NVS Recruitment 2022 for 1616 Vacancies (নবোদয় বিদ্যালয় এ শিক্ষক নিয়োগ), Last Date, Eligibility, Application Process etc.

Navodaya Vidyalaya Samiti CBSC Board এর অন্তর্গত সর্বভারতীয় School Chain যা ভারতবর্ষ এর গ্রামীন অঞ্চলের অন্তর্গত মেধাবী ছাত্র-ছাত্রীদের উন্নত মানে শিক্ষা প্রদানের সাহায্য করে। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে হাজার এরও বেশি পদের জন্য Recruitment এর Notice  প্রকাশ করা হয়েছে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল একবার ভালোভাবে পড়ে নিন।

NVS Recruitment 2022 Overview:- 

Recruiting Organization Navodaya Vidyalaya Samiti
Post Name Principal, TGT, PGT etc.
Vacancies 1616
Salary 78800
Job Location All India
Last Date 22/07/2022
Mode of Application Online
Official Website https://navodaya.gov.in/

NVS Recruitment 2022 Important Dates:- 

NVS Recruitment 2022 Online Application Starting 02/07/2022
NVS Recruitment 2022 Online Application Closing 22/07/2022
NVS Recruitment Admit card 2022 Releasing  
NVS Recruitment Exam  
NVS Recruitment Answer Key Releasing  
NVS Recruitment Result  

NVS Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post  Vacancy 
Principal 12
Post Graduate Teacher 397
Trained Graduate Teacher 683
TGT (Third Language) 343
Miscellaneous Teacher 33
Art Teacher 43
PET Male 21
PET Female 31
Librarian 53
Total 1616

Subjects অনুযায়ী Recruitment এর সমন্ধে জানার জন্য Download Section এ প্রদান করা Notice টি দেখুন।

NVS Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:- 

  • Principal:- আবেদনকারী কে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো Steam থেকে Masters Degree পাস করতে হবে এবং সঙ্গে B.Ed Degree থাকতে হবে।
  • Post Graduate Teacher:- NCERT কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই বছরের Post Graduation Degree পাস করতে হবে যে কোন বিষয় এ।

Trained Graduate Teacher :-NCERT কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের Integrated  Degree পাস করতে হবে ।

বা

NCERT কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে 50% নম্বর সহ Graduation পাস করতে হবে।

বা

Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে 50% মার্কস সহ উক্ত বিষয় এ Bachelor Degree পাস করতে হবে এবং Course অন্ততপক্ষে তিন বছরের হতে হবে।

  • Trained Graduate Teacher:- NCERT কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই বছরের Post Graduation Degree পাস করতে হবে যে কোন বিষয় এ।

বা

NCERT কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের Integrated  Degree পাস করতে হবে ।

বা

NCERT কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে 50% নম্বর সহ Graduation পাস করতে হবে।

বা

Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে 50% মার্কস সহ উক্ত বিষয় এ Bachelor Degree পাস করতে হবে এবং Course অন্ততপক্ষে তিন বছরের হতে হবে।

  • Librarian:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Library Science এ University Degree থাকতে হবে ।

বা

Library Science এ Graduation সহ এক বছরের Diploma পাস করতে হবে।

English ও Hindi উভয় ভাষাতে কাজের ক্ষমতা থাকতে হবে।

NVS Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

Post অনুযায়ী Age Limit ভিন্ন হবে, এ সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোl

Post Age Limit 
TGT 35
PGT 40

NVS Recruitment 2022 Salary:-

7th Pay Commission অনুযায়ী Salary প্রদান করা হবে। যদিও Post অনুযায়ী Salary তে কিছুটা পরিবর্তন হবে এই সমন্ধে নিম্নে আলোচনা করা হলো।

Post  Salary in INR 
Principal 78700 থেকে
PGT 47670 থেকে
TGT and Miscellaneous 44900 থেকে

NVS Recruitment 2022 Application Fees :-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
Principle 2000
PGT 1800
TGT 1500
ST/SC/PWD Not Applicable

NVS Recruitment 2022 Application Process:- 

এই Recruitment এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন Navodaya Vidyalaya Samiti এর Official Website।
  • Homepage থেকে Menu বাটনে ক্লিক করুন।
  • Recruitment অপশন আপনি পেয়ে যাবেন সেটিতে ক্লিক করুন।
  • Fill Up Online Application অপশনটিতে ক্লিক করুন।
  • আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে সামনে থাকা Download Link এ ক্লিক করুন।
  • আপনি নতুন একটি পেজ এ Redirect হবেন সেই Page থেকে Direct Recruitment Drive 2022-23 অপশনে ক্লিক করুন।
  • কাঙ্খিত Details সহ পূরণ করুন Application Form টি।
  • Exam Center Select করুন।
  • Educational সম্বন্ধিত সমস্ত Details প্রদান করুন।
  • একবার মিলিয়ে নিন সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে প্রদান করুন Captcha Code এবং Save বাটনে ক্লিক করুন।
  •  Download করুন আপনার Application Form টি চাইলে আপনি Application Form টি Print Out ও করতে পারেন।
  • Application এর পর আপনি পেয়ে যাবেন Registration Number, এটি অবশ্যই আলাদাভাবে লিখে রাখবেন পরবর্তীকালে এটি প্রয়োজন পড়বে Admit Card Download ও Result জানতে পারবেন।

NVS Recruitment 2022 এর Selection Process:-

চারটি পর্যায়ে সম্পূর্ণ হবে NVS এর Recruitment ।যথা:- 1) CBT Written Exam, 2) Interview (Librarian বাদে),3) Documents Verification ও 4) Medical Examination।

NVS Recruitment 2022 এর Exam Pattern:- 

Principle Post
Test Subjects Number of Questions Total marks Duration
Part-I Reasoning & Numeric Ability 10 10 3 Hours
Part-II General Awareness 20 20
Part-III Language Competency Test (General English এবং General Hindi – 20 Marks প্রতি বিষয়ে) 20 20
Part-IV Academics & Residential Aspects 50 50
Part-V Administrative and Financial procedure/rules of the Government of India 50 50
Total 150 150

 

PGT Post
Test Subjects Number of Questions Total marks Duration
Part-I Reasoning Ability 20 20 3 Hours
Part-II General Awareness 10 10
Part-III Knowledge of ICT 10 10
Part-IV Teaching Aptitude 10 10
Part-V Domain Subject Knowledge (Graduation Level ) 80 80
Part-VI Language Competency Test (General English,General Hindi-15 Marks করে) 20 20
Total 150 150

 

TGTs, Miscellaneous Teachers
Test Subjects Number of Questions Total marks Duration
Part-I Reasoning Ability 10 10 3 Hours
Part-II General Awareness 10 10
Part-III Knowledge of ICT 10 10
Part-IV Teaching Aptitude 10 10
Part-V Domain Subject Knowledge (difficulty level Graduation) 80 80
Part-VI Language Competency Test (General English,General Hindi-15 Marks করে) 20 20
Total 150 150

NVS Recruitment 2022 Admit Card:- 

NVS Recruitment এর Admit Card NVS এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

NVS Recruitment 2022 Result:- 

Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

NVS Recruitment 2022 Important Links:- 

NVS Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us 

FAQ:- 

1. Recruitment 2022 Apply Online Link কোনটি?
2.NVS Recruitment 2022 Exam Date 2022 কি ?
ANS:-
3. NVS Recruitment 2022 Notification কবে Release হয়েছে?
ANS:- 01/07/2022
4. NVS Recruitment 2022 আবেদনের Last Date কী?
ANS:- 22/07/2022
5. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Coching Shipyard Ltd Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 1616
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823