কেন্দ্রীয় সংস্থায় প্রচুর Scientific নিয়োগ Engineering পাসেই এবার চাকরী | SSC Scientific Assistant IMD Recruitment 2022 Notification Release for 990+ Vacancies, Eligibility, Last Date, Eligibility more!

SSC কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। যার প্রধান কাজ কেন্দ্র সরকারের অন্তর্গত প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ। প্রতি বছর হাজার হাজার নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগ করে থাকে এই সংস্থা। এবার এই সংস্থা নিয়ে এলো আবেদনকারীদের জন্য সুখবর। নিয়ে করা হবে প্রচুর SSC Scientific Assistant IMD পদে। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আজকের আর্টিকেলটি পড়তে পারেন।

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Overview:- 

Recruiting Organization Staff Selection Commission (SSC)
Post Name Scientific Assistant IMD
Vacancies 990+
Salary 48,912
Job Location All India
Last Date 18/10/2022
Mode of Application Online
Official Website https://ssc.nic.in

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Important Dates:-

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Notification Releasing 30/09/2022
SSC Scientific Assistant IMD Recruitment 2022 Online Application Starting  30/09/2022
SSC Scientific Assistant IMD Recruitment 2022 Online Application Closing 18/10/2022
Admit Card Releasing   
Exam  December 2022
Result   

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Vacancy সংখ্যা:-

এখনো কর্তৃপক্ষ দ্বারা নির্দিষ্ট Vacancy সংখ্যা জানানো হয়নি। পাওয়া তথ্য অনুযায়ী এই Recruitment এর মাধ্যমে 993 জনকে Scientific Assistant IMD Post এ নিয়োগ করা হবে। 

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে SSC Scientific Assistant IMD Recruitment 2022 এর জন্য।

Educational Qualification:-

  • আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Physics Compulsory Subject হিসেবে Bachelor’s Degree পাস করতে হবে এবং সঙ্গে Computer Science/ Information Technology/ Computer Applications গুলি ও থাকতে হবে বা Electronics এবং Telecommunications Engineering এ Diploma Degree অর্জন করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই Higher Secondary পাস এর পর 3 বছরের Full Time Diploma Course পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই Higher Secondary পাস করতে হবে Physics ও Mathematics Core Subject হিসেবে।

SSC Scientific Assistant IMD Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 30 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

Category  Upper Age 
UR/General  30 বছর 
SC 35 বছর
ST 35 বছর
OBC 33 বছর
PH 33 বছর
PH + OBC 43 বছর
PH+ SC/ST 45 বছর

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Salary:-

Salary Salary Structure
Earlier Pay Band 9,300 34,800 টাকার মধ্যে 
Revised Pay Band 35,400  টাকা
Gross Salary 48,912 টাকা

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category Application Fees in INR 
General/OBC 100
Women /SC/ST/PH/Ex-Servicemen Not Applicable 

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Application Process:-

SSC Scientific Assistant IMD Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা SSC এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
  • যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
  • Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
  • SSC Selection Post Phase 10  Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
  • প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
  • Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
  • একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ  ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

SSC Scientific Assistant IMD Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-

যে সকল আবেদনকারীরা SSC Scientific Assistant IMD Recruitment 2022  এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof
  • আবেদনকারীর Madhyamik এর Mark Sheet
  • আবেদনকারীর Educational Qualifications
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo
  • আবেদনকারীর Signature

 SSC Scientific Assistant IMD Recruitment 2022 Selection Process:-

দুইটি পর্যায়ে সম্পূর্ণ হবে SSC Scientific Assistant IMD Recruitment 2022 এর Selection যথা:-

  • Written Exam (CBT)
  • Documents Verification

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Exam Pattern:-

Part

Subject 

No of Questions

Duration

Part I

Reasoning

25

2 Hours

Quantitative Aptitude

25

English Language and Comprehension

25

General Awareness

25

Part II

Physics, Computer Science and Information Technology, Electronics, and Telecommunication

100

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Admit Card :-

SSC Scientific Assistant IMD Recruitment 2022 এর Admit Card SSC এর Religion Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে  Admit Card পরীক্ষার্থীরা October/November 2022 মাস থেকে Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Answer Key Download Link:– 

SSC Scientific Assistant IMD Recruitment 2022 পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে SSC প্রকাশ করে। Scientific Assistant IMD এর পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key  Publish করা হবে।

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Result:- 

অস্থায়ী SSC Scientific Assistant IMD  Answer Key ঘোষণা করার পরে, SSC একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে।SSC Scientific Assistant IMD Recruitment 2022 এর ফলাফল SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Important Links:-

SSC Scientific Assistant IMD Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. SSC Scientific Assistant IMD Recruitment 2022 Salary কি?
ANS:-  35,400 থেকে শুরু
2. SSC Scientific Assistant IMD Recruitment 2022 Notification Download করা যাবে?
ANS:- Download Section থেকে।
3. SSC Scientific Assistant IMD Recruitment 2022 Admit Card কবে Publish করা হবে?
ANS:- এখনো জানানো হয় নি।
4. SSC Scientific Assistant IMD Recruitment 2022 Official Website কোনটি ?
ANS:- https://ssc.nic.in/
5. SSC Scientific Assistant IMD Recruitment 2022 Online Application Last Date কি?
ANS:- 18/10/2022
6. কবে থেকে  SSC Scientific Assistant IMD Recruitment 2022 এর Registration শুরু হয়েছে?
ANS:- 30/09/2022
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823