SSB Recruitment 2023: আবার হাজার হাজার কর্মী নিয়োগ সশস্ত্র সীমা বলে!

Sashastra Seema Bal (SSB) একটি ভারতীয় আধা-সামরিক বাহিনী, বর্তমানে ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমা প্রহরার কাজে নিয়োজিত। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে হাজার এর ও বেশি পদে নিয়োগের জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য আবেদনকারী সম্পূর্ণ নিবন্ধ টি অবশ্যই একবার পড়ে নিন এবং জেনে নিন এই Recruitment এর সমন্ধে বিস্তারিত। 

SSB Recruitment 2023 Overview:- 

Recruiting Organization  Sashastra Seema Bal (SSB)
Post Name  Various 
Vacancy  1,656 
Salary  1,77,500
Job Location  All India 
Job Type  Central Govt. Jobs 
Last Date   
Mode Of Application  Online 
Official Website  https://ssb.gov.in

SSB Recruitment 2023 Important Dates:- 

SSB Recruitment 2023 Online Application Starting   
SSB Recruitment 2023 Online Application Closing   

SSB Recruitment 2023 Vacancy সংখ্যা:- 

Post  Vacancy 
Assistant Commandant (Veterinary) 18 
Sub-Inspector (SI)- Tech. 111
ASI (Paramedical Staff) 30 
ASI (Steno) 40 
Head Constable (HC)- Tech. 914 
Constable (Tradesman) 543 
Total  1,656 

SSB Recruitment 2023 Eligibility:-

Education Qualification:- 

  • Assistant Commandant (Veterinary):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Veterinary Science এবং Animal Husbandry তে Graduate পাস করতে হবে। 
  • Sub-Inspector (SI)- Tech:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Related Field এ Diploma বা Degree অর্জন করতে হবে।  
  • ASI (Paramedical Staff):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Related Field এ Diploma সহ Higher Secondary পাস করতে হবে। 
  • ASI (Steno):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে। 
  • Head Constable (HC)- Tech:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Related Field এ Diploma সহ Madhyamik পাস করতে হবে। 
  • Constable (Tradesman):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Madhyamik পাস করতে হবে। 

SSB Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:- 

Post  Age Limit 
Assistant Commandant (Veterinary) 25 থেকে 35 এর মধ্যে
Sub-Inspector (SI)- Tech. 21 থেকে 30 এর মধ্যে
ASI (Paramedical Staff) 20 থেকে 30 এর মধ্যে
ASI (Steno) 18 থেকে 25 এর মধ্যে
Head Constable (HC)- Tech. 18 থেকে 25 এর মধ্যে
Constable (Tradesman) 18 থেকে 25 এর মধ্যে

SSB Recruitment 2023 Salary:- 

Post Name  Salary in INR 
Assistant Commandant (Veterinary)  56,000 থেকে 1,77,500 এর মধ্যে
Sub-Inspector (SI)- Tech.  5,400 থেকে 1,12,400 এর মধ্যে
ASI (Paramedical Staff) 29,200 থেকে 92,300 এর মধ্যে
ASI (Steno)  29,200 থেকে 92,300 এর মধ্যে
Head Constable (HC)- Tech. 25,500 থেকে 81,100 এর মধ্যে
Constable (Tradesman) 21,700 থেকে 69100 এর মধ্যে

SSB Recruitment 2023 Application Fee:- 

প্রয়োজনীয় Application Fee আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card/ Debit Card/Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল। 

Post Name  Category Application Fee in INR 
Assistant Commandant (Veterinary)  UR/EWS/OBC  400
ST/SC/Ex Serviceman /Women Not Applicable 
Sub-Inspector (SI)- Tech.  UR/EWS/OBC  200
ST/SC/Ex Serviceman /Women Not Applicable 
ASI (Paramedical Staff) UR/EWS/OBC  100
ST/SC/Ex Serviceman /Women Not Applicable 
ASI (Steno)  UR/EWS/OBC  100
ST/SC/Ex Serviceman /Women Not Applicable 
Head Constable (HC)- Tech. UR/EWS/OBC  100
ST/SC/Ex Serviceman /Women Not Applicable 
Constable (Tradesman) UR/EWS/OBC  100
ST/SC/Ex Serviceman /Women Not Applicable 

SSB Recruitment 2023 Application Process:–

SSB Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা SSB এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন SSB এর Recruitment Portal http://ssbrectt.gov.in/ ।
  • Homepage এ একটু Scroll করে Current Recruitment Opening অপশনে আসুন। Notification টি বেছে নিন।
  • সামনেই আপনি পেয়ে যাবেন অপশনটি এবার পাসে থাকা Apply Here বাটনে ক্লিক করুন।
  • যথাক্রমে Personal Information, Address Details, Other Details, Qualification Details, Work Experience, Certificate Documents, Criteria ইত্যাদি পূরণ এবং প্রয়োজনে Documents Upload করুন।
  • ইতিমধ্যে আপনি আপনার Register করা Mobile ও Email ID তে Log In Details পেয়ে যাবেন এবং প্রদেয় Details প্রদান করে Log In করুন।
  • প্রয়োজন অনুযায়ী প্রদান করুন আপনার Application Fee।
  • এবার Application Process সম্পূর্ণ হয়েছে এখন Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

SSB Recruitment 2023 Selection Process:- 

মূলত চারটি পর্যায়ে সম্পূর্ণ হবে SSB Recruitment এর Selection Process যথা:-

  • Written Exam
  • Physical Test (প্রয়োজন অনুযায়ী )
  • Document Verification
  • Medical Examination

SSB Recruitment 2023 AC Veterinary Notification Download Link  Click Here
SSB Recruitment 2023 Sub Inspector Notification Download Link Click Here 
SSB Recruitment 2023 ASI Steno Notification Download Link Click Here 
SSB Recruitment 2023 ASI Medical Notification Download Link Click Here 
SSB Recruitment 2023 Head Constable Notification Download Link Click Here 
SSB Recruitment 2023 Tradesman Notification Click Here
Apply Now  Click Here 
Official Website Click Here 
Google News  Follow Us 
Join Us On Telegram  Click Here 

FAQ:- 

1. SSB Recruitment 2023 Official Website কোনটি? 
ANS:- https://ssb.gov.in
2. SSB Recruitment 2023 Vacancy সংখ্যা কতো? 
ANS:- 1,656 জন। 
3. SSB Recruitment 2023 Salary কত? 
ANS:- 1,77,500 পর্যন্ত

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823