ITI Degree থাকলেই আপনিও পেতে সরকারি চাকরী | SJVN Recruitment 2023 for 105 Junior Field Engineer and Officer, Direct Link, Eligibility more!

 JVN যা পূর্বে Satluj Jal Vidyut Nigam নামেও পরিচিত ছিল । এটি ভারতীয় Public Sector এর উদ্যোগে 1988  সালে Nathpa Jhakri Power Corporation এর সাথে যুক্ত করা হয়।যার কাজ Hydroelectric Power Generation and Transmission। ভারত সরকার ও হিমাচল প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে  প্রতিষ্ঠিত এই সংস্থায় নিয়োগ হতে চলেছে, প্রচুর সংখ্যক কর্মী Junior Field Engineer এবং Officer পদে ।  

SJVN Recruitment 2023 Overview:- 

Recruiting Organisation  Satluj Jal Vidyut Nigam
Post Name  Junior Field Engineer and Officer
Vacancy  105 
Salary  45,000
Job Type Central Government Jobs
Job Location  All India 
Last Date  12/02/2023 
Mode Of Application  Online 
Official Website  https://sjvn.nic.in/ 

SJVN Recruitment 2023 Important Dates:- 

SJVN Recruitment 2023 Online Application Starting  23/01/2023 
SJVN Recruitment 2023 Online Application Closing  12/02/2023 

SJVN Recruitment 2023 Vacancy সংখ্যা:- 

Post Name  Vacancy 
Junior Field Engineer (Civil)  30 
Junior Field Engineer (Electrical) 35 
Junior Field Engineer (Mechanical)  20 
Junior Field Engineer (Human Resource)  10
Junior Field Engineer (Finance & Accounts)  10
Total  105 

SJVN Recruitment 2023 Eligibility:- 

Education Qualification:- 

আবেদনকারীদের উক্ত বিষয়ে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduate Degree সহ Diploma Degree থাকতে হবে বা সমমান কোনো Degree অর্জন করতে হবে। Post ভিত্তিক বিস্তারিত Qualification এর সমন্ধে জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

SJVN Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:- 

আবেদনকারীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স যথাক্রমে: 18 ও 30 । তবে Category অনুযায়ী আবেদনকারীরা বয়সের ছাড় পেতে পারেন,এ বিষয়ে বিস্তারিত জানার জন্য Donwload Section এ প্রদান করা Link এ Click করুন।

SJVN Recruitment 2023 Salary:- 

Junior Field Engineer and Officer Post গুলির ক্ষেত্রে Salary বাবদ মাসে  45,000 টাকা প্রদান করা হবে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে Salary এর পরিমাণ ও বাড়বে।  

SJVN Recruitment 2023 Application Fee:- 

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking / Bank Challan এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো। 

Category  Application Fee in INR 
General/EWS/OBC 300 
SC/ST/PWD  Not Applicable 

SJVN Recruitment 2023 Application Process:- 

SJVN Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা SJVN  এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম  SJVN এর Official Website এ যান।
  • তারপর  SJVN Limited Various Vacancy টি বের করুন।
  • তারপর Apply Online Link এ Click করুন।
  • আপনার প্রয়োজনীয় Document গুলি যেমন: Valid Email ID & Mobile Number,passport-size, signature, Debit Card/Credit Card।
  • পরের Pege এ আপনি আপনার Post এর নাম,আপনার নাম, Mobile No. ও E-mail ID প্রদান করে Application Form টি পূরণ করুন।
  • তারপর আবেদনকারী পেয়ে যাবে তার (User ID) এবং Password।
  • একবার দেখে নিন সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না, যদি ঠিক থাকে তাহলে Submit Option এ Click করুন।
  • আপনার Application Form টির Printout বের করে নিতে পারেন ভবিষ্যতের জন্য।

SJVN Recruitment 2023 Selection Process:- 

দুটি পর্যায় এ সম্পন্ন হবে SJVN Recruitment এর Selection Process যথা:- CBT ও Documents Verification । Selection Process সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Link এ Click করুন। 

SJVN Recruitment 2023 Important Links:- 

SJVN Recruitment 2023 Official Notification Download Link Click Here 
Apply Now  Click Here 
Google News  Follow Us 
Join Us On Telegram  Click Here 

FAQ:-

1. SJVN Recruitment 2023 Official Website কোনটি?
ANS:- https://sjvn.nic.in/ 
2. SJVN Recruitment 2023 Vacancy সংখ্যা কত?
ANS:- 105 
3. SJVN Recruitment 2023 Salary কত?
ANS:- 45,000
4. SJVN Recruitment 2023 Last Date কবে?
ANS:- 12/02/2023 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823