SSC CHSL 2023 Notification: হাজার হাজার কর্মী নিয়োগ পুনরায় শুরু হল CHSL এর মাধ্যমে!

SSC CHSL 2023 Notification | CHSL Apply Online | SSC CHSL Salary | SSC CHSL Exam Pattern

SSC প্রতিবছর ভিন্ন ভিন্ন Competitive Test গ্রহণ করে থাকে। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা SSC এর বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এমন এ SSC এর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা SSC CHSL তথা Staff Selection Commission Higher Secondary Level Exam । গতকাল কাল SSC CHSL Exam 2023-24 সম্পর্কিত এক নোটিশ প্রকাশ করা হয়েছে যা সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করতে চলেছি।

SSC CHSL কী?

SSC CHSL একটি Competitive Test যার পূর্ণ মান Staff Selection Commission Higher Secondary Level Exam  যা গ্রহন করে থাকে SSC। এই Exam পাস করলে  পরীক্ষার্থীরা JSA,PA,LDC,DEO ও SA তথা তত্সংলগ্ন পদে চাকরি পেতে পারেন। ভারতের Central Government এর উপরোক্ত পদগুলি খুবই গুরুত্বপূর্ণ। পদ অনুসারে কাজের ধরন ও ভিন্ন হয় যা সম্বন্ধে বিস্তারিত আপনারা এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন।

SSC CHSL 2023 Overview:-

Recruiting Organisation  Staff Selection Commision (SSC)
Post Name JSA,PA,LDC,DEO etc
Vacancy  
Salary 92,300
Job Type Central Govt. Job 
Job Location All India
Last Date 08/06/2023
Mode of Application Online 
Official Website  https://ssc.nic.in/ 

SSC CHSL 2023 Important Dates:-

SSC CHSL 2023 Notification Releasing 09/05/2023
SSC CHSL 2023 Online Application Starting  09/05/2023
SSC CHSL 2023 Online Application Closing  08/06/2023
Last date and time for making online fee payment 10/06/2023
Last Date for Paying Application Fee Through Challan   11/06/2023
Last date and time for generation of offline Challan 12/06/2023
Online Correction Window Opening  14-15/06/2023
Tier-I (Computer Based Examination) August 2023
Tier-II (Computer Based Examination)  

SSC CHSL 2023 Vacancy সংখ্যা:-

Post  Vacancy
LDC/ JSA  
PA/ SA  
DEO   
Total  1600

SSC CHSL 2023 Eligibility :-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে CHSL 2023 এর জন্য।

Education Qualifications :-

  • আবেদনকারীকে ন্যূনতম 10+2 অর্থাৎ Higher Secondary পাস হতে হবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
  • শুধুমাত্র IGNOU Affiliated Open Schooling Platform এর যেই সব আবেদনকারীরা Open Schooling সম্পন্ন করেছে তারা এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন।
  • Data Entry Operator Recruitment এর ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই Science Steam এ 10+2  অর্থাৎ Higher Secondary পাস হতে হবে।

SSC CHSL 2022 এ আবেদনের জন্য Age Limit:-

01/01/2023 এর হিসাব অনুযায়ী General Category অন্তর্ভুক্ত আবেদনকারীর  বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে। Category অনুযায়ী Category ভিত্তিক Age Relaxation নিম্নে প্রদান করা হলো।

Category  Age Relaxation 
OBC 3
ST/SC  5
PwD 10
PwD+OBC 13
PwD+SC/ST 15
Ex Serviceman 3
Citizen of Jammu & Kashmir 5
Widows/ Divorced Women/ Women Currently Not Married Yet 35 বছর পর্যন্ত
ST/SC Widows/ Divorced Women/ Women Currently Not Married Yet 40 বছর পর্যন্ত

SSC CHSL 2023 Salary:-

Post অনুসারে Salary ভিন্ন হবে। SSC CHSL এর মাধ্যমে চাকরি পেলে আপনার বেতন শুরু হতে পারে 19,900 থেকে এবং  সর্বোচ্চ বেতন হতে পারে 92,300 পর্যন্ত। বিস্তারিত নিম্নে প্রদান করা চার্ট এর মাধ্যমে জানতে পারবেন।

Post  Basic Pay  HRA TA Gross Salary  In  Hand 
DEO  25500  6120  3600  35220  31045 
25500  4080  1800 31380 27205
25500  2040  1800 29340  25165
LDC 19900 4776  1350 26026 22411
Court Clerk  19900 3184 900 23984 20369
PA/SA  19900 1592 900 22392 18777

SSC CHSL 2023 Application Fee:-

প্রয়োজনীয় Application Fee আবেদনকারীরা শুধুমাত্র SBI Bank Challan ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Challan Form Online এ Generate করতে হবে। Category অনুযায়ী Application Fee নিম্নে বর্ণনা করা হলো।

Category Application Fee in INR 
UR/ OBC/EWS 100
ST/SC/PWD/ Ex Serviceman/Female  Not Applicable 

SSC CHSL 2023 Application Process:-

যেসব আবেদনকারীরা SSC CHSL 2023 এর জন্য আবেদন করতে চান , তারা নিম্নে উল্লেখিত Application Process অবলম্বন করে তাদের Application Submit  করতে পারবেন।SSC CHSL এর Application মূলত দুই পর্যায় হয়ে থাকে।

  • ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
  • যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
  • Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
  • CHSL Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
  • প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
  • Application Form এর Part 1 পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • এখন আপনাকে পূরণ করতে হবে Application Form এর Part 2 । প্রয়োজনীয় তথ্য সহকারে পূরণ করুন Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Documents । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
  • একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ  ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

SSC CHSL 2023 এর আবেদনের জন্য Important Documents:-

যে সকল আবেদনকারীরা SSC CHSL 2023 এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof
  • আবেদনকারীর Higher Secondary এর Mark Sheet।
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo
  • আবেদনকারীর Signature

SSC CHSL 2023 Selection Process:-

SSC CHSL 2023 এর Selection Process মূলত তিনটি পর্যায়ে (Tire) সম্মিলিত।

  • আবেদনকারীরা একটি Tier পাস করেই অপর Tier এর পরীক্ষায় বসতে পারবে।
  • Final Merit List প্রস্তুত করা হবে দুই Tire এর Result এর ভিত্তিতে।
  • Tire 2 পাস করার পর পরীক্ষার্থীদের Final পর্যায় অর্থাৎ Tier 3 এর Skill Based Test পাস করতে হবে।
  • Tier 3 পাস করার পর প্রার্থীদের  Documents Verification এর জন্য ডাকা হবে।
  • Documents Verification এর পর পরীক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন Post এর Allotment করা হবে Performance এর ভিত্তিতে।

SSC CHSL 2023 Exam Pattern:-

SSC CHSL 2023 মূলত তিনটি পর্যায়ে গ্রহণ করা হয়ে থাকে। অধিক জানার জন্য নিম্নে প্রদান করা Chart টি দেখুন।

Tier Type Mode
Tier 1 Objective Multiple Choice Computer-Based (Online)
Tier 2 Descriptive Paper in English/Hindi Offline 
Tier 3 Skill Test/Computer Proficiency Test  

SSC CHSL Tier 1 Exam Pattern:-

এই Online Exam  মূলত 4 ভাগে বিভক্ত। প্রতিটি প্রশ্ন Objective Type এর হয়ে থাকে । English এবং Hindi দুই ভাষাতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষা টি চলবে 1 ঘন্টা 20 মিনিটস এ। নম্বর বিভাজন নিম্নে উল্লেখ করা হলো।

Subjects No of Questions Maximum Marks
English 25 50
General Intelligence, Reasoning 25 50
Quantitative Aptitude 25 50
General Awareness 25 50
Total  100 200

SSC CHSL Tier 2 Exam Pattern:-

SSC CHSL Tier  2 এ মূলত Descriptive Type এ প্রশ্ন থাকে। এই পর্যায়ে পরীক্ষার্থীদের Letter Writing মূলত 150-200 Words এ ও Essay Writing 200-250 Words এ লিখতে হয়। Number Pattern ও সময়কাল নিম্নে উল্লেখ করা হলো।

Subjects No of Questions Maximum Marks Duration 
Letter Writing 1 50 60 Minutes
Essay Writing 1 50 60 Minutes

SSC CHSL Tier 3 (Typing Test):-

SSC CHSL Tier 3 তে মূলত পরীক্ষার্থীর Practical Skill  যেমন Typing Test নেওয়া হয়। Minimum Typing Speed English Typing এর ক্ষেত্রে 35 Words per minutes ও Hindi Typing এর ক্ষেত্রে 30 Words per minutes হতে হবে।

SSC CHSL 2023 Syllabus :-

আমরা আগের পয়েন্টে আলোচনা করেছিলাম যে SSC CHSL Exam তিন ভিন্ন পর্যায় গ্রহণ করা হয়ে থাকে আমরা এখানে আলোচনা করব তিন ভিন্ন পর্যায়ের (Tier ) এর Syllabus।

SSC CHSL Tier 1 Syllabus:- 

SSC CHSL Tier 1 এর Exam Pattern সম্বন্ধে আমরা আগেই চার্ট এর মাধ্যমে আলোচনা করেছি। এই সেকশনের মাধ্যমে আমরা জানতে চলেছি SSC CHSL Tier 1 Syllabus।

  • English Language :– Fill in the Blanks, Synonyms/ Homonyms, Antonyms, Spellings/ Detecting mis-spelt words, Idioms & Phrases, One-word substitution, Improvement of Sentences,Spot the Error, Active/ Passive Voice of Verbs, Conversion into Direct/ Indirect narration, Shuffling of Sentence parts, Shuffling of Sentences in a passage, Cloze Passage, Comprehension Passage ইত্যাদি ।
  • General Intelligence:-Figural Pattern-folding and completion, Number Series, Embedded figures, Figural Series, Critical Thinking, Problem Solving, Emotional Intelligence, Word Building, Social Intelligence, Coding and decoding, Other subtopics, Semantic Analogy, Symbolic operations, Symbolic/ Number Analogy, Trends, Figural Analogy, Space Orientation, Semantic Classification, Venn Diagrams, Symbolic/ Number Classification, Drawing inferences, Figural Classification, Punched hole/ pattern folding & unfolding, Semantic Series ইত্যাদি GI তথা General Intelligence এর অন্তর্গত।
  • Quantitative Aptitude:- Basic Quantitative Aptitude SSC CHSL এর অন্তর্গত।
  • Number Systems:- Number এর মধ্যে সম্পর্ক, Decimal, Fraction সহ Computation এর বিভিন্ন নম্বর Number System Syllabus এর অন্তর্গত।
  • Fundamental Arithmetical Operations:- Ratio and Proportion, Square roots, Averages, Interest (Simple and Compound), Profit and Loss, Discount, Partnership Business, Percentages, Mixture and Allegation, Time and distance, Time and work ইত্যাদি SSC CHSL Syllabus এর অন্তর্গত।
  •  Algebra: – Graphs of Linear Equations সহ Basic Algebra Syllabus এর অন্তর্গত।
  • Geometry:-Triangle and its various kinds of centres, Congruence and similarity of triangles, Circle and its chords, tangents, angles subtended by chords of a circle ইত্যাদি।
  • Mensuration:- Circle, Right Prism, Right Circular Cone, Right Circular Cylinder,Triangle, Quadrilaterals, Regular Polygons, Regular Right Pyramid with triangular or square Base, Hemispheres, Rectangular Parallelepiped ইত্যাদি।
  • General Awareness: – প্রশ্নগুলি তার চারপাশের পরিবেশ এবং সমাজে এর প্রয়োগ সম্পর্কে প্রার্থীর সাধারণ সচেতনতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রশ্নগুলি বর্তমান ঘটনাগুলির জ্ঞান পরীক্ষা করার জন্য এবং তাদের বৈজ্ঞানিক দিকগুলিতে দৈনন্দিন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার বিষয়গুলির জ্ঞান পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে যা একজন শিক্ষিত ব্যক্তির কাছে প্রত্যাশিত হতে পারে। পরীক্ষায় ভারত এবং এর প্রতিবেশী দেশগুলির বিশেষ করে ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনৈতিক দৃশ্য, সাধারণ নীতি এবং বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কিত প্রশ্নগুলি অন্তর্ভুক্ত থাকবে।
  • Statistical Charts:-Histogram, Frequency polygon, Bar-diagram, Pie-chart,Tables and Graphs এর ব্যবহার।
  • Trigonometry:- Trigonometric ratios, Complementary angles, Height and distances সহ Basic Trigonometry Syllabus এর অন্তর্গত।

SSC CHSL Tier 2 Syllabus:-

এটি একটি Descriptive Exam যা English/ Hindi তে প্রার্থীদের লিখিত দক্ষতা পরীক্ষা করার জন্য Tier 2 Exam নেওয়া হয়। কাগজটিতে 200-250 শব্দের একটি রচনা এবং প্রায় 150-200 শব্দের চিঠি/আবেদন লেখা Exam এর অন্তর্গত । Tier-2 -এ ন্যূনতম যোগ্যতার নম্বর হবে 33 শতাংশ। মেধা প্রস্তুতির জন্য Tier 2 এর কর্মক্ষমতা অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য প্রস্তুতি নেওয়ার সর্বোত্তম উপায় হল বিভিন্ন সংবাদপত্র থেকে প্রচুর নিবন্ধ পড়া। এছাড়াও, আপনাকে চিঠিপত্র এবং অ্যাপ্লিকেশনগুলির প্যাটার্ন সম্পর্কে ভালভাবে সচেতন হতে হবে।

SSC CHSL 2023 Answer Key:- 

SSC CHSL Tier-1 পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে SSC  প্রকাশ করে। SSC CHSL Tier-1 পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত র‌্যাঙ্ক গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key  Publish করা হবে।

SSC CHSL 2023 Result:-  

অস্থায়ী SSC CHSL Answer Key ঘোষণা করার পরে, SSC একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। SSC CHSL ফলাফল SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

SSC CHSL 2023 Cut of Marks:- 

SSC  ফলাফলের সাথে পোস্ট-ওয়াইজ এবং ক্যাটাগরি অনুযায়ী Cut of Marks  প্রকাশ করে। বাছাই প্রক্রিয়ার পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে ন্যূনতম Cut of Marks অর্জন  করতে হবে। আপনার সুবিধার জন্য, আপনি SSC CHSL পরীক্ষার আগের বছরের Cut of Marks  দেখতে পারেন।

Category (Tier-I + Tier-II)LDC/JSA & PA/SA (Tier-I + Tier-II)DEO  (Tier-I + Tier-II)DEO
UR 199.69831 222.77618 230.44633
SC 169.63995 203.84607 213.94719
ST 161.89655 198.55013 209.94278
OBC  191.32458 219.30094 226.44810
EWS 182.28157 221.60017 230.44633
ESM  118.02966 157.15710  
OH 165.93687 195.54043  
HH 125.14722 163.02533  
VH 156.57710 188.52189  
PwD & Others 109.23483 132.34986  

SSC CHSL 2023 Regional Websites:- 

Region States/UTs  Regional Website
Northeastern Region Arunachal Pradesh, Meghalaya, Tripura, Manipur, Nagaland, Mizoram, Assam https://www.sscner.org.in/ 
Madhya Pradesh Region Chhattisgarh, Madhya Pradesh http://www.sscmpr.org/
Central Region Bihar, Uttar Pradesh https://www.ssc-cr.org/ 
Eastern Region Sikkim, West Bengal, Odisha, Andaman and Nicobar Islands http://117.247.74.231/
Western Region Gujarat, Maharashtra, Goa http://www.sscwr.net/ 
Southern Region Puducherry, Tamil Nadu, Andhra Pradesh http://www.sscsr.gov.in/
North Western Region Haryana, Punjab, Jammu Kashmir, Himachal Pradesh http://www.sscnwr.org/ 
Northern Region Rajasthan, Delhi, Uttarakhand https://sscnr.nic.in/ 
KKR Region Kerala, Karnataka https://ssckkr.kar.nic.in/ 

SSC CHSL 2023 Exam Centres:-

Region Exam Centre
Central Region Darbhanga, Bhagalpur, Muzaffarpur, Purnia, Agra, Patna, Bareilly, Gorakhpur, Kanpur, Jhansi, Lucknow, Varanasi, Prayagraj, Meerut
Eastern Region Ranchi, Port Blair, Berhampur, Balasore, Bhubaneswar, Dhenkanal, Cuttack, Rourkela, Gangtok, Siliguri, Kolkata, Sambalpur
KKR Region Bengaluru, Kalaburagi, Mysuru, Mangaluru Hubbali, Belagavi, Udupi, Kannur, Kollam, Thiruvananthapuram, Thrissur Ernakulam, Shivamogga, Kottayam, Kozhikode, Kavaratti
MPR Region Durg, Bhilai, Gwalior, Bhopal, Indore, Jabalpur, Sagar, Satna, Bilaspur, Ujjain, Raipur
North Eastern Region Guwahati, Imphal, Silchar, Jorhat, Itanagar, Dibrugarh, Shillong, Kohima, Agartala, Churachandpur, Aizawl, Ukhrul
Northern Region Jodhpur, Jaipur, Bikaner, Kota, Bharatpur Ajmer, Delhi, Alwar, Sriganganagar, Sikar, Udaipur, Kota, Haldwani, Haridwar, Roorkee, Sikar, Dehradun
North Western Region Shimla, Jammu Srinagar, Samba, Amritsar, Chandigarh, Hamirpur, Jalandhar, Ludhiana
Southern Region Guntur, Kakinada, Nellore, Rajahmundry Tirupati, Vijayawada, Chirala, Kurnool, Puducherry, Coimbatore, Salem, Madurai Chennai, Vellore, Tirunelveli, Warangal Karimnagar, Hyderabad, Tiruchirappalli, Vizianagaram
Western Region Gandhinagar, Ahmedabad, Panaji, Anand, Mehsana, Rajkot, Vadodara, Jalgaon, Aurangabad, Mumbai, Nanded, Nasik, Pune, Nagpur, Kolhapur, Jalgaon, Amravati, Surat

SSC CHSL 2023 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Official Website  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. SSC CHSL 2023 Notification কবে Release করা হয়েছে?
ANS:- 09/05/2023
2. SSC CHSL Exam কি Online নেওয়া হবে?
ANS:-হ্যা ।
3. SSC CHSL 2023 Age Limit কি?
ANS:-আবেদনকারীর বয়স 18 থেকে 27 এর মধ্যে হতে হবে।
4. কত Percentage পাওয়া বাধ্যতামূলক SSC CHSL 2023 এর আবেদনের জন্য?
ANS:-কোনো নির্দিষ্ট Percentage এর কথা উল্লেখ করা হয়নি শুধুমাত্র পাস হলেই চলবে।
5. SSC CHSL 2023 Negative Marking কি আছে?
ANS:-হ্যা , প্রতি ভুল  উত্তরে 0.25 Marks কাটা হবে।
6. SSC CHSL 2023 Exam Date কি?
ANS:-August 2023
7. কোন Website থেকে আবেদন করতে পারবেন SSC CHSL এর জন্য?
ANS:- https://ssc.nic.in/
8. SSC CHSL 2023 Exam কি শুধুমাত্র একটি Language এই গ্রহণ করা হয়?
ANS:-না , পরীক্ষার্থীরা তাদের সুবিধামত English ও Hindi উভয় ভাষাতেই পরীক্ষা দিতে পারবে।
9. SSC CHSL 2023 Salary কেমন?
ANS:-SSC CHSL 2023 Salary Range 19900 থেকে 92,300 Per Month হতে পারে।

 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823