Tehri Hydro Development Corporation India Limited বা THDC National Thermal Power Corporation এর আয়ত্তাধীন একটি সংস্থা যা Ministry of Power, Government of India এর অন্তর্ভুক্ত। চাকরি প্রার্থীদের সুবিধার্থে জানিয়ে রাখি Rishikesh এ অবস্থিত এই সংস্থার Headquarter । সম্প্রতি এই সংস্থা প্রচুর Apprentice পদে নিয়োগ এর জন্য Recruitment জারি করেছে, এ সম্বন্ধে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
THDC Apprentice Recruitment 2022 Overview:-
Recruiting Organization | Tehri Hydro Development Corporation India Limited |
Post Name | Apprentice |
Vacancies | 100 |
Salary | 9000 |
Job Location | Rishikesh |
Last Date | 10/12/2022 |
Mode of Application | Offline |
Official Website | https://www.thdc.co.in/ |
THDC Apprentice Recruitment 2022 Important Dates:-
THDC Apprentice Recruitment 2022 Appliocation Starting | 21/11/2022 |
THDC Apprentice Recruitment 2022 Appliocation Closing | 10/12/2022 |
THDC Apprentice Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Trade | Vacancy |
COPA | 30 |
Stenographer/Secretarial Assistant | 30 |
Draughtsman (Civil) | 15 |
Fitter | 05 |
Electrician | 15 |
Electronics Mechanic | 05 |
Total | 100 |
THDC Apprentice Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম 50% মার্কস সহ Madhyamik পাস করতে হবে।
- Technical Qualification:- আপনি যেই Post এর জন্য আবেদন করবেন সেই Trade এ প্রয়োজনীয় ITI Certificate থাকা বাধ্যতামূলক।
THDC Apprentice Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
27/06/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে । Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে প্রদান করা চার্ট থেকে।
Category | Age Relaxation |
ST/SC | 5 |
OBC | 3 |
Ex Serviceman /PWD | 10 |
THDC Apprentice Recruitment 2022 Salary:-
কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী Salary প্রদান করা হবে । আপনার Salary শুরু হতে 6,000 থেকে 9,000 এর মধ্যে।
THDC Apprentice Recruitment 2022 Application Fees:-
Not Applicable
THDC Apprentice Recruitment 2022 Application Process:-
THDC Apprentice Recruitment 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Offline মাধ্যমেই সম্ভব। নিম্নে Application Process এর সমন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- Apprenticeship India এর Official Website থেকে নিজের নামের Profile তৈরী করে সর্বপ্রথম Registration সম্পূর্ণ করুন।
- নিম্নে প্রদান করা Link Section থেকে Application Form টি Download করুন এবং A4 Size Paper এ Print Out কপি বের করুন।
- প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
- নির্দেশ অনুযায়ী Documents Attach করুন। এবং পাঠিয়ে দিন নিম্নে প্রদান করা ঠিকানায়।
Sr. Manager (HR) THDC India Limited Bhagirathi Bhawan Pragatipuram, By- Pass Road Rishikesh-249201.
THDC Apprentice Recruitment 2022 Selection Process:-
THDC Apprentice Recruitment 2022 এর জন্য Selection মূলত দুই টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) Merit List তৈরি ও 2) Personal Interview।
THDC Apprentice Recruitment 2022 Important Links:-
THDC Apprentice Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Application Form Download Link | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. THDC Apprentice Recruitment 2022 Official Website কি?
2. THDC Apprentice Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
3. THDC Apprentice Recruitment 2022 Apply Online Last Date কি?
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে THDC Apprentice Recruitment 2022 এর মাধ্যমে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।