Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers 2022 Last Date, Eligibility, Process more!

Post  Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Worker | National Scholarship Portal  | Post  Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Worker 2022 Last Date :

স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সমস্যা নিবারণের জন্য সরকার ইতিমধ্যে নিয়েছে অনেক প্রকল্প । সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সমস্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই সেই সমস্যা নিবারণের পদ্ধতি ও আলাদা হয়ে থাকে। ভারতবর্ষে এমন অনেক পরিবার আছে যারা বিড়ি তৈরি , আয়রন আকরিক , ম্যাঙ্গানিজ, চুনাপাথর ,ডলোমাইট খনি সহ তত্সংলগ্ন বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকেন অর্থের জন্য। এইসব কাজে তেমন ভাল রকমের অর্থ পাওয়া যায় না এবং এর সঙ্গে  রয়েছে প্রাণহানির আশঙ্কা । এসব কারণের জন্যই এই কর্মের সাথে যুক্ত পরিবারের ছেলেমেয়েরা সঠিক শিক্ষার সুযোগ পায় না। ভারত সরকার এই সমস্যা সমাধানের করার উদ্দেশ্যেই চালু করেছে Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers   ।

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers কী?

ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় i) বিড়ি শ্রমিক, ii) লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ আকরিক শ্রমিক(IOMC), iii) চুনাপাথর ও ডলোমাইট খনি (LSDM) শ্রমিক, iv) চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে নিযুক্ত শ্রমিক পরিবারগুলির সন্তানদের জন্য একটি Post Matrics Scholarship এর ঘোষণা করেছে। উপরোক্ত পরিবারগুলির অন্তর্গত ছাত্র-ছাত্রীদেরকে উচ্চমাধ্যমিক স্তর থেকে Post Matrics স্তর পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয় এই Scholarship এর মাধ্যমে।

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর উদ্দেশ্য কি ?

এই বৃত্তি প্রকৃয়ার মূল উদ্দেশ্য হল ভারতে উচ্চশিক্ষার জন্য নিম্ন বৃত্তীয় এবং দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা।

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers 2022  Important Dates:-

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers 2022 Online Application Starting 15/07/2022
Post  Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers 2022 Online Application Closing 30/10/2022

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর জন্য কারা আবেদন করতে পারবেন ? 

  •  বিড়ি শ্রমিক,
  •  লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ আকরিক শ্রমিক(IOMC),
  •  চুনাপাথর ও ডলোমাইট খনি (LSDM) শ্রমিক,
  • চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে নিযুক্ত শ্রমিক পরিবারগুলির অন্তর্গত সন্তান যারা মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর (Eligibility Criteria )প্রয়োজনীয় যোগ্যতা :-

Education Qualifications:-

  • একজন আবেদনকারীকে কেন্দ্র সরকার রাজ্য সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে প্রথমবারের প্রচেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীকে ভারতবর্ষে অবস্থিত সরকার স্বীকৃত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে জেনারেল বা টেকনিক্যাল কোর্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল স্টাডিজ প্রভৃতি কোর্সে রেগুলার বেসিসে ভর্তি হতে হবে।

Family Income:-

  1. বিড়ি শ্রমিক দের পরিবারের মাসিক আয় 10 হাজার টাকার মধ্যে হতে হবে।
  2. চুনাপাথর ও ডলোমাইট খনি (LSDM) শ্রমিকদের জন্য – খনির সাধারণ শ্রমিক, অদক্ষ শ্রমিক, সুদক্ষ ও কেরানি পদে কর্মরত শ্রমিক পরিবারগুলির ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের যোগ্য; এবং যে সমস্ত কর্মীরা সুপারভাইজার কিংবা কোম্পানির ম্যানেজার সিনেমা কর্মীদের ক্ষেত্রে তাদের মাসিক আয় 8000 টাকার কম হতে হবে ।
  3. পদে রয়েছে তাদের মাসিক বেতন 10 হাজার টাকার কম হতে হবে।.

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর Application Process :-

  • National Scholarship Portal এর অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটিতে “scholarships.gov.in” ক্লিক করতে হবে।
  • এরপরে “Terms and Conditions” গুলি একসেপ্ট করে নিয়ে “Continue” বাটনে ক্লিক করতে হবে।
  • পরের পেজটিতে একটি ফর্ম আসবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য গুলি যেমন বাসস্থানের অবস্থা, স্কলারশিপ এর প্রকৃতি স্কলারশিপ স্কিমের বিভিন্ন প্রকারভেদ, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, ইমেইল আইডি ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে সঠিক জায়গায় পূরণ করে ফরমটি সম্পন্ন করতে হবে।
  • এরপরে ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের শাখার নাম, IFSC কোড ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ফরমটি পূরণ করা হয়ে গেলে “REGISTER” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড তাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে পোর্টালে লগইন করতে হবে।
  • মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি OTP আসবে। OTP টি সঠিকভাবে পূরণ করে লগইন করতে হবে।
  • এরপরে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, বিদ্যালয় সংক্রান্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে।

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর Renewal Process :-

  • Scholarship Renew করার জন্য ছাত্র ছাত্রীদেরকে NATIONAL SCHOLARSHIP PORTAL এর ওয়েবসাইটের লিংক – “https://scholarships.gov.in/” এ যেতে হবে।
  • তারপরে অ্যাপ্লিকেশন ID এবং Password দিয়ে Log In করতে হবে।
  • সেখানে বাসস্থানের অবস্থা সিলেক্ট করে নিয়ে ‘Renewal’ অপশনে ক্লিক করতে হবে।
  • সেখানে একটি ফরম ওপেন হবে। সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করে ফরমটি ভালোভাবে পূরণ করতে হবে (ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও জন্ম তারিখ অতি প্রয়োজন)।

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর Scholarship Amount :-

এই Scholarship এর  মাধ্যমে PUC I এবং II ছাত্রছাত্রীদের  প্রত্যেককে 2440 টাকা করে দেওয়া হয় এবং ITI কোর্সের ছাত্রছাত্রীদের 10000 টাকা করে দেওয়া হয়। 

 Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এ আবেদনের জন্য Important Document :

  • আবেদনকারীর এক কপি ছবি,
  • পিতা কিংবা মাতার শ্রমিকত্বের একটি শংসাপত্র,
  • ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা
  • আবেদনকারী বিগত পরীক্ষায় পাশ করেছে তার মার্কশিট এবং সার্টিফিকেট
  • আবেদনকারীর পরিবারের ইনকাম সার্টিফিকে

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর (Duration) টাকা কখন এবং কোন সময়ের জন্য দেওয়া হয় :-

এই Scholarhip বছরে একবার করে দেওয়া হয়। Post Matric অর্থাৎ উচ্চমাধ্যমিক  স্তর থেকে Post Graduate স্তর পর্যন্ত এই Scholarhip টি প্রদান করা হয়। তবে প্রত্যেক বছর স্কলারশিপটি Renew করা প্রয়োজন।

Bank Account Related গুরুত্বপূর্ণ তথ্য Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর এ আবেদনের জন্য :-

  • ছাত্র-ছাত্রীদের নিজেদের ব্যাংক একাউন্ট প্রদান করা বেশি সুবিধাজনক।
  • তবে যদি জয়েন্ট একাউন্ট হয় তবে প্রথমে আবেদনকারীর নামটি থাকতে হবে।
  • একটি পরিবার থেকে একজনের বেশি ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করলে দ্বিতীয় সন্তানের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রয়োজন ।

Terms and Conditions Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর Renual Process :-

  • আবেদনের ফর্মটি পূরণের সময় সমস্ত তথ্য গুলি সঠিকভাবে প্রদান করতে হবে। ফর্ম Submit করার পরে কোন তথ্য সংশোধন করা যাবে না।
  •  আবেদন করার সময় ভুল তথ্য আপলোড করলে Scholarship প্রত্যাখ্যান করা হবে।
  • একজন প্রার্থী একাধিকবার আবেদনপত্র জমা করলে তার আবেদনটি গ্রাহ্য করা হবে না।
  • আবেদনকারীরা যদি অন্য কোন Scholarship কিংবা স্টাইপেন্ড পেয়ে থাকে তবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।
  • একটি পরিবার থেকে একজনের বেশি ছাত্র/ছাত্রী এই Scholarship এর জন্য আবেদন করলে দ্বিতীয় সন্তানের জন্য আলাদা ব্ নম্বর এবং আলাদা মোবাইল নম্বর প্রয়োজন।
  • একটি পরিবার থেকে একজনের বেশি ছাত্র-ছাত্রী এই Scholarship এর জন্য আবেদন করলে দ্বিতীয় সন্তানের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আলাদা মোবাইল নম্বর প্রয়োজন।
  • কোন ছাত্র-ছাত্রী যদি কোর্স শেষ হওয়ার পূর্বেই পড়াশোনা ছেড়ে দেয় তবে তার স্কলার্শিপ প্রক্রিয়াটিও বন্ধ হয়ে যাবে।

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers Contact Details:- 

  • Phone Number:-01206619540
  • Email:-helpdesk-nsp@gov.in
  • Official Website:-  https://scholarships.gov.in/  

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers Important Links:-

Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us On Telegram Click Here

FAQ:-

1. Post Matric Financial Assistance এর জন্য কারা আবেদন করতে পারবে?
ANS:– বিড়ি শ্রমিক,লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ আকরিক শ্রমিক(IOMC),চুনাপাথর ও ডলোমাইট খনি (LSDM) শ্রমিকরা ।30/10/2022 ।
2. Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers 2022 এ আবেদনের Last Date কবে ?
ANS:- 30/10/2022
3. Post Matric Financial Assistance 2022 Fresh Application গ্রহণ  কবে থেকে শুরু হয়েছে?
ANS:- 15/07/202
4. Post Matric Financial Assistance For Education Of The Wards Of Beedi/ Cine/ IOMC/ LSDM Workers এর official Weabsite কোনটি ?
ANS:- https://scholarships.gov.in/ 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823