শুরু হয়ে গেলো UPSC এর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ | UPSC EPFO Recruitment 2023 Vacancy, Dates, Syllabus more!

Employees’ Provident Fund Organization (EPFO) সম্প্রতি নিয়ে এলো চাকরী প্রার্থীদের জন্য সুখবর। 500 এর ও বেশী EO ও AO Post এ নিয়োগের জন্য Official Notice জারি করেছে UPSC EPFO কর্তৃপক্ষ। Graduation পাস করলেই আবেদনকারীরা আবেদন করতে পারবে এই Recruitment এর জন্য, এই সমন্ধে বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে।

UPSC EPFO Recruitment 2023 Overview:-

Recruiting Organization Employees’ Provident Fund Organization (EPFO)
Post Name  EO ও AO 
Vacancy  577
Salary  55,200
Job Type  Central Govt. Job 
Job Location  All India
Last Date  17/03/2023
Mode of Application  Online 
Official Website https://www.upsc.gov.in/ 

UPSC EPFO Recruitment 2023 Important Dates:-

UPSC EPFO Recruitment 2023 Short Notice Releasing  20/02/2023
UPSC EPFO Recruitment 2023 Online Application Starting  25/02/2023
UPSC EPFO Recruitment 2023 Online Application Closing 17/03/2023
Last Date of Paying Application Fee Online  17/03/2023
UPSC EPFO Admit Card Releasing   
UPSC EPFO Exam   

UPSC EPFO Recruitment 2023 Vacancy সংখ্যা:-

Category Enforcement Officer/Accounts Officer Assistant Provident Fund Commissioner
UR  204 68
EWS 51 16
OBC  78 38
SC 57 25
ST 28 15
Total  418 159

UPSC EPFO Recruitment 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Educational Qualification:-

Enforcement Officer/Accounts Officer/Assistant Provident Fund Commissioner:- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোন  বিভাগে ন্যূনতম Graduation পাস করতে হবে।

UPSC EPFO Recruitment 2023 আবেদনের জন্য Age Limit:-

  • Enforcement Officer/Accounts Officer Post এর ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হতে পারে 30 ও 18 বছর।
  • Assistant Provident Fund Commissioner এর ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হতে পারে 35 ও 18 বছর।

বিশেষ দ্রষ্টব্য:- Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

UPSC EPFO Recruitment 2023 Salary:-

Official Notice অনুসারে একজন চাকরিজীবী এই Recruitment এর মাধ্যমে চাকরী পেলে মাসে 43,600 থেকে 55,200 এর মধ্যে Salary পাবে প্রতি মাসে।

UPSC EPFO Recruitment 2023 Application Fee:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Credit Card/ Debit Card/ UPI / Net Banking /Challan এর মাধ্যমে Application Fee এ প্রদান করতে হবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fee in INR 
UR/EWS/OBC 25
ST/SC/PwD/Female  Not Applicable

UPSC EPFO Recruitment 2023 Application Process:-

UPSC EPFO Recruitment এর Application Process টি সম্পূর্ণ রুপে Online এর মাধ্যমে সম্ভব। নিম্নে Step by Step Application Process সম্পর্কে আলোচনা করা হল।

  • সর্বপ্রথম ভিজিট করুন UPSC Official Website https://upsconline.nic.in/ 
  • আপনি যদি এইবার প্রথম এই Exam এর জন্য Application করে থাকেন তাহলে প্রয়োজনীয় সমস্ত Credentials প্রদান করে Register করুন।
  • Register Email ID ও Password প্রদান করে Log In করুন।
  • আবার5 আপনার সামনে Dashboard ওপেন হবে তার মধ্যে থাকা আপনার Application Form টি ওপেন করুন।
  • Educational Qualification Related সমস্ত তথ্য যথাযথ তথ্যসহকারে পূরণ করুন।
  • পছন্দমত তিনটি Exam Centres বাছুন।
  • একবার মিলিয়ে নিন আপনার প্রদান করা সব তথ্য ঠিক আছে কি না ।
  • আপনার Signature ও Passport Size Photo Upload করুন JPG ও PNG Format এ।
  • যদি General ও OBC Category অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে প্রদান করুন Application Fees।
  • Application Fees প্রদান করা হলে আপনার Application Form টি Download করুন চাইলে আপনি Print Out কপি বের করতে পারেন।

UPSC EPFO Recruitment 2023 আবেদনের জন্য  Important Documents:- 

যে সকল আবেদনকারীরা UPSC EPFO Recruitment এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof
  • আবেদনকারীর Higher Secondary এর Mark Sheet।
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo
  • আবেদনকারীর Signature

UPSC EPFO Recruitment 2023 Selection Process:– 

মূলত দুইটি পর্যায় সম্পন্ন হবে UPSC EPFO Recruitment এর Selection যথা:- 1) Written Exam ও 2) Personal Interview ।

UPSC EPFO Recruitment 2023 Exam Pattern:-

  • Question Pattern:-Written Exam এ মূলত Objective Type ও Multiple Choice প্রশ্ন থাকবে।
  • Duration:- পরীক্ষার্থীরা মোট দুই ঘন্টা সময় পাবে পরীক্ষা প্রদানের জন্য।
  • Language:- Hindi ও English উভয় ভাষাতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
  • Negative Marking:- প্রতি তিনটি প্রশ্নের উত্তর ভুল করলে এক নাম্বার কাটা হবে।
  • PwD Category অন্তর্ভুক্ত আবেদনকারীরা অতিরিক্ত 20 Minutes সময় পাবে পরীক্ষা প্রদানের জন্য।

Part  Topic  Marks  Duration 
Part A General English and Vocabulary 300 2 Hours
Part B Indian Culture, and Freedom Movements with Current Events
Population, Development, and Globalization
Constitution of India
Current trends in the Indian Economy
Accounting and Auditing, Industrial Relations, Labor Laws, Insurance
Basic Knowledge of Computer Applications, and General Science
Elementary Mathematics, Statistics, and General Mental Ability
Social Security in India
Interview UPSC EPFO Interview 100  

UPSC EPFO Recruitment 2023 Important Links:-

UPSC EPFO Recruitment 2023 Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. UPSC EPFO Recruitment 2023 Official Website কোনটি?

ANS:- https://upsc.gov.in/ 

2. UPSC EPFO Recruitment 2023 Vacancy সংখ্যা কত?

ANS:- 577

3. UPSC EPFO Recruitment 2023 Salary কত?

ANS:- 55,200

4. UPSC EPFO Recruitment 2023 Last Date কবে?

ANS:-  17/03/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *