SSC MTS 2023: MTS পদে হাজার হাজার কর্মী নিয়োগ শুরু করলো SSC, জানুন বিস্তারিত!

SSC কর্তৃক যেসব Recruitment প্রকাশ করা হয় তার মধ্যে একটি Recruitment হলো SSC MTS । প্রতিবছর SSC MTS Recruitment প্রকাশ করা হয় । এই Recruitment এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে প্রতি বছরই এই Recruitment এ প্রচুর Vacancy তে নিয়োগ করা হয়। যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন , তাহলে অবশ্যই SSC MTS 2023 আর্টিকেল টি সম্পূর্ণ পড়ুন।

SSC MTS 2023 Overview:- 

Recruiting Organization  Staff Selection Commission 
Post Name  Various Group C Posts 
Vacancy  1,558
Salary  29, 000 
Job Location  All India 
Job Type  Central Govt. Job 
Last Date  21/07/2023
Mode Of Application  Online 
Official Website  https://ssc.nic.in/  

SSC MTS কী?

SSC MTS এর মাধ্যমে মূলত Group C পদে নিয়োগ করা হয়ে থাকে। ভারত সরকারের বিভিন্ন Ministries/ Department/Office এ Peon, Daftary, Jamadar, Junior Gestetner Operator, Chowkidar, Safaiwala,Mali ইত্যাদি পদে যোগদান করার সুযোগ পাবে এই Recruitment এ পাস করা প্রার্থীরা। এই Recruitment এর Exam সহ অন্যান্য সমস্ত কিছু পরিচালনার দায়িত্বে থাকে SSC কর্তৃপক্ষের ওপর। MTS এর পূর্ণ নাম Multi-Tasking Staff এবং এই শব্দ গুচ্ছটির যদি আমরা বাংলা মানে খুঁজি তাহলে হয়তো ঠিকঠাক মানে পাব না । Multi-Tasking Staff হচ্ছে কেন্দ্রের  গ্রুপ C লেভেলের অন্তর্গত কর্মীবৃন্দ যারা কম্পিউটারের বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ , সহ আরও কিছু কাজ ।

SSC MTS 2023 Important Dates:- 

SSC MTS 2023 Official Notification Releasing 30/06/2023 
SSC MTS 2023 Online Application Starting  30/06/2023 
SSC MTS 2023 Online Application Closing 21/07/2023
Last Date of Paying Application Online  21/07/2023
Last Date of Paying Application Offline  22/07/2023
Last Date of Paying  Application Through Challan 24/07/2023
SSC MTS 2023 Application Status Correction Window Opening  26-28/07/2023
SSC MTS 2023 Paper 1 Admit Card Releasing   
SSC MTS 2023 Paper 1 Exam  01-29/09/2023
SSC MTS 2023 Paper 2 Exam   

SSC MTS 2023 Vacancy সংখ্যা :-

Post  Vacancy
Multi Tasking Staff 1198
Havaldar 360
Total 1558

Category wise Vacancy
Age  UR OBC SC ST EWS Total 
MTS Age Group 18-25 518 250 79 44 107 908
MTS Age Group 18-27 100 42 14 13 20 200
Havaldar 153 81 52 38 36 360
Total  771 384 145 95 163 1558

SSC SSC MTS 2023 Eligibility :-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে MTS 2023 এর জন্য।

Education Qualifications :-

আবেদনকারীকে যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Madhyamik বা সমতুল্য Exam পাস করতে হবে।

SSC MTS 2023 এ আবেদনের জন্য Age Limit:-

Category   Age Limit  
OBC
ST 5
SC   5
PWD  10 
PWD+OBC  13 
PWD+SC  15 
PWD+ST  15 
Ex Serviceman 
Citizen of Jammu & Kashmir 
Widows/ Divorced Women/ Women Currently Not Married Yet  Up to 35 Years
ST/SC Widows/ Divorced Women/ Women Currently Not Married Yet  Up to 40 Years

SSC MTS 2023 Salary :-

কেন্দ্রীয় সরকারের 7th Pay (Level-1) অনুযায়ী আপনার বেতন হবে GP- 1800 এবং সঙ্গে থাকছে – বাড়ি ভাড়া, TA , DA যা কেন্দ্রের অন্যান্য চাকরিগুলোর ক্ষেত্রে ও পাওয়া যায় । নিয়োগ স্থনের উপর আপনার বেতন বেশ কিছুটা নির্ভর করে, যেমন আপনার চাকরি যদি দিল্লিতে হয় তাহলে আপনি প্রতিমাসে 28000 – 29000 টাকা পেতে পারেন । অপরপক্ষে, আপনি যদি বিহারে কাজ পান তাহলে আপনার বেতন হতে পারে 24000 – 25000 টাকা । এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান5 করা চার্ট এ ক্লিক করুন।

SSC MTS Post  MTS(GP 1800)  MTS(GP 1800) MTS(GP 1800) 
City Category  X (Tire I)  X (Tire  II)  X (Tire III) 
Basic Pay  18000  18000  18000 
TA  1350  900  900 
DA 0 0 0
DA on TA 0 0
HRA  4320  2880  1440
Gross Salary 23670  21780  20034 
NPS  1800  1800 1800
CGHS 125 125 125
CIALIS  1500 1500 1500 
Total Deduction  3425 3425 3425 
In Hand Salary  20245 18355  16915 

 SSC MTS 2023 Application Fees:-

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র SBI Bank Challan ও Credit/Debit Card বা Net Banking / UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। Challan Form Online এ Generate করতে হবে। Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।

Category  Application Fee in INR 
General/ OBC/EWS  100 
ST/SC/PWD/ Ex Serviceman  Not Applicable 
Female Not Applicable 

SSC MTS 2023 Application Process:-

যেসব আবেদনকারীরা SSC MTS 2023  এর জন্য আবেদন করতে চান , তারা নিম্নে উল্লেখিত Application Process অবলম্বন করে তাদের Application Submit  করতে পারবেন।

  • ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
  • যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
  • Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
  • SSC  MTS 2023 Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
  • প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
  • Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
  • একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ  ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

SSC MTS 2023 তে আবেদনের জন্য Important Documents:-

যে সকল আবেদনকারীরা SSC MTS 2023 এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof
  • আবেদনকারীর Madhyamik এর Mark Sheet।
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo
  • আবেদনকারীর Signature

SSC MTS 2023 Selection Process:-

SSC MTS এর Selection মূলত 2 টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। যথা :- Paper I (CBT), Paper II Written Test। বিস্তারিত নিম্নরূপ।

  • সমস্ত পরীক্ষার্থীদের সর্বপ্রথম Paper I এ অংশগ্রহণ করতে হবে। মনে রাখবেন এই Exam টি CBT (Computer Based Test) ।
  • CBT Exam এর কয়েক মাসের মধ্যেই প্রকাশ করা হবে অস্থায়ী Merit List।যেসব পরীক্ষার্থীর নাম এই List এ থাকবে তারা পরবর্তী Paper  II এর জন্য বসতে পারবে। Paper  II Exam একটি Descriptive Type Exam । এই সম্বন্ধে বিস্তারিত জানব Exam Pattern সেকশনে।
  • Paper  II Exam পাস করা পরীক্ষার্থীদের একটি Final Merit List প্রস্তুত করা হবে।
  • পরবর্তী পর্যায়ে Final Merit List এ থাকা পরীক্ষার্থীদের ডাকা হবে Documents Verification এর জন্য।
  • Documents Verification এর কিছু সময় পরে Finally সমস্ত পাস করা পরীক্ষার্থীদের Joining Letter পাঠিয়ে দেওয়া হবে।

SSC MTS 2023 Admit Card :-

SSC MTS এর Admit Card SSC এর Religion Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Tier 1 এর Admit Card পরীক্ষার্থীরা May/June 2023 মাস থেকে Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।

SSC MTS 2023 Regional Websites:

Exam Centre and Code  Regional Offices Address
Bhagalpur (3201),Patna (3206), Muzaffarpur (3205), Agra (3001), Varanasi (3013), Allahabad (3003), Lucknow (3010) Regional Director(CR), Staff Selection Commission,21-23, Lowther Road,Allahabad, Uttar Pradesh-211002
Kolkata (4410), Port Blair (4802), Gangtok (4001), Bhubaneshwar (4604), Ranchi (4205) Regional Director (ER), Staff Selection Commission,1st, MSO Building, (8th Floor) 234/4, Acharya Jagadish Chandra Bose Road, Kolkata, West Bengal-700020
Thrissur (9212), Gulbarga (9005), Mangalore (9008), Dharwar (9004), Kozhikode (Calicut) (9206), Mysore (9009), Bangalore (9001), Thiruvananthapuram (9211), Kochi (9204), Regional Director(KKR), Staff Selection Commission,1st Floor, “E” Wing, Kendriya Sadan, Koramangala, Bangalore, Karnataka-560034
Ajmer (2401), Alwar (2402), Sriganganagar (2408), Dehradun (2002), Haldwani (2003), Almora (2001), Haridwar (2005),Delhi (2201), Jaipur (2405), Jodhpur (2406), Kota (2407), Bharatpur (2403), Bikaner (2404), Udaipur (2409), Regional Director (NR), Staff Selection Commission, Block No. 12, CGO Complex, Lodhi Road, New Delhi-110504
Kohima (5302), Agartala (5601), Churachandpur (5502),Tura (5402), Goalpara (5104), Tezpur (5112),  Lakhimpur (5109), Guwahati (Dispur)(5105), Itanagar (5001), Dibrugarh (5102), Jorhat (5107), Silchar (5111), Imphal (5501), Shillong (5401), Aizawl (5701), Regional Director(NER), Staff Selection Commission, Housefed Complex, West End Block, Last Gate, Beltola Basistha Road, Dispur, Guwahati, Assam-781006
Chennai (8201), Puducherry (8401), Tiruchirapalli (8206),Visakhapatnam (8007),Hyderabad (8002), Guntur (8001), Kurnool (8003), Rajahmundry (8004), Tirupati (8006),  Vijayawada (8008) Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2ndFloor, College Road, Chennai, Tamil Nadu-600006
Aurangabad (7202), Mumbai (7204), Kolhapur (7203), Nagpur (7205), Panaji (7801), Pune (7208), Ahmedabad (7001), Vadodara (7002, Rajkot (7006), Nashik (7207), Amravati (7201), Surat (7007), Kutch (7010), Thane (7210) Regional Director (WR), Staff Selection Commission,1st Floor, South Wing, Pratishta Bhawan, 101 M.K. Road, Mumbai, Maharashtra-400020
Indore (6006), Jabalpur (6007), Jagdalpur (6203), Chhindwara (6003), Bilaspur (6202), Satna (6014), Ratlam (6011), Sagar (6015), Durg (6205), Raipur (6204), Bhopal (6001), Gwalior (6005) Dy. Director (MPR), Staff Selection Commission, “J-5” Anupam Nagar, Raipur, Chhattisgarh-492001
Leh (1005),Chandigarh (1601), Jammu (1004), Srinagar(J&K) (1007), Shimla (1203), Hamirpur (1202) Dy. Director (NWR), Staff Selection Commission, Block No. 3, Gr. Floor, Kendriya Sadan, Sector-9, Chandigarh-160

SSC MTS 2023 Exam Pattern :- 

SSC MTS 2023 Exam দুই Paper থাকে । যথা – Paper I (CBT), Paper II (Written Test)। Paper I প্রাপ্ত তথ্য অনুযায়ী June 2022 এই নেওয়া হবে  Paper I (CBT) Exam এবং Paper II (Written Test) এর সম্বন্ধে এখনো তেমন কোনো তথ্য জানানো হয়নি। অধিক জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।

  •  Mode of Exam:- Paper I Exam সম্পূর্ণ Online এ (মাধ্যমে নেওয়া হবে এবং Paper II Exam সম্পূর্ণ Offline এ গ্রহণ করা হবে।
  • Type of Questions:- Paper I Question মূলত MCQ Type এর হবে এবং Paper II Exam MCQ এর Question মূলত বর্ণনামূলক হয়ে থাকে ।
  • Total Marks:- Paper I Exam এর পূর্ণমান 100 এবং Paper II Exam এর পূর্ণমান 50 নম্বর।
  • Number of Questions:- Paper I Question এ মোট 100 টি প্রশ্ন থাকবে এবং Paper II Exam এ থাকবে Letter Writing/Essay Writing।
  • Marking Scheme:– Paper I Exam এর ক্ষেত্রেও প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থীর 1 Number পাবে।
  • Exam Duration:- Paper I Exam চলবে মিনিট 90 মিনিট ও Paper II Exam চলবে 30 মিনিট।
  • Negative Marking:– Paper I Exam এর ক্ষেত্রে প্রতি ভুল উত্তরের পরীক্ষার্থীর 0.25 Number কাটা হবে।

SSC MTS 2023 Paper I Exam Exam Pattern:-

Subjects No of Questions Maximum Marks
General Intelligence & Reasoning 25 25
Numerical Aptitude 25 25
General English 25 25
General Awareness 25 25
Total 100 100

SSC MTS 2023 Paper II Exam Exam Pattern:-

Subjects Maximum Marks  Duration  
Letter/Essay writing in English or any of language included in the 8th schedule of the Constitution       50 General :- 30 মিনিটVisually Handicapped/ Cerebral Palsy :-  45  মিনিট

SSC MTS 2023 Syllabus:- 

SSC MTS 2023 Paper I (CBT) Exam এ মূলত 4টি বিষয় সম্মিলিত। যথা :- General Awareness, Numerical Aptitude, Reasoning, English Language। নিম্নে বিষয় অনুসারে বিস্তারিত আলোচনা করা হলো।

  • General Awareness:- People In News, Books, Nutrition, Geography, Environment, Physics + Space Science Diseases, pollution, Economy, Polity, Biology, and Chemistry, Indian History, Culture, Computer & Mobile Technology, Current Affairs, Dates, Portfolios, Schemes, GK- Sports ইত্যাদি।
  • Numerical Aptitude:- Speed Time & Distance, Average, Mensuration, Profit & Loss, Number System, Number Series, Percentage, Simplification, Problems on Ages Interest,Ratio and Proportion, Time & Work, Mixture problems, Geometry, DI, Algebra, and Trigonometry ইত্যাদি।
  •  Reasoning:- Non-Verbal Reasoning, Directions & Distances, Matrix, Venn diagram Missing Number, Analogy, Puzzles, Series, Verbal Reasoning, Arrangement of words, Word formation, Classification, Coding-Decoding, Blood Relations ইত্যাদি।
  • English Language:- Error Spotting Phrase or Idiom Meaning, Reading Comprehension, Jumbled Sentences, Fill in the Blanks, Spellings, Synonyms & Antonyms, One Word Substitution, Phrase Replacement/ Sentence Correction ইত্যাদি।

SSC MTS 2023 Answer Key:- 

SSC MTS Paper -1 পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে SSC প্রকাশ করে। SSC MTS  Paper -1 পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank  গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key  Publish করা হবে।

SSC MTS 2023 Result:- 

অস্থায়ী SSC MTS Answer Key ঘোষণা করার পরে, SSC একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। SSC MTS ফলাফল SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

SSC MTS 2023 Cut of Marks:-

যেহেতু এখনও পর্যন্ত Exam নেওয়া হয়নি তাই এই মুহূর্তে SSC MTS 2023 Cut of Marks বলা সম্ভব নয়। তবে আপনাদের সুবিধার্থে আমরা আগের বছরের Cut of Marks নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করেছি।

State  UR OBC  SC ST  
Chandigarh  93.00  86.25  82.50  69.00 
Gujarat, Dadar, and Nagar Haveli  62.00  45.00  57.50  57.50 
Rajasthan  110  100.75  99.00  99.00 
Haryana  113.00  107.50  97.00  54.00 
Andhra Pradesh 83.00  79.00  75.75  66.25 
Punjab 90.00  84.25  77.00  77.00 
Bihar  112.00.  110.50  110.50  87.00
UP 102.25  99.00  97.75  77.75
Delhi  93.5  83.25  92.50 71.25 
Jammu Kashmir  86.0 67.0 75.25 67.00
Uttarakhand  94.00 87.50 85.00 85.00 
Himachal Pradesh  79.50 63.50 71.00 71.00
Karnataka 93.00  87.00  73.75 66.75 
Daman and Diu  62.00  45.00  45.00  45.00 
Maharashtra  82.00  72.25  80.00  60.75 
Kerala 84.00  78.50  72.75 72.72
Tamil Nadu & Pondicherry  84.00  78.50 72.75 72.72

SSC MTS 2023 Official Notification Download Link  Click Here 
Apply Now  Click Here 
Official Website Click Here 
Google News  Follow Us 
Join Us On Telegram  Click Here 

FAQ:- 

1. SSC MTS Exam কি Easy?

ANS:- Syllabus খুব একটা কঠিন হয় না। কিন্তু Competition খুব বেশী হওয়ার জন্য Exam এখন যথেষ্ট কঠিন।

2. SSC MTS 2023 Registration Date কবে Publish করা হয়েছে??

ANS:- 30/06/2023

3. SSC MTS 2023 Online Application Start হবে?

ANS:- 30/06/2023

4. SSC MTS 2023 Online Application Last Date কি?

ANS:- 21/07/2023

5. SSC MTS 2023 Paper I Exam কবে গ্রহণ করা হবে?

ANS:- 01-29/09/2023 এর মধ্যে

6. SSC MTS 2023 Official Website কি?
7. SSC MTS 2023 Negative Marking কি আছে?

ANS:-হ্যা , প্রতি ভুল  উত্তরে 0.25 Marks কাটা হবে।

8. SSC MTS 2023 Exam কি শুধুমাত্র একটি Language এই গ্রহণ করা হয়?

ANS:-না , পরীক্ষার্থীরা তাদের সুবিধামত English ও Hindi উভয় ভাষাতেই পরীক্ষা দিতে পারবে।

9. SSC MTS Job ক্ষেত্রে কর্মীদের কাজের চাপ এবং প্রমোশন হয় কেমন?

ANS:-বলা যেতে পারে বেতন অনুযায়ী এটি সবথেকে আরামের চাকরি । আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই তেমন কোনো চাপের সম্মুখীন হতে হয় না কোন কোন ব্যতিক্রম ছাড়া । MTS চাকরিতে প্রমোশনের জন্য আপনাকে ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলি   দিতে হবে যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রমোশন পেতে পারেন ।  চাকরিতে নিযুক্ত হওয়ার এর 3 বছর পর থেকেই আপনি এই পরীক্ষাগুলি  দিতে পারবেন ।

10. SSC MTS চাকরির ক্ষেত্রে কর্মীদের কী ধরণের কাজ করতে হয়?

ANS:-এই চাকরির ক্ষেত্রে আপনার প্রতিনিয়ত কাজে থাকছে –  স্পিড পোস্ট,  ফ্যাক্স করা, কল রিসিভ করা , ফাইল  ম্যানেজ করা, ফটোকপিসহ বিভিন্ন ধরনের কমপিউটারের কাজগুলি । MTS চাকরির ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগে এতে সাফ সাফাই এর কাজ করতে হয় নাকি ? তার জন্য আগে থেকে আপনাদের জানিয়ে দিই ওই ধরনের কোন কাজ করতে হবে না । এটি মূলত গ্রুপ C লেভেলের চাকরি ।

11. SSC MTS চাকরির ক্ষেত্রে কর্মীদের কাজ কোথায় করতে হয়?

ANS:-SSC MTS সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের অন্তর্গত একটি চাকরি । নিয়োগ সমস্ত পরীক্ষাগুলিতে পাস করার পর আপনাকে কেন্দ্র সরকারের অধীনে যেকোনো অফিসে কাজ করতে হতে পারে । এই চাকরিতে আপনাকে ভারতের সমস্ত রাজ্য  ও  কেন্দ্রশাসিত অঞ্চল এর অফিসে কাজ করতে হতে পারে । বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রার্থীদের বেশিরভাগ চাকরি হয় দিল্লিতে কারণ দিল্লিতে বেশিরভাগ কেন্দ্র সরকারের অফিসগুলি অবস্থিত রয়েছে । তাছাড়া ভারতের মহানগরগুলি অর্থাৎ কলকাতা, মুম্বাই ইত্যাদি  স্থানেও আপনার নিয়োগ হতে পারে ।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *