Sashastra Seema Bal (SSB) একটি ভারতীয় আধা-সামরিক বাহিনী, বর্তমানে ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমা প্রহরার কাজে নিয়োজিত। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে হাজার এর ও বেশি পদে নিয়োগের জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য আবেদনকারী সম্পূর্ণ নিবন্ধ টি অবশ্যই একবার পড়ে নিন এবং জেনে নিন এই Recruitment এর সমন্ধে বিস্তারিত।
SSB Recruitment 2023 Overview:-
Recruiting Organization | Sashastra Seema Bal (SSB) |
Post Name | Various |
Vacancy | 1,656 |
Salary | 1,77,500 |
Job Location | All India |
Job Type | Central Govt. Jobs |
Last Date | |
Mode Of Application | Online |
Official Website | https://ssb.gov.in |
SSB Recruitment 2023 Important Dates:-
SSB Recruitment 2023 Online Application Starting | |
SSB Recruitment 2023 Online Application Closing |
SSB Recruitment 2023 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Assistant Commandant (Veterinary) | 18 |
Sub-Inspector (SI)- Tech. | 111 |
ASI (Paramedical Staff) | 30 |
ASI (Steno) | 40 |
Head Constable (HC)- Tech. | 914 |
Constable (Tradesman) | 543 |
Total | 1,656 |
SSB Recruitment 2023 Eligibility:-
Education Qualification:-
- Assistant Commandant (Veterinary):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Veterinary Science এবং Animal Husbandry তে Graduate পাস করতে হবে।
- Sub-Inspector (SI)- Tech:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Related Field এ Diploma বা Degree অর্জন করতে হবে।
- ASI (Paramedical Staff):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Related Field এ Diploma সহ Higher Secondary পাস করতে হবে।
- ASI (Steno):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে।
- Head Constable (HC)- Tech:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Related Field এ Diploma সহ Madhyamik পাস করতে হবে।
- Constable (Tradesman):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Madhyamik পাস করতে হবে।
SSB Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-
Post | Age Limit |
Assistant Commandant (Veterinary) | 25 থেকে 35 এর মধ্যে |
Sub-Inspector (SI)- Tech. | 21 থেকে 30 এর মধ্যে |
ASI (Paramedical Staff) | 20 থেকে 30 এর মধ্যে |
ASI (Steno) | 18 থেকে 25 এর মধ্যে |
Head Constable (HC)- Tech. | 18 থেকে 25 এর মধ্যে |
Constable (Tradesman) | 18 থেকে 25 এর মধ্যে |
SSB Recruitment 2023 Salary:-
Post Name | Salary in INR |
Assistant Commandant (Veterinary) | 56,000 থেকে 1,77,500 এর মধ্যে |
Sub-Inspector (SI)- Tech. | 5,400 থেকে 1,12,400 এর মধ্যে |
ASI (Paramedical Staff) | 29,200 থেকে 92,300 এর মধ্যে |
ASI (Steno) | 29,200 থেকে 92,300 এর মধ্যে |
Head Constable (HC)- Tech. | 25,500 থেকে 81,100 এর মধ্যে |
Constable (Tradesman) | 21,700 থেকে 69100 এর মধ্যে |
SSB Recruitment 2023 Application Fee:-
প্রয়োজনীয় Application Fee আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card/ Debit Card/Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল।
Post Name | Category | Application Fee in INR |
Assistant Commandant (Veterinary) | UR/EWS/OBC | 400 |
ST/SC/Ex Serviceman /Women | Not Applicable | |
Sub-Inspector (SI)- Tech. | UR/EWS/OBC | 200 |
ST/SC/Ex Serviceman /Women | Not Applicable | |
ASI (Paramedical Staff) | UR/EWS/OBC | 100 |
ST/SC/Ex Serviceman /Women | Not Applicable | |
ASI (Steno) | UR/EWS/OBC | 100 |
ST/SC/Ex Serviceman /Women | Not Applicable | |
Head Constable (HC)- Tech. | UR/EWS/OBC | 100 |
ST/SC/Ex Serviceman /Women | Not Applicable | |
Constable (Tradesman) | UR/EWS/OBC | 100 |
ST/SC/Ex Serviceman /Women | Not Applicable |
SSB Recruitment 2023 Application Process:–
SSB Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা SSB এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন SSB এর Recruitment Portal http://ssbrectt.gov.in/ ।
- Homepage এ একটু Scroll করে Current Recruitment Opening অপশনে আসুন। Notification টি বেছে নিন।
- সামনেই আপনি পেয়ে যাবেন অপশনটি এবার পাসে থাকা Apply Here বাটনে ক্লিক করুন।
- যথাক্রমে Personal Information, Address Details, Other Details, Qualification Details, Work Experience, Certificate Documents, Criteria ইত্যাদি পূরণ এবং প্রয়োজনে Documents Upload করুন।
- ইতিমধ্যে আপনি আপনার Register করা Mobile ও Email ID তে Log In Details পেয়ে যাবেন এবং প্রদেয় Details প্রদান করে Log In করুন।
- প্রয়োজন অনুযায়ী প্রদান করুন আপনার Application Fee।
- এবার Application Process সম্পূর্ণ হয়েছে এখন Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
SSB Recruitment 2023 Selection Process:-
মূলত চারটি পর্যায়ে সম্পূর্ণ হবে SSB Recruitment এর Selection Process যথা:-
- Written Exam
- Physical Test (প্রয়োজন অনুযায়ী )
- Document Verification
- Medical Examination
SSB Recruitment 2023 Important Links:-
SSB Recruitment 2023 AC Veterinary Notification Download Link | Click Here |
SSB Recruitment 2023 Sub Inspector Notification Download Link | Click Here |
SSB Recruitment 2023 ASI Steno Notification Download Link | Click Here |
SSB Recruitment 2023 ASI Medical Notification Download Link | Click Here |
SSB Recruitment 2023 Head Constable Notification Download Link | Click Here |
SSB Recruitment 2023 Tradesman Notification | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us On Telegram | Click Here |
FAQ:-
1. SSB Recruitment 2023 Official Website কোনটি?
2. SSB Recruitment 2023 Vacancy সংখ্যা কতো?
3. SSB Recruitment 2023 Salary কত?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।