West Bengal Engineering Jobs | WBPSC JE Apply Online | WBPSC JE Syllabus | WBPSC JE Exam Pattern | Junior Engineer Vacancy
পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত চাকরি প্রার্থীর এই স্বপ্ন থাকে WBPSC এর অন্তর্গত বিভিন্ন সম্মানীয় Post এ চাকুরী করার। যদি আপনার মনেও এই রকমই ইচ্ছা থেকে তাকে তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি ভালোভাবে পড়ুন কারণ এই আর্টিকেল আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। প্রতিবছরের মতো এই বছরেও WBPSC এর পক্ষ থেকে Junior Engineer বা JE পদে নিয়োগ এর জন্য Officially Notice জারি করা হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে এই Recruitment এ, এই সম্বন্ধে বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
WBPSC JE Recruitment 2022 Overview:-
Recruitment Organization | West Bengal Public Service Commision |
Post Name | Junior Engineer বা JE |
Vacancies | |
Salary | 40,500 |
Job Location | West Bengal |
Last Date | 07/12/2022 |
Mode of Application | Online |
Official Website | https://wbpsc.gov.in/ |
WBPSC JE Recruitment 2022 Important Dates:-
WBPSC JE Short Notification Releasing | 05/11/2022 |
WBPSC JE Details Notification Releasing | 16/11/2022 |
WBPSC JE Recruitment 2022 Online Application Starting | 16/11/2022 |
WBPSC JE Recruitment 2022 Online Application Closing | 07/12/2022 |
Last Date of Paying Application Fees Online | 07/12/2022 |
Last Date of Paying Application Fees Offline (Challan) | 08/12/2022 |
Online Correction Window Opening | 14-20/12/2022 |
Written Test | April, 2023 |
WBPSC JE Recruitment 2022 Vacancy সংখ্যা:-
এখনো জানানো হয়নি।
WBPSC JE Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil / Electrical / Mechanical Engineering এ ন্যূনতম Diploma Degree অর্জন করতে হবে।
WBPSC JE Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।(বিশেষ দ্রষ্টব্য:- যেসব আবেদনকারীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় তারা বয়সে কোনো ছাড় পাবে না।)
Category | Age Relaxation |
ST/SC | 5 |
OBC | 3 |
PWD | 45 বছর পর্যন্ত |
WBPSC JE Recruitment 2022 Salary:-
2019 এর Pay Revision অনুযায়ী একজন Junior Engineer প্রতি মাসে Entry Level এ Basic Pay হবে 35,800 থেকে শুরু এবং সঙ্গে 12% HRA ও Medical Allowances হিসেবে 500 টাকা, অর্থাৎ Total Salary শুরুতে হতে পারে 40,600 টাকা মতো।
WBPSC JE Recruitment 2022 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking / Bank Challan এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
UR/EWS/OBC | 160+ Service Charge 1% + Exam Fees 5 টাকা |
ST/SC/PWD | Not Applicable |
WBPSC JE Recruitment 2022 Application Process:-
WBPSC JE Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব WBPSC এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- ভিসিট করুন WBPSC এর Official Website।
- Candidates Corner এ এসে One Time Registration অপশনে ক্লিক করুন।
- Mobile Number, Password, Email ID, Name, DOB, Father’s Name ও Mother Name প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
- এবার প্রাপ্ত ডিটেলস প্রদান করে Log In করুন।
- এবার সবার প্রথম আপনার Profile Section টি যথাযথ তথ্য প্রদান করে পূরণ করুন।
- প্রয়োজনীয় Documents Upload করুন।
- WBPSC JE এর পাসে থাকা Check Eligibility অপশনে ক্লিক করুন।
- পরের পেজে আপনাকে প্রদান করতে হবে আপনার Qualifications ও Experience সম্বন্ধিত তথ্যসমূহ।
- আপনার সুবিধামতো Exam Center Select করুন।
- একবার চোখ বুলিয়ে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
- প্রদান করুন আপনার Application Fees।
- ইতিমধ্যে আপনার Application সম্পন্ন হয়েছে এ সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি Confirmation mail ও Massage ।
- এবার আপনার সামনে চলে আসবেApplication Form টি সেটি Download করুন বা প্রয়োজন অনুযায়ী Print Out কপি বের করুন।
WBPSC JE Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-
Documents | Height/Weight | Pexels /File Size |
Passport Size Color Photo | 4.5 cm × 3.5 cm | 100KB ও 100 DPI এর মধ্যে |
Signature | 10KB – 20KB এর মধ্যে |
WBPSC JE Recruitment 2022 Selection Process:-
চারটি পর্যায়ে সম্পূর্ণ হবে WBPSC JE Recruitment 2022 এর Selection যথা :-
- Written Exam
- Interview
- Certificate Verification
- Medical Examination
WBPSC JE Recruitment 2022 Exam Pattern:-
- শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে থাকবে Engineering এর বিভিন্ন Discipline সমন্ধিত প্রশ্ন সমূহ।
- পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা পাবে সর্বমোট দুই ঘন্টা।
- প্রতিটি প্রশ্নের মান হবে 2 নম্বরের এবং মোট 100 টি প্রশ্ন থাকবে।
WBPSC JE Recruitment 2022 Syllabus:-
- WBPSC JE Civil Engineering :- Civil Engineering Drawing, Strength Of Materials., Construction Materials & Practice, Roads & Highways , Head Works.Flood Control, Cross Drainage Work, Highway Construction, Steel Structures, Concrete Structures, Field Surveying, Timber Structures, Sanitary Engineering, Water Supply, Soil Mechanics & Foundation Engineering, Irrigation, Hydrology, Tubewell Irrigation, Building Materials, Theory Of Structures, Construction, Public Health Engineering, Estimating, Costing & Contracts, Water Requirement Of Crops, Canals ও Well Irrigation ইত্যাদি।
- WBPSC JE Mechanical Engineering :- Strength Of Materials.Refrigerator and Air-Conditioning, Machine Tools, Pattern Making, Fluid Mechanics And Machines.Manufacturing Process, Heat Power, Air Compressor, Engineering Mechanics ও Welding And Allied Processes ইত্যাদি।
- WBPSC JE Electrical Engineering :- Materials, Power Factor, Three Phases, Measuring Instruments, D.C. Circuit,A.C. Circuit,Electronics, Battery, Conservation of Energy, Cable, O.H. Line, Motors, Transformers, Earthing, Oscillator,Elementary Circuit Analysis, Protective Devices, Generation, Design ও Estimating ইত্যাদি।
WBPSC JE Recruitment 2022 Admit Card:-
WBPSC JE এর Admit Card WBPSC এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।
WBPSC JE Recruitment 2022 Result:–
Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।
WBPSC JE Recruitment 2022 Important Links:-
WBPSC JE Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. WBPSC JE Recruitment 2022 Notification কবে Release হয়েছে?
2. WBPSC JE Recruitment 2022 Online Application Starting Date কি?
3. WBPSC JE Recruitment 2022 Online Application Last Date কি?
4. WBPSC JE Salary কি ?
5. WBPSC JE এর চাকরি কি Permanent ?
6. WBPSC JE Recruitment 2022 এর মাধ্যমে কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে?
7. WBPSC JE Full Form কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।