WBBCDEV Free Coaching 2023: এবার রাজ্য সরকার দেবে বিনামূল্যে প্রশিক্ষণ সমস্ত ছাত্র ছাত্রীদের, জানুন সত্যতা!

পশ্চিমবঙ্গে তপশিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায় ভুক্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রায়ই দেখা যায় অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে রাজ্যে খুব কম ছাত্র-ছাত্রী JEE, WBJEE, NEET ইত্যাদিতে পড়ার সুযোগ পায়। এইবার এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে   WBBCDEV একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।  উক্ত প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার SC/ST জনগোষ্ঠীর অন্তর্গত মেধাবী শিক্ষার্থীদের খুব অল্প খরচে Coaching এর ব্যবস্থা করেছে জানুন বিস্তারিত। 

WBBCDEV Free Coaching কী? 

আমরা সকলেই জানি JEE/WBJEE/NEET এর Preparation কতটা ব্যায়বহুল।  পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থী যারা JEE/WBJEE/NEET Exam এর জন্য  খুব বেশি খরচে Coaching করছে এবং শিক্ষা ক্ষেত্রে সেই খরচ বহন করতে হিমশিম খাচ্ছে । সেই সমস্ত শিক্ষার্থীর কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই সংস্থা শিক্ষার্থীদের বিনামুল্যে Coaching এর ব্যবস্থা নিয়েছে। মোটামুটি April মাসের প্রথম দিকেই শুরু হয়েছে গেছে WBBCDEV 2023 এর Registration । 

WBBCDEV Free Coaching 2023 Overview:- 

Conducting Organization  WBBCDEV
Exam Name JEE/WBJEE/NEET 
Stipend (Per Month)  300 
Last Date  17/04/2023 
Mode Of Application  Online 
Official Website  https://www.wbbcdev.gov.in/ 

WBBCDEV Free Coaching 2023 Important Dates:- 

WBBCDEV Free Coaching 2023 Application Starting  01/04/2023 
WBBCDEV Free Coaching 2023 Application Closing  17/04/2023 

WBBCDEV Free Coaching 2023 এর Eligibility:-

Nationality:- 

শুধুমাত্র পশ্চিমবঙ্গের SC/ST জনগোষ্ঠীর অন্তর্গত মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। 

Education Qualification:- 

  • আবেদনকারীদের যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে SC ও ST Category এর ক্ষেত্রে যথাক্রমে 60% ও 50% নম্বর নিয়ে Madhyamik পাশ করতে হবে । 
  • একমাত্র পশ্চিমবঙ্গে Higher Secondary এর Science Steam এ ও Graduation এ পাঠরত হতে হবে।

Family Income:- 

আবেদনকারীদের পারিবারিক বার্ষিক আয় কমপক্ষে 3,00,000 হতে হবে । 

WBBCDEV Free Coaching 2023 Stipend ( Per Month):- 

এক্ষেত্রে আবেদনকারীদের মাসিক বেতন হিসাবে 300 টাকা করে প্রদান করতে হবে । এই টাকা আবেদনকারীরা তাদের নিজস্ব Bank Account এ পেয়ে যাবে।

WBBCDEV Free Coaching 2023 Application Fee:- 

Not Applicable

WBBCDEV Free Coaching 2023 Application Process:- 

WBBCDEV 2023 এর জন্য আবেদন Online ও Offline দুই মাধমেই  করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।

Online Application Process:-

  • সর্বপ্রথম ভিজিট করুন WBBCDEV এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbcdev.gov.in/ 
  • Homepage এ আপনি পেয়ে যাবেন Pre-examination training of SC/ST candidates for JEE/WBJEE/NEET-2024 এর পাশে থাকা Click Here অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে থাকা Apply Online অপশনে ক্লিক করুন।
  • নির্দেশ অনুযায়ী Particulars of Student, Parents/Guardians, Bank Details ইত্যাদি প্রদান করুন ।
  • Student Documents Section তে নির্দেশ অনুযায়ী Documents আপলোড করুন।
  • ক্যাপচা কোড পূরণ করুন ।
  • এবার নিচে থাকা Submit বাটনে ক্লিক করুন।
  • Redirection এর পর আপনি নতুন পেজ এ আসবেন যেখানে থাকবে Applicant ID সেটি Note করে রাখুন।
  • এবার Home অপশনে ক্লিক করুন এবং Download Acknowledgement অপশনে ক্লিক করুন।
  • Applicant ID ও ক্যাপচা কোড প্রদান করুন এবং Download করে নিন আপনার পূরণ করা Application Form টি। 
  • এবার আপনি প্রয়োজন অনুযায়ী Application Form টি Print Out কপি বের করতে পারবেন।

Offline Application Process:-

  • Download Section এ প্রদান করা Application Form টি Download করুন।
  • নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
  • একবার যাচাই করে নিয়ে সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা।
  •  যদি ঠিক থাকে তাহলে এবার Supporting Documents Attach করুন এবং জমা দিন সেই Coaching Centre এ যেখানে আপনি Admission নিতে চান।

WBBCDEV Free Coaching 2023 তে আবেদনের জন্য Important Documents:- 

  • সাম্প্রতিক সময় তোলা Passport Size Photograph 
  • Caste Certificate
  • Madhyamik বা Higher Secondary এর Marksheet
  • Income Certificate
  • Bank Account Details 

WBBCDEV Free Coaching 2023 Important Links:- 

WBBCDEV Free Coaching 2023 Official Notification Download Link  Click Here 
Apply Now  Click Here 
Application Form Download Link  Click Here 
Google News  Follow Us
Join Us On Telegram  Click Here 

FAQ:- 

1. WBBCDEV Free Coaching 2023 Official Website কোনটি? 
ANS:– https://www.wbbcdev.gov.in/ 
2. WBBCDEV Free Coaching 2023 এর জন্য কারা আবেদনের করতে পারবে? 
ANS:- পশ্চিমবঙ্গের SC/ST জনগোষ্ঠীর অন্তর্গত মেধাবী শিক্ষার্থীরা। 
3. WBBCDEV Free Coaching 2023 তে আবেদনের Last Date কবে? 
ANS:-17/04/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823