বেশ কিছু সময় ধরেই ছাত্রছাত্রীরা চিন্তায় রয়েছে যে এইবার Madhyamik পরীক্ষা হবে কিনা ? যদি হয়েও থাকে কবে Madhyamik Exam গ্রহন করা হবে এবং Routine টাই বা কি ? যদি তুমি Madhyamik Exam 2022 এর পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই এই আর্টিকেল টি পড়। আশাকরি আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
অফিশিয়াল তথ্য অনুসারে Madhyamik 2022 এর পরীক্ষা শুরু হতে চলেছে আগামী বছরের 7th March থেকে শুরু এবং এই পরীক্ষা চলবে 16th March পর্যন্ত। করোনা অতিমারির কারণে এবার প্রথাগত সময়ের কিছু দেরিতেই হতে চলেছে সমস্ত পরীক্ষা । HS Routine 2022 এবং Class XI Routine 2022 এর সম্বন্ধে না জেনে থাকলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমরা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করেছি ।
উল্লেখ্য পূর্বের মতোই এবার Madhyamik 2022 হতে চলেছে সম্পন্ন Offline Mode এ বিভিন্ন স্কুলগুলোতে । Covid Guidelines মেনেই নেওয়া হবে সমস্ত পরীক্ষা । Madhyamik Routine 2022 নিম্নে চার্টের মাধ্যমে বর্ণনা করা হলো ।
West Bengal Madhyamik Routine 2022:-
Exam শুরু হবে দুপুর 11:45 থেকে বিকেল 3:00 টা পর্যন্ত। | ||
Date | দিন | Subjects |
7th March 2022 | সোমবার | First Language (Bengali) |
8th March 2022 | মঙ্গলবার | Second Language (English) |
9th March 2022 | বুধবার | Geography |
11th March 2022 | শুক্রবার | History |
12th March 2022 | শনিবার | Life Science |
14th March 2022 | সোমবার | Mathematics |
15th March 2022 | মঙ্গলবার | Physical Science |
16th March 2022 | বুধবার | Elective Subjects |
Madhyamik Exam Syllabus 2022 PDF Download সহ ডিটেইলস এ Syllabus ও Mark Divison
West Bengal Madhyamik Routine 2022 সম্পর্কিত তথ্য :-
- Madhyamik এর পরীক্ষার্থীরা 15 Minutes’ সময় পবে Question Paper পড়ার জন্য।
- Shorthand এবং Typewriting এর Exam শুধুমাত্র Kolkata ও Siliguri তেই নেওয়া হবে।
- Needleworks ও Sewing Exam এর জন্য পরীক্ষার্থীরা 4 ঘন্টা 15 মিনিট।
- Music Vocal, Music Instrumental Theory, Computer Application Theory Exam এর জন্য পরীক্ষার্থীরা সময় পাবে 2 ঘন্টা 45 মিনিট।
- Vocational Subjects এর ক্ষেত্রে পরীক্ষার্থীরা হাতে সময় পাবে 1 ঘন্টা 45 মিনিট।
FAQ:-
1. Regular এবং Privet শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের Madhyamik Routine কি এক ?
2. কবে থেকে Madhyamik Exam 2022 শুরু হতে চলেছে ?
3. Madhyamik Exam 2022 কবে শেষ হতে চলেছে ?
4. Madhyamik Routine 2022 Official Website কি ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।