WBCS ২০২৩ এর সম্বন্ধে বিস্তারিত জানুন | WBCS 2023 Notification, Apply Online, Dates, Syllabus, Age Limit!

West Bengal Public Service Commission (WBPSC) এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ Notification জারি করা হয়েছে। আগামী  28th February,2023 তে নতুন করে West Bengal Civil Service এর অন্তর্গত বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি Notification প্রকাশ করেছে WBPSC। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের যে সমস্ত স্নাতক ও স্নাতকোত্তর তরুণরা Civil Service এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এটি একটি অন্যতম সুযোগ। পশ্চিমবঙ্গের Civil Service সংক্রান্ত সমস্ত তথ্য এবং WBCS 2023 সংক্রান্ত অন্যান্য সমস্ত বিবরণ এই নিবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

WBCS 2023 কী?

West Bengal Civil Service Executive পদে চাকরি পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রীদের কাছে একটি  স্বপ্নের চাকরি। West Bengal Public Service Commission (WBPSC) এই পরীক্ষা পদ্ধতিটি পরিচালনা করে। WBCS পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে যেমন  BDO, SDO Commissioner, Collector, ইত্যাদি পদে নিযুক্ত করা হয়। ন্যূনতম Graduation পাশ করলেই এই WBCS Exam এর জন্য আবেদন করা যায়।

West Bengal Public Service Commission এই WBCS পরীক্ষাটি তিনটি ধাপে নিয়ে থাকে । প্রথমটি হলো Preliminary Exam, দ্বিতীয়টি Mains Exam এবং তৃতীয়টি Personal Interview । পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের Rank হয় । এই পরীক্ষার চারটি গ্রুপ রয়েছে Group A, Group B, Group C, এবং Group D. প্রথম সারিতে Rank করা ছাত্রছাত্রীরা সাধারণত A গ্রুপের WBCS Executive পদটি বেছে নেন ।

WBCS 2023 Overview:-

Recruiting Organization  West Bengal Public Service Commission (WBPSC) 
Post Name  West Bengal Civil Service (WBCS)
Vacancy   
Salary 1,44,300
Job Location  West Bengal 
Job Type  State Govt. Permanent Job 
Last Date  21/03/2023
Mode Of Application Online 
Official Website  https://wbpsc.gov.in/ 

WBCS 2023 Important Dates:-

WBCS 2023 Official Notification Releasing  22/02/2023
WBCS 2023 Online Application Starting  28/02/2023
WBCS 2023 Online Application Closing  21/03/2023
WBCS 2023 Offline Fee Payment Closing 22/03/2023
WBCS 2023 Preliminary Exam   
WBCS Preliminary Result   
WBCS 2023 Mains Exam   
WBCS Mains Result  
WBCS 2023 Personality Test  
WBCS 2023 Final Result   

WBCS 2023 Vacancy সংখ্যা:-

এখনো জানানো হয়নি।

WBCS 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Educational Qualification:-

আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে Bachelor’s Degree অর্জন করতে হবে। তাছাড়া আবেদনকারীকে বাংলা ভাষা লিখতে, বলতে এবং পড়তে পারা আবশ্যক।

WBCS 2023 আবেদনের জন্য Age Limit:-

Category  Age Limit 
Group A ও C  21 থেকে 36 এর মধ্যে 
Group B  20 থেকে 36 এর মধ্যে 
Group D 21 থেকে 39 এর মধ্যে 

বিশেষ দ্রষ্টব্য:- Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।

Category  Age Relaxation 
পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের ST/SC আবেদনকারী 5
পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের ST/SC আবেদনকারী 3
PwD 45 বছর পর্যন্ত

WBCS 2023 Salary:- 

Post  Salary 
Group A 
Executive 56,100 থেকে 1,44,300 এর মধ্যে
Assistant Commissioner of Revenue 56,100 থেকে 1,44,300 এর মধ্যে
WB Co-operative Service 56,100 থেকে 1,44,300 এর মধ্যে
WB Labour Service 56,100 থেকে 1,44,300 এর মধ্যে
WB Food & Supplies Services 56,100 থেকে 1,44,300 এর মধ্যে
WB Employment Services 56,100 থেকে 1,44,300 এর মধ্যে
Group B
WB Police Service 56,100 থেকে 1,44,300 এর মধ্যে
Group C
Superintendent, Distt. Correctional Home/Deputy Superintendent, Central Correction Home 35,800 থেকে 92,100 এর মধ্যে
Joint Block Development Officer 35,800 থেকে 92,100 এর মধ্যে
Deputy Assistant Director Of Consumer Affairs and Fair Business Practices 35,800 থেকে 92,100 এর মধ্যে
WB Junior Social Welfare Services 35,800 থেকে 92,100 এর মধ্যে
WB Subordinate Land Revenue Service Grade 1 35,800 থেকে 92,100 এর মধ্যে
Assistant Commercial Tax Officer 35,800 থেকে 92,100 এর মধ্যে
Assistant Canal Revenue Officer (Irrigation) 35,800 থেকে 92,100 এর মধ্যে
Chief Controller of Correction Services 35,800 থেকে 92,100 এর মধ্যে
Joint Registrar 35,800 থেকে 92,100 এর মধ্যে
Group D
Inspector of Co-operative Societies 32,100 থেকে 82,900 এর মধ্যে
Panchayat Development officer under the Panchayat & Rural Development Department 32,100 থেকে 82,900 এর মধ্যে
Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department 32,100 থেকে 82,900 এর মধ্যে

WBCS 2023 Application Fee:-

প্রয়োজনীয় Application Fee আবেদনকারীরা শুধুমাত্র SBI Bank Challan ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে এবং Challan Form Online এ Generate করতে হবে।

Category  Application Fee in INR 
UR/OBC/EWS 210+ Additional Charge 
পশ্চিমবঙ্গের অন্তর্গত ST/SC/PWD প্রার্থী Not Applicable 

WBCS 2023 Application Process:-

WBCS 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব WBPSC এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন WBPSC এর Official Website।
  • Candidates Corner এ এসে One Time Registration অপশনে ক্লিক করুন।
  • Mobile Number, Password, Email ID, Name, DOB, Father’s Name ও Mother Name প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
  • এবার প্রাপ্ত ডিটেলস প্রদান করে Log In করুন।
  • এবার সবার প্রথম আপনার Profile Section টি যথাযথ তথ্য প্রদান করে পূরণ করুন।
  • প্রয়োজনীয় Documents Upload করুন।
  • WBPSC JE  এর পাসে থাকা Check Eligibility অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে আপনাকে প্রদান করতে হবে আপনার Qualifications ও Experience সম্বন্ধিত তথ্যসমূহ।
  • আপনার সুবিধামতো Exam Center Select করুন।
  • একবার চোখ বুলিয়ে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
  • প্রদান করুন আপনার Application Fee।
  • ইতিমধ্যে আপনার Application সম্পন্ন হয়েছে এ সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি Confirmation mail ও Massage ।
  • এবার আপনার সামনে চলে আসবে Application Form টি সেটি Download করুন বা প্রয়োজন অনুযায়ী Print Out কপি বের করুন।

WBCS 2023 আবেদনের জন্য Important Documents:-

Documents  Height/Weight  Pexels /File Size
Passport Size Color Photo 4.5 cm  × 3.5 cm  100KB ও 100 DPI এর মধ্যে
Signature   10KB – 20KB এর মধ্যে

এছাড়াও নিম্নে উল্লিখিত Documents গুলির প্রয়োজন পড়বে।

  • Domicile Certificate
  • Caste Certificate
  • PWD Certificates
  • Graduation Certificate
  • Higher Secondary Certificate

WBCS 2023 Selection Process:-

WBCS 2023 এর মাধ্যমে নিয়োগের জন্য মোট তিনটি পরীক্ষা পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো Preliminary Exam, দ্বিতীয় টি Mains Exam  এবং তৃতীয় ধাপে একটি Personal Interview  নেওয়া হয়।

WBCS 2023 Preliminary Examination: –

  • এটি একটি Screening Test যেখানে থাকে 200 নম্বরের MCQ প্রশ্ন করা হয়। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হতে পারবে তারা পরবর্তী মেইন্স পরীক্ষার জন্য নির্বাচিত হবে।
  • মূলত General Studies এর উপর MCQ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এই Preliminary Exam তে ।
  • পরীক্ষার্থীরা মোট সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট এবং Negative Marking রয়েছে (⅓) অনুযায়ী
  • 200 নম্বরের মধ্যে আনুমানিক 120 নম্বর অর্জন করতে পারলে Preliminary Exam উত্তীর্ণ হতে পারবে।
  • Subject অনুসারে Number Distribution নিম্নে প্রদান করা হলো।

Subjects Marks  No. of Questions 
English 25 25
General Science 25 25
Current events of National & International Importance 25 25
History of India 25 25
Geography of India 25 25
Indian Polity and Economy 25 25
Indian National Movement 25 25
General Mental Ability 25 25
Total 200 200

WBCS 2023 Mains Examination:-

  • Preliminary Exam পাশ করলে তারপরে আসবে Mains Exam মোট 6 টি Compulsory Paper এর পরীক্ষা দিতে হয় এই Mains Exam তে।
  • প্রত্যেকটি পেপারে 200 নম্বরের প্রশ্ন থাকে। এই Mains পরীক্ষাতে যেসব পরীক্ষার্থী শুধুমাত্র Group A এবং Group B এর জন্য Apply করবে তাদের অপশনাল আরো একটি বিষয়ের পরীক্ষা দিতে হবে।
  • পরীক্ষার্থীরা হাতে সময় পাবে মোট 3 ঘন্টা ।
  • Subject অনুসারে Number Distribution নিম্নে প্রদান করা হলো।

Paper Marks Question Type
Language Paper (Bengali/Hindi/Urdu/Nepali/Santali) 200 Descriptive
English Paper 200 Descriptive
General Studies – Paper I 200 Objective
General Studies-Paper II 200 Objective
Constitution of India and Indian Economy 200 Objective
Arithmetic and Test of Reasoning 200 Objective
Optional Subject – (One subject: Two papers of 200 marks each) 200 Descriptive
Personality Test 200
Total  1600

WBCS 2023  Mains Exam Syllabus:-

Paper I : Bengali/Hindi/Urdu/Nepali/Santali – Letter Writing (150 শব্দের মধ্যে) / Drafting of Report (within 200 শব্দের মধ্যে), Précis Writing, Composition এবং Translation English থেকে Bengali/Hindi/Urdu/Nepali/Santali ।

Paper II : English – Letter writing:- (Letter Writing (150 শব্দের মধ্যে) / Drafting of Report (within 200 শব্দের মধ্যে),Précis Writing, Composition এবং Translation Bengali/Hindi/Urdu/Nepali/Santali থেকে English এ।

Paper III : General Studies-I:-

  • Indian History with Special Emphasis on National Movement এবং
  • Geography of India with special reference to West Bengal.

Paper IV : General Studies-II:-

Science and Scientific & Technological advancement, Environment, General Knowledge and Current Affairs.

Paper V : Political Science & Economics:-

The Constitution of India and Indian Economy including role and functions of the Reserve Bank of India.

Paper VI : Arithmetic & Test of Reasoning:-

  • Paper 1 এবং 2 এ আপনাকে Descriptive Type  প্রশ্ন লিখতে হবে। বাকি 3, 4, 5 ও 6 নম্বর পেপারে 200 নম্বরের MCQ  প্রশ্ন থাকবে ।  Negative Marking  রয়েছে (⅓)।Preliminary Exam যেসব বিষয় থেকে প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন থাকবে পেপার 3, 4, 5 ও 6 এর জন্য।
  • 1 এবং 2 Paper এর জন্য কোন Negative Marking নেই। Paper 1 তে আপনাকে যেকোন একটি ভাষা Select  করে নিতে হবে ।  এখানে Conventional Type  Questions  হয় সেজন্য আপনাকে Descriptive ভাবে উত্তর লিখতে হবে 200 নম্বরের জন্য।
  • 2 নম্বর Paper টি English , এই Paper এ 200 নম্বরের Descriptive প্রশ্ন থাকবে।

WBCS 2023 Mains Optional Subjects Lists :-

  1. Bengali
  2. Hindi
  3. Sanskrit
  4. English
  5. Pali
  6. Arabic
  7. Persian
  8. French
  9. Urdu
  10. Santali
  11. Comparative Literature
  12. Agriculture
  13. Animal Husbandry and Veterinary Science15 Anthropology
  14. Botany
  15. Chemistry
  16. Civil Engineering
  17. Commerce and Accountancy
  18. Computer Science
  19. Economics
  20. Electrical Engineering
  21. Geography
  22. Geology
  23. History
  24. Law
  25. Mathematics
  26. Management
  27. Mechanical Engineering
  28. Medical Science
  29. Philosophy
  30. Physiology
  31. Physics
  32. Political Science
  33. Psychology
  34. Sociology
  35. Statistics
  36. Zoology

WBCS 2023 Interview:-

সবশেষে থাকে Personality Test  এখানে আপনাকে আপনার নিজস্ব কর্ম দক্ষতার পরিচয় দিতে হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা Preliminary Exam এবং Mains Exam  সফলভাবে উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদেরকেই Personal Interview এর  জন্য ডাকা হবে।

WBCS 2023 Admit Card Download:-

‘WBCS 2023″ Exam এ বসার জন্য Admit Card বাধ্যতামূলক। পরীক্ষার আগেই সময় সমস্ত পরীক্ষার্থীদের Admit Card Download করতে হবে। এই Admit Card গুলি পশ্চিমবঙ্গ Public Service Commission এর অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। Admit Card  ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। Admit Card Download  এর Process আমরা পরবর্তী কোন ব্লগে আলোচনা করব।

WBCS 2023 Result :-

আমরা আগেই আলোচনা করেছি WBCS Exam তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। যথাক্রমে Preliminary, Mains ও Personal Interview এর Result আলাদা আলাদাভাবে প্রকাশ করা হবে। Officially Result আপলোড করা হলে আমরা এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।

WBCS 2023 Important Links:-

WBCS 2023 Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Follow Us on Telegram  Click Here

FAQ:-

1. WBCS Form Fill Up কোন Website থেকে করতে পারবেন?
ANS:– https://wbpsc.gov.in/
2. WBCS 2023 Notification কোন Website থেকে Download করতে পারবেন?
ANS:- Download Section এ প্রদান করা Download Section থেকে
3. WBCS Syllabus কি?
ANS:- উপর এ Syllabus Section এ এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, আর্টিকেল এর উপরে দেখুন।
4. WBCS Full Form কি?
ANS:- West Bengal Civil Service
5. WBCS 2023 Exam Date কি?
ANS:- এখনো বিস্তারিত জানানো হয়নি।
6. WBCS 2023 Form Fill Up Last Date কি?
ANS:- 21/03/2023
7. WBCS 2023 Vacancy সংখ্যা কতো?
ANS:- এখনো বিস্তারিত জানানো হয়নি।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823