২০২৩ এ কবে হবে WBJEEB এর কোন পরীক্ষা সব জেনে নিন PDF সহ | WBJEEB Exam Calendar 2023 : WBJEE, ANM&GNM, JELET Exam Date & more!

WBJEE Board পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ Examination Conducting Organization যা প্রতিবছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের Exam গ্রহণ করে থাকে। পরীক্ষার্থীরা অনেকেই জানবে যে প্রতিবছর এই সংস্থা শুধু মাত্র WBJEE Exam ই গ্রহন করে না। এই Exam Board WBJEE এর পাশাপাশি গ্রহন করে ANM & GNM, JINPAS-UG, JELET,  JECA ইত্যাদি।

প্রতিবছর WBJEE এর পক্ষ থেকে সেই বছরে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ Exam Schedule এর সম্বন্ধে আগেই জনিয়ে দেয়। প্রতিবছরের মত এই বছরও WBJEE 2023 বছরের Exam Calendar Publish করেছে, যা অনুযায়ী  এই বছর WBJEEB এর সমস্ত Exam অনুষ্ঠিত হবে। আমরা আলোচনা করতে চলেছি এই বছরে Uoadted Exam Calendar এর সম্বন্ধে বিস্তারিত যা আপনার প্রয়োজনে পড়বে WBJEEB এর যেকোনো Competative Exam এর Preparation এর ক্ষেত্রে।

WBJEEB Exam Calendar 2023:-

WBJEEB Exam Calendar 2023 Related Links:-

WBJEEB Exam Calendar Official Notification Download Direct LinkClick Here
Official WebsiteClick Here
Google NewsFollow Us
Join Us on TelegramClick Here

FAQ:-

1. WBJEEB Official Website কোনটি?
ANS:- https://wbjeeb.nic.in/ 
2. WBJEE 2023 Exam Date কি?
ANS:-30/04/2023
3. ANM & GNM Exam 2023 কবে হতে চলেছে?
ANS:- 02/07/2023
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823