইটে Scorecard প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ Score Card জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result  কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।

NTA CSIR UGC NET 2023 Official Notification Download Link  Click Here
Apply Now Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. NTA CSIR UGC NET 2023 Exam Date কি ?
ANS:- 06-07-08/06/2023
2. NTA CSIR UGC NET 2023 Registration কোন Website এর মাধ্যমে সম্ভব?
ANS:- https://csirnet.nta.nic.in/  
3. NTA CSIR UGC NET 2023 Registration কবে থেকে শুরু হয়েছে?
ANS:- 10/03/2023
4. NTA CSIR UGC NET 2023 Online Application Last Date কি?
ANS:- 10/04/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823