SEBI Grade A Recruitment 2023: লক্ষ টাকার চাকরি দিচ্ছে এই কেন্দ্রীয় সংস্থা!

The Securities and Exchange Board of India Ministry of Finance Government of India এর অন্তর্গত একটি সংস্থা যা Securities এবং Commodity Market এর Regulatory Authority হিসাবে কাজ করে। সম্প্রতি এই কেন্দ্রীয় সংস্থা Grade A Post এ নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ জারি করেছে, এই সমন্ধে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

SEBI Grade A Recruitment 2023 Overview:-

Recruiting Organization The Securities and Exchange Board of India
Post Name Grade A (Assistant Manager)
Vacancy 25
Salary 1,49,500
Job Location All India
Job Type Central Govt. Job 
Last Date 09/07/2023
Mode of Application  Online 
Official Website  https://www.sebi.gov.in/ 

SEBI Grade A Recruitment 2023 Important Dates:-

SEBI Grade A 2023 Official Notification Releasing  22/06/2023
SEBI Grade A 2023 Online Application Starting  22/06/2023
SEBI Grade A 2023 Online Application Closing  09/07/2023
SEBI Grade A 2023 Phase 1 Exam 05/08/2023
SEBI Grade A 2023 Phase 2 Exam 09/09/2023

SEBI Grade A Recruitment 2023 Vacancy সংখ্যা:-

Official Notification অনুযায়ী এই Recruitment এর মাধ্যমে SEBI এর Legal Stream এ মোট 25 জনকে Assistant Manager পদে নিয়োগ করা হবে। Category অনুযায়ী Vacancy সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Steam  UR OBC SC ST EWS Total 
Legal  11 07 03 02 02 25

SEBI Grade A Recruitment 2023 Eligibility:-

Education Qualification:- 

আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Law তে Bachelor’s Degree অর্জন করতে হবে এবং সঙ্গে ন্যূনতম দুই বছর Advocate হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Bar Council এর সদস্যও হতে হবে।

SEBI Grade A Recruitment 2023 তে আবেদনের জন্য Age Limit:- 

31/05/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 30 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।

Category  Age Relaxation 
SC/ST 5
OBC, OBC-NCL 3
PwD (UR) 10
PwD (SC/ST) 15
PwD (OBC) 13
Ex-Service-men/ Disabled Ex-Service-men 5

SEBI Grade A Recruitment 2023 Salary:- 

Basic Pay 44,500
Pay Scale 44500-2500 (4)-54500-2850 (7)-74450-EB-2850(4)-85850-3300(1)-89150 (17 years)
Increment 4 stagnation increments
Special Pay 3300 (After 1 year).
Dearness Allowance 30.38% of Basic Pay
Special Allowance 16.4% of Basic Pay (Minimum 11,000)
Family Allowance 2850

SEBI Grade A Recruitment 2023 Application Fee:-

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card/ Debit Card/Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল।

Category  Application Fee in INR 
UR/OBC/EWS 1000 + 18% GST
SC/ST/PwBD 100 + 18% GST

SEBI Grade A Recruitment 2023 Application Process:-

SEBI Grade A Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব IBPS এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Link Section এ থাকা  Apply Now বাটনের পশে থাকা লিংকে ক্লিক করুন
  • Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

SEBI Grade A Recruitment 2023 Selection Process:-

মূলত তিনটি পর্যায়ে সম্পূর্ণ হবে SEBI Grade A Recruitment 2023 এর Selection Process যথা:- 

  • Phase I Exam
  • Phase II Exam
  • Phase III (Interview)

SEBI Grade A Recruitment 2023 Syllabus:-

  • General Awareness:- Books and Authors, Science – Inventions & Discoveries, Current Affairs, Financial Awareness, Current Affairs – National & International, Budget, Awards and Honours, Important Financial & Economic News, Important Days, International & National Organizations, Sports, Countries & Capitals ইত্যাদি।
  • English Language:-  Direct and Indirect Speech, Idioms & Phrases,Error Spotting, Column based Fillers and Sentence Connectors, Paragraph Completion, Sentence Rearrangement, Comprehension, Fill in the Blanks, Passages, Synonyms and Antonyms, Active and Passive Voice ইত্যাদি।
  • Quantitative Aptitude:- Speed Distance and Time, Mensuration,Average, Ratio and Proportion,Data Interpretation, Inequalities, Number Series, Approximation and Simplification, Data Sufficiency, HCF and LCM, Inequality (Quadratic & Quantity based), Profit and Loss, Time and work & Pipe and cistern, Permutation, Combination & Probability, Problem on Ages, Work and Time ইত্যাদি।
  • Reasoning:-  Data Sufficiency, Number System and Conversions, Logical Reasoning, Puzzles, Seating Arrangements, Direction Sense, Blood Relations, Syllogisms, Inequalities, Order and Ranking, Coding-Decoding, Machine Input-Output, Alpha-Numeric-Symbol Series ইত্যাদি।

SEBI Grade A Recruitment 2023 Exam Pattern:-

Paper Subjects Maximum Marks  Duration  Cut off
Paper 1 General Awareness, English Language, Quantitative Aptitude and Test of Reasoning এ MCQ 100 60 Minutes 30%
Paper 2 Specialised subject  এ MCQ 100 40 Minutes  40%
Overall Cut off  40%

SEBI Grade A Recruitment 2023 Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Official Website  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here  

FAQ:-

1. SEBI Grade A Recruitment 2023 Official Website কি?

ANS:- https://www.sebi.gov.in/  

2. SEBI Grade A Recruitment 2023 এর জন্য আবেদন এর Starting Date কি?

ANS:- 22/06/2023

3. SEBI Grade A Recruitment 2023 Online Application Last Date কি?

ANS:- 09/07/2023

4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে SEBI Grade A Recruitment 2023 এর মাধ্যমে?

ANS:- 25

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *