SSC কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। যার প্রধান কাজ কেন্দ্র সরকারের অন্তর্গত প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ। প্রতি বছর হাজার হাজার নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগ করে থাকে এই সংস্থা। এবার এই সংস্থা নিয়ে এলো Engineering Degree পাস করা আবেদনকারীদের জন্য সুখবর। নিয়ে করা হবে প্রচুর Fresher’s Engineer দের। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আজকের আর্টিকেলটি পড়তে পারেন।
SSC JE 2023 Overview:-
Recruiting Organization | Staff Selection Commision (SSC) |
Post Name | Junior Engineer (Group B) |
Vacancies | |
Salary | 1,12,400 পর্যন্ত |
Job Location | All India |
Job Type | Central Govt. Job |
Last Date | 16/08/2023 |
Mode of Application | Online |
Official Website | https://ssc.nic.in |
SSC JE 2023 Important Dates:-
SSC JE 2023 Notification Releasing | 26/07/2023 |
SSC JE 2023 Online Application Starting | 26/07/2023 |
SSC JE 2023 Online Application Closing | 16/08/2023 |
SSC JE 2023 Tier-I Admit Card Releasing | September, 2023 |
SSC JE 2023 Tier-I Exam | 09-11/10/2023 |
SSC JE 2023 Tier-I Answer Key | |
SSC JE 2023 Tier-I Result and Cut-Off | |
SSC JE 2023 Tier-II Admit Card | |
SSC JE 2023 Tier-II Exam |
SSC JE 2023 Vacancy:-
SSC JE 2023 Eligibility:-
Educational Qualification:-
- Junior Engineer (Civil):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ B.E. / B.Tech. / Diploma Degree অর্জন করতে হবে। (CPWD)
- Junior Engineer (Civil & Mechanical):-আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil/Mechanical Engineering এ B.E. / B.Tech. / Diploma Degree অর্জন করতে হবে। (Central Water Commission)
- Junior Engineer (Electrical):-আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical Engineering এ B.E. / B.Tech. / Diploma Degree অর্জন করতে হবে। (CPWD)
- Junior Engineer (Civil):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ B.E. / B.Tech. / 3 বছরের Diploma Degree অর্জন করতে হবে। (Department of Posts)
- Junior Engineer (Electrical):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical Engineering এ B.E. / B.Tech. / 3 বছরের Diploma Degree অর্জন করতে হবে। (Department of Posts)
- Junior Engineer (Electrical & Mechanical):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical ও Mechanical Engineering এ B.E. / B.Tech. / 3 বছরের Diploma Degree অর্জন করতে হবে। (MES)
- Junior Engineer (Civil):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ B.E. / B.Tech. / 3 বছরের Diploma Degree অর্জন করতে হবে। (MES)
- Junior Engineer (QS&C):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ B.E. / B.Tech. / 3 বছরের Diploma Degree অর্জন করতে হবে।
SSC JE 2023 তে আবেদনের জন্য Age Limit:-
Department | Post | Age Limit |
Central Water Commission | Junior Engineer (Civil) | 32 বছর পর্যন্ত |
Central Water Commission | Junior Engineer (Mechanical) | 32 বছর পর্যন্ত |
Central Public Works Department (CPWD) | Junior Engineer (Civil) | 32 বছর পর্যন্ত |
Central Public Works Department (CPWD) | Junior Engineer (Electrical) | 32 বছর পর্যন্ত |
Military Engineer Services (MES) | Junior Engineer (Civil) | 30 বছর পর্যন্ত |
Military Engineer Services (MES) | Junior Engineer (Electrical and Mechanical) | 30 বছর পর্যন্ত |
Farakka Barrage Project | Junior Engineer (Civil) | 30 বছর পর্যন্ত |
Farakka Barrage Project | Junior Engineer (Electrical) | 30 বছর পর্যন্ত |
Farakka Barrage Project | Junior Engineer (Mechanical) | 30 বছর পর্যন্ত |
Border Road Organization | Junior Engineer (Civil) | 30 বছর পর্যন্ত |
Border Road Organization | Junior Engineer (Electrical & Mechanical) | 30 বছর পর্যন্ত |
Central Water and Power Research Station | Junior Engineer (Civil) | 30 বছর পর্যন্ত |
Central Water and Power Research Station | Junior Engineer (Electrical) | 30 বছর পর্যন্ত |
Central Water and Power Research Station | Junior Engineer (Mechanical) | 30 বছর পর্যন্ত |
Directorate of Quality Assurance (Naval) | Junior Engineer (Mechanical) | 30 বছর পর্যন্ত |
Directorate of Quality Assurance (Naval) | Junior Engineer (Electrical) | 30 বছর পর্যন্ত |
National Technical Research Organization (NTRO) | Junior Engineer (Civil) | 30 বছর পর্যন্ত |
National Technical Research Organization (NTRO) | Junior Engineer (Electrical) | 30 বছর পর্যন্ত |
National Technical Research Organization (NTRO) | Junior Engineer (Mechanical) | 30 বছর পর্যন্ত |
এছাড়াও Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।
Category | Age Relaxation | |
ST/SC | 5 | |
OBC | 3 | |
PwD | 10 | |
PwD + OBC | 13 | |
PwD + SC/ ST | 15 | |
Ex-Servicemen (ESM) | 3 | |
দেশে বা দেশের বাইরে কোনও যুদ্ধে যারা আহত হয়েছেন | UR/OBC | 3 |
SC/ST | 8 |
SSC JE 2023 Salary:-
Official Notice অনুযায়ী Pay Level 6 অনুযায়ী Salary প্রদান করা হবে। আপনার Posting অনুযায়ী Salary তেও কিছু পরিবর্তন হতে পারে। SSC JE এর ক্ষেত্রে আপনার Salary শুরু হতে পারে 35,400 থেকে ও সর্বোচ্চ হতে পারে 1,12,400 পর্যন্ত। নিম্নে Salary সমন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
Pay scale | 35,400-1,12,400 এর মধ্যে | |
Grade Pay | 4200 | |
Basic pay | 35,400 | |
HRA (depending on the city) | X Cities (24%) | 8,496 |
Y Cities (16%) | 5,664 | |
Z Cities (8%) | 2,832 | |
DA (Current- 17%) | 6,018 | |
Travel Allowance | Cities- 3600, Other Places- 1800 | |
Gross Salary Range (Approx) | X Cities | 53,514 |
Y Cities | 50,682 | |
Z Cities | 46,050 |
SSC JE 2023 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking Offline (through SBI Branch Challan) এর মাধ্যমে প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
UR/OBC/EWS | 100 |
ST/SC/PwD | Not Applicable |
SSC JE 2023 Application Process:-
SSC Junior Engineer (JE) এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা SSC এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
- যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
- Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
- SSC Selection Post Phase 10 Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
- প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
- Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
- Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
- একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
- প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।
SSC JE 2023 Selection Process:-
তিনটি পর্যায় সম্পন্ন হবে SSC Junior Engineer Recruitment যথা:- Preliminary Exam, Mains Exam , Documents Verification । প্রতিটি পর্যায়ের সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
SSC JE 2023 Exam Pattern:-
SSC JE 2023 Preliminary Exam Pattern:-
- Subjects:- চারটি বিষয়ে Exam গ্রহণ করা হবে যথা:- General Intelligence & Reasoning, General Awareness, Part –A General Engineering (Civil & Structural) বা Part-B General Engineering (Electrical) বা , Part-C General Engineering (Mechanical)
- Total Marks:- সম্পূর্ণ 200 নম্বর এর Exam গ্রহণ করা হবে।
- Duration:- পরীক্ষার সময় পাবে মোট 120 Minutes
- Marking System:- প্রতি সঠিক উত্তর পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
- Question Pattern:- প্রতিটি প্রশ্নই হবে Objective Type।
- Negative Marking:- প্রতি ভুল উত্তরে আবেদনকারীর 0.25 Marks কাটা হবে।
Papers | No. Of Questions | Maximum Marks | Duration |
(i) General Intelligence & Reasoning | 50 | 50 | 2 Hours |
(ii) General Awareness | 50 | 50 | |
Part –A General Engineering (Civil & Structural) OR | 100 | 100 | |
Part-B General Engineering (Electrical) OR | |||
Part-C General Engineering (Mechanical) | |||
Total | 200 | 200 |
SSC JE 2023 Mains Exam Pattern:-
- Subjects:- তিনটি বিষয়ে Exam গ্রহণ করা হবে যথা:- General Engineering (Civil & Structural),Part- B General Engineering , General Engineering (Mechanical)
- Total Marks:- সম্পূর্ণ 300 নম্বর এর Exam গ্রহণ করা হবে।
- Duration:- পরীক্ষার সময় পাবে মোট 120 Minutes
- Question Pattern:- প্রতিটি প্রশ্নই হবে Objective Type।
Paper-II | Marks | Time |
Part-A General Engineering (Civil & Structural) | 300 | 2 Hours |
বা | ||
Part- B General Engineering (Electrical) | 300 | 2 Hours |
বা | ||
Part-C General Engineering (Mechanical) | 300 | 2 Hours |
SSC JE 2023 Admit Card :-
SSC Junior Engineer এর Admit Card SSC এর Religion Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Tier 1 এর Admit Card পরীক্ষার্থীরা September মাস থেকে Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।
SSC JE 2023 Answer Key:-
SSC Junior Engineer পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে SSC প্রকাশ করে। SSC MTS Paper -1 পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key Publish করা হবে।
SSC JE 2023 Result:-
অস্থায়ী Junior Engineer Answer Key ঘোষণা করার পরে, SSC একটি PDF ফরম্যাটে Result ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। SSC JE ফলাফল SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।
SSC JE 2023 Important Links:-
SSC JE 2023 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. SSC JE 2023 Salary কি?
2. SSC JE 2023 Notification Download করা যাবে?
3. SSC JE 2023 Admit Card কবে Publish করা হবে?
4. SSC JE 2023 Official Website কোনটি ?
5. SSC JE 2023 Online Application Last Date কি?
6. কবে থেকে SSC JE 2023 এর Registration শুরু হয়েছে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।