Panasonic এখন দিচ্ছে সব ছাত্রছাত্রী কে বার্ষিক 42,500 টাকা | Panasonic Ratti Chhatr Scholarship 2022 Last Date, Eligibility, Selection, Benefits more!

Panasonic India Scholarship 2022-23 | Panasonic Ratti Chhatr Scholarship in Bengali | Scholarship for IIT Students 

আন্তর্জাতিক Electronics Market এ Panasonic এক অগ্রগণ্য Company । এই Company শুধুমাত্র Europe ও America তেই প্রসিদ্ধ নয় ভারতবর্ষ তেও এই Company সুনামের সাথে ব্যবসা করে আসছে। এক Social Responsible Company হওয়ার কারণে এই Company ভারতবর্ষে Society এর Development এর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে । এমনই একটি প্রকল্প বা পদক্ষেপ হলো Panasonic Ratti Chhatr Scholarship। 

Panasonic Ratti Chhatr Scholarship কী?

Indian Institute of Technology বা IIT ভারতবর্ষে অগ্রগণ্য Technology Institutions যেখানে পড়ার স্বপ্ন মোটামুটি সব ভারতীয় শিক্ষার্থী রয়েছে। Education Quality ভালো হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পড়াশোনার খরচ ও অনেকটাই বেশি হয়। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে এগিয়ে এসেছে Panasonic India Panasonic Ratti Chhatr Scholarship এর মাধ্যমে। Scholarship প্রাপকরা এই Scholarship এর মাধ্যমে পেতে পারেন বার্ষিক 42,500 টাকা পর্যন্ত। এই সম্বন্ধে বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 প্রদান এর উদ্দেশ্য কী?

  • শিক্ষার্থীদের গবেষণার প্রতি আকর্ষিত করা ।
  •  যুগোপযোগী Professional শিক্ষা গ্রহণের উৎসাহ প্রদান। 
  • Engineering এবং Computer Science এর ক্ষেত্রে ভবিষ্যতে আগত বিভিন্ন Opportunities  নিয়ে আসা যাব ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে।
  • আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের Quality শিক্ষা গ্রহণে সাহায্য প্রদান।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 এর জন্য কারা আবেদন করতে পারবে?

যেসব ছাত্রছাত্রীরা এই বছর Higher Secondary পাস করেছে এবং ভারতবর্ষের যে কোন IIT তে ভর্তি হয়েছে  B.E./B.Tech. Degree তে পড়ার জন্য, তারা সবাই আবেদন করতে পারবে এই এর জন্য, এই সমন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Eligibility Section থেকে। 

Panasonic Ratti Chhatr Scholarship 2022 Important Dates:-

Panasonic Ratti Chhatr Scholarship 2022 Online Application Starting   
Panasonic Ratti Chhatr Scholarship 2022 Online Application Closing 11/11/2022

Panasonic Ratti Chhatr Scholarship 2022 Selection Process:-

আবেদনের সময় প্রয়োজনীয় Document ( CV বা resume,Research Statement এবং Recommendation Letter) যাচাই এবং Personal Interview এর মাধ্যমে এই Fellowship এর টাকা প্রদান করা হবে ।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 Distribution Process:-

Scholarship এর জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এর মাধ্যমে এই Scholarship এর  টাকা প্রদান করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নিজেদের নামে একটি Valid Bank Account থাকতে হবে এবং Bank Account এর সঙ্গে Aadhar Card গুলি অবশ্যই সংযুক্ত থাকতে হবে।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 Eligibility:-

  • আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • সমগ্র ভারতবর্ষের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।
  • আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে ন্যূনতম 75% মার্কস সহ।
  • আবেদনকারীর Family Income সর্বোচ্চ হতে পারে 800000 টাকা।
  • শুধুমাত্র 2022 -23 Batch এর ছাত্রছাত্রীরা একমাত্র আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।
  • আবেদনকারী কে Higher Secondary পাস করার পর ভারতবর্ষের যেকোন Indian Institute of Technology বা IIT তে B.E./B.Tech. Degree তে পড়ার জন্য Admission নিতে হবে।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 এর Amount/Benefit:-

Scholarship প্রাপকরা চার বছরের জন্য প্রতিবছর 42,500 টাকা করে পাবে।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 এর Application Process :- 

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com
  • লিংকে ক্লিক করলে Panasonic Ratti Chhatr Scholarship এর হোমপেজটি ওপেন হবে,
  • এখানে Scholarship  সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail Account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID তৈরি করতে হবে এবং এই ID  দিয়ে Scholarship এর জন্য Log In  করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
  • ‘Terms and Conditions’  এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 এর আবেদনের জন্য Important Documents:-

Online এ আবেদন করার সময় নিম্নলিখিত Documents গুলি পোর্টালে আপলোড করতে হবে –

  • বিগত বর্ষের পরীক্ষার Marksheet।
  • একটি সরকার স্বীকৃত পরিচয় পত্র (Aadhar Card , Voter Card, Pan Card বা Driving  Licence হতে পারে),
  • চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির একটি প্রমাণ পত্র
  • পরিবারের Annual Income Certificate
  • ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য
  • আবেদনকরীর Passport Size Photo
  • First Semester এর Fees Payment Receipt

Panasonic Ratti Chhatr Scholarship 2022 Renewal:-

এই Scholarship প্রকল্পটি এককালীন সময়ে প্রদেয় । B.E./B.Tech. Degree তে পড়াশোনা চালিয়ে যাবার জন্য টানা চার বছর ধরে প্রতি বছর 42500  টাকা করে Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এজন্য Scholarship Renew  করার কোন প্রয়োজন নেই। 

ligibilityএর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

Scholarship প্রদানকারী সংস্থা এই Scholarship এর মেয়াদ সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ করেনি। এই Scholarship টি এককালীন প্রদেয় অর্থ হিসেবে ছাত্রীদের মধ্যে প্রদান করা হয়। করণা প্রভাবিত পরিবারের মহিলা শিক্ষার্থীরা B.E./B.Tech. Degree  এর পড়াশোনা চলাকালীন সময়ে টানা চার বছরে এই Scholarship পাবে।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 এর Terms and Conditions:-

  • Scholarship এর টাকা টি নির্বাচিত প্রার্থীদের মধ্যে এককালীন প্রদেয় অর্থ হিসাবে প্রদান করা হবে। এজন্য Scholarship Renew করার কোন প্রয়োজন নেই।
  • Scholarship এর জন্য আবেদন করার পূর্বে প্রার্থীদের Scholarship সংক্রান্ত সমস্ত জরুরি বিষয় গুলি ভালোভাবে জেনে নিতে হবে।
  • আবেদনকারীদের কাছে অবশ্যই একটি বৈধ এবং অ্যাক্টিভ Mobile Number থাকতে হবে যাতে পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করতে কোন প্রকার অসুবিধা না হয়।
  • Scholarship এর  জন্য আবেদন করার পূর্বে প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় Document গুলি একত্রিত করে নিতে হবে।
  • এবং অবশ্যই Form Submit করার পূর্বে সমস্ত Form ভালোভাবে দেখে নিয়ে তারপরে Submit করতে হবে।

Panasonic Ratti Chhatr Scholarship 2022 এর Contact Details:-

  • Toll Free Number: 011-430-92248 (Ext- 305)  (Monday to Friday – 10:00 AM to 6PM)
  • EMail:- [email protected] 

Panasonic Ratti Chhatr Scholarship 2022 Important Links:-

Panasonic Ratti Chhatr Scholarship Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. Panasonic Ratti Chhatr Scholarship Amount কি?

ANS:- প্রতিবছর 42,500 টাকা করে

2. Panasonic Ratti Chhatr Scholarship Fresh Application এর Last Date কবে?

ANS:- 11/11/2022

3.  Panasonic Ratti Chhatr Scholarship 2022 Application Form  কেমন করে Download করবেন?

 ANS:- এই Scholarship Online এ প্রদান করা হয় তাই Application Form নেই এই Scholarship এর।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *