এই বছরের অন্তিম Banking Recruitment এর সমন্ধে আজ আমরা আলোচনা করতে চলেছি। সম্প্রতি Odisha State Cooperative Bank এর 700 এর ও বেশী পদের Recruitment প্রকাশ করেছে। আজকের আর্টিকেলে আমরা এই Recruitment এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি ।
OSCB Recruitment 2022 Important Dates:-
OSCB Application Starting Date and Time | 29/12/2021 |
OSCB Application Fees Payment Last Date | 17/01/2022 |
OSCB Application Closing Date and Time | 17/01/2022 |
OSCB Download Admit Card | পরিক্ষার 10 দিন আগে |
OSCB Preliminary Exam Date | February-March 2022 |
OSCB Mains Exam Date | April -May 2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
OSCB Recruitment 2022 এর Vacancy সংখ্যা :-
Name of Bank | No of Vacancy | ||||||
Assistant Manager | Banking Assistant | ||||||
Angul | 06 | 16 | |||||
Asko | 18 | 18 | |||||
Balasore – Bhadrak | 08 | 68 | |||||
Banki | 16 | 11 | |||||
Berhampur | 20 | 37 | |||||
Bhawanipatna | 18 | 0 | |||||
Bolangir | 02 | 24 | |||||
Boudh | 0 | 23 | |||||
Cuttack | 28 | 20 | |||||
Keonjhar | 0 | 30 | |||||
Khordha | 15 | 0 | |||||
Koraput | 16 | 18 | |||||
Myurbhanj | 10 | 30 | |||||
Nayagarh | 10 | 23 | |||||
Sambalpur | 06 | 75 | |||||
Sundargarh | 09 | 18 | |||||
Puri- Nimapara | 0 | 12 | |||||
Total | 182 | 423 | |||||
Special Recruitment for Backlog Vacancy | |||||||
Angul | 02 | 13 | |||||
Balasore- Bhadrak | 10 | 0 | |||||
Banki | 01 | 08 | |||||
Berhampur | 04 | 0 | |||||
Bolangir | 14 | 13 | |||||
Boudh | 06 | 0 | |||||
Cuttack | 02 | 0 | |||||
Keonjhar | 07 | 0 | |||||
Khordha | 03 | 03 | |||||
Sundargarh | 0 | 10 | |||||
Koraput | 07 | 0 | |||||
Nayagarh | 01 | 0 | |||||
Sambalpur | 10 | 0 | |||||
Puri- Nimapara | 06 | 0 | |||||
Total | 73 | 47 |
CISF Head Constable GD Recruitment 2022 | Notification, Dates, Apply Online , Salary !
OSCB Recruitment 2022 এর Education Qualifications :-
উভয় পদের জন্য, প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো Graduation Degree থাকতে হবে ।
OSCB Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
01.01.2000 এর হিসাব অনুসারে আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে পারে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 32 বছর।
OSCB Recruitment 2022 এর Salary:-
- Assistant Grade পদের Salary 5200 থেকে 20,200 হতে পারে।
- Assistant Manager Vacancy এর Salary হতে পারে 9,300 থেকে 34,800 পর্যন্ত।
OSCB Recruitment 2022 এর Application Fees:-
- General প্রার্থীদের Application Fees 1000 এবং ST/SC প্রার্থীদের জন্য Application Fees 600 টাকা।
Darjeeling Asha Karmi Recruitment 2022 | 250 এরও বেশী পদে নিয়োগ হতে চলেছে , জানুন বিস্তারিত !
OSCB Recruitment 2022 এর Application Process:-
OSCB নিয়োগ 2022-এর জন্য অনলাইনে আবেদন করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- অফিসিয়াল ওয়েবসাইটে https://www.odishascb.com/ এ ক্লিক করুন।
- হোম পেজে “Assistant Manager, Assistant Grade নিয়োগের জন্য অনলাইনে আবেদন করুন” লিঙ্কে ক্লিক করুন।
- এবার New Registration এ ক্লিক করুন।
- Registration করার পর আপনার Registration Number দিয়ে আবার Log In করুন। এবং Email ID তে Password পাঠানো হয়েছে ।
- OSCB অনলাইন Application Form পূরণ করুন।
- এখন Application Fees প্রদান করুন (যদি প্রযোজ্য হয়)।
- আপনার সমস্ত বিবরণ পুনরায় যাচাই করে নিন,
- সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করা হয়ে গেলে Final Submission বাটনে ক্লিক করুন।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য OSCB Application এর Form একটি Print Out Copy বের করে নিন ।
OSCB Recruitment 2022 এর Selection Process:-
Assistant Manager , Assistant Grade পদের জন্য প্রার্থীদের নির্বাচন করবে নিম্নলিখিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে হবে ।
- Online Preliminary Examination
- Online Mains Examination
- Viva-Voce Test
Indian Coast Guard Recruitment 2022 | Apply for Fresh 300 + Vacancy 14 January , Learn More
OSCB Recruitment 2022 Exam Pattern:-
Prelim Exam Pattern
Sections | No of Questions | Marks | Time(Minutes) |
English Language | 30 | 30 | 20 |
Numerical Ability | 35 | 35 | 20 |
Reasoning Ability | 35 | 35 | 20 |
Total | 100 | 100 | 60 |
Main Exam Pattern:-
Sections | No of Questions | Marks | Time(Minutes) | |||
General Awareness | 40 | 40 | 30 | |||
General English | 40 | 40 | 40 | |||
Reasoning Ability and Computer Aptitude | 40 | 40 | 35 | |||
Quantitative Aptitude | 40 | 40 | 35 | |||
Total | 160 | 160 | 140 |
OSCB Recruitment 2022 Viva :-
2021 সালের Prelimএবং Mains পরীক্ষা উভয়ই পাস করার পরে শুধুমাত্র সহকারী পরিচালকের পদের জন্য ভাইভা-ভোস পরীক্ষা নেওয়া হবে।
FAQ:-
1. OSCB Recruitment এর আবেদন এর Last Date কি?
ANS:-17/01/2022
2. উড়িষ্যা জেলা বাদে অন্য জেলার প্রার্থীরা কি OSCB Recruitment এর জন্য আবেদন করতে পারবে?
ANS:-হ্যা
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।