একসঙ্গে Uranium Corporation এ প্রচুর কর্মী নিয়োগ | UCIL Apprentice Recruitment 2022 for 239 Vacancies, Last Date, Eligibility more!

Uranium Corporation of India Limited (UCIL) ভারতবর্ষের কেন্দ্র সরকারের অধীনস্থ একটি সংস্থার মূল কাজ Uranium নিষ্কাশন, সংরক্ষণ সহ  তৎসংলগ্ন বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কেন্দ্র সরকারের এই সংস্থা সম্প্রতিকালে চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে সুখবর। ইতিমধ্যেই সংস্থা UCIL Apprentice Recruitment 2022 জারি করেছে যদি তোমরা কেউ এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন, তাহলে অবশ্যই সম্পন্ন আর্টিকেলটি পড়ুন।

UCIL Apprentice Recruitment 2022 Overview:-

Recruiting Organisation Uranium Corporation of India Limited (UCIL) 
Post Name Apprentice
Vacancies 239
Salary 9000
Job Location All India 
Last Date  30/11/2022
Mode of Application Online 
Official Website  https://ucil.gov.in/ 

UCIL Apprentice Recruitment 2022 Important Dates:-

UCIL Apprentice Recruitment 2022 Online Application Starting 29/10/2022
UCIL Apprentice Recruitment 2022 Online Application Closing 30/11/2022

UCIL Apprentice Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Trade  Vacancy 
Fitter 80
Electrician 80
Welder [Gas & Electric] 40
Turner/ Machinist 12
Instrument Mechanic 05
Mech. Diesel/Mech. MV 12
Carpenter 05
Plumber 05
Total  239

UCIL Apprentice Recruitment 2022 Eligibility:-

Educational Qualifications :-

আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyamik পাস করতে হবে 50% মার্কস সহ (ST/SC Category অন্তর্ভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে 45%) এবং সংশ্লিষ্ট বিষয়ে NCVT স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 60% মার্কস সহ ITI Degree অর্জন করতে হবে ।

UCIL Apprentice Recruitment 2022 এ আবেদনের Age Limit:-

31/03/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 25 ও 18 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়স এ ছাড় পাবে, এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

UCIL Apprentice Recruitment 2022 Salary:-

Official Notice অনুসারে Apprenticeship Rules, 1992 অনুযায়ী Stipend প্রদান করা হবে প্রতিমাসে 9000 টাকা। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

UCIL Apprentice Recruitment 2022 Application Fees:-

Not Applicable 

UCIL Apprentice Recruitment 2022 Application Process:-

UCIL Apprentice Recruitment এর জন্য আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপে ধাপে নির্দেশিকাটি সাবধানে অনুসরণ করতে হবে, তাহলে আপনি NFC এর জন্য আবেদন করতে পারবেন।

  • যেই সব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তাদের সর্বপ্রথম ভিজিট করতে হবে Apprentice এর Official Website https://www.apprenticeshipindia.gov.in/ 
  • First Time User হলে সর্বপ্রথম Registration সম্পন্ন করুন।
  • প্রাপ্ত Details প্রদান করে Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে ও Application Form টি Submit করুন।
  • এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

UCIL Apprentice Recruitment 2022 Selection Process:-

দুইটি পর্যায়ে সম্পূর্ণ হবে UCIL  Apprentice Recruitment যথা:-

  • Merit এর ভিত্তিতে Shortlisting
  • Documents Verification

UCIL Apprentice Recruitment 2022 Important Dates:-

UCIL Apprentice Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Employees Ward Certificate Download Link Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. UCIL Apprentice Recruitment 2022 Official Website কি ?
ANS:- https://ucil.gov.in/
2. UCIL Apprentice Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি ?
ANS:- 29/10/2022
3. UCIL Apprentice Recruitment 2022 Online Application Last Date কি ?
ANS:- 30/11/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে UCIL Apprentice Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 239
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823