পরমাণু শক্তি বিভাগ বা Department of Atomic Energy তার Official Website এ Various Post এ কর্মী নিয়োগের জন্য যোগ্য আবেদনকারীদের আহ্বান জানিয়েছে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে, যোগ্য আবেদনকারীরা সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ে নিজের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। এই সম্বন্ধে বাকি তথ্য রইলো এই প্রতিবেদনে।
Department of Atomic Energy Recruitment 2023 Overview:-
Recruiting Organization | Department of Atomic Energy (DAE) |
Post Name | Various Post |
Vacancy | 124 |
Salary | 67,700 |
Job Location | All India |
Job Type | Central Govt. Jobs |
Last Date | 10/04/2023 |
Mode Of Application | Online |
Official Website | https://dae.gov.in/ |
Department of Atomic Energy Recruitment 2023 Important Dates:-
Department of Atomic Energy Recruitment 2023 Online Application Starting | 18/03/2023 |
Department of Atomic Energy Recruitment 2023 Online Application Closing | 10/04/2023 |
Department of Atomic Energy Recruitment 2023 Vacancy সংখ্যা:-
Post Name | Vacancy |
Chief Fire Officer | 01 |
Deputy Chief Fire Officer | 02 |
Technical Officer | 03 |
Station Officer | 07 |
Sub Officer | 28 |
Driver/Pump Operator/Fireman | 83 |
Total | 124 |
Department of Atomic Energy Recruitment 2023 Eligibility:-
Education Qualification:-
- Chief Fire Officer: আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Diploma/Degree অর্জন করতে হবে Fire Services এ।
- Deputy Chief Fire Officer: আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Diploma/Degree অর্জন করতে হবে Fire Services এ।
- Technical Officer: আবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Tech Degree অর্জন করতে হবে ।
- Station Officer: আআবেদনকারীদের যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Diploma/Degree অর্জন করতে হবে Fire Services এ।
- Sub Officer: আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সহ Sub Officer Course in Fire Services Degree অর্জন করতে হবে ।
- Driver/Pump Operator/Fireman: আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সহ HMV License + Fire Fighting Certificate থাকতে হবে ।
Department of Atomic Energy Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-
এক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স যথাক্রমে 40 তবে Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পেতে পারেন, এই বিষয়ে বিস্তারিত জানতে Download Section এ প্রদান করা Official Notification Link এ Click করুন ।
Department of Atomic Energy Recruitment 2023 Salary:-
Post Name | Salary in INR |
Chief Fire Officer | 67,700 |
Deputy Chief Fire Officer | 56,100 |
Technical Officer | 56,100 |
Station Officer | 47,600 |
Sub Officer | 35,400 |
Driver/Pump Operator/Fireman | 21,700 |
Department of Atomic Energy Recruitment 2023 Application Fee:-
আবেদনকারী কে প্রয়োজনীয় Application Fee Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে ।
Category | Application Fee in INR |
UR/ OBC/ EWS (CFO/ TO/ DCFO) | 500 |
UR/OBC/ EWS (SO) | 200 |
UR/OBC/ EWS (Driver etc.) | 100 |
ST/ SC /PwD/ ESM/ Female | Not Applicable |
Department of Atomic Energy Recruitment 2023 Application Process:-
এই Recruitment এর Application Process টি সম্পূর্ণ রূপে Online এর মাধ্যমে সম্ভব। নিম্নে Application Process সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
- যেই সব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তাদের সর্বপ্রথম ভিজিট করতে হবে DPS DAE এর Recruitment Portal
- পরের Page এর সামনে থাকা Recruitment Notice এর পাশে থাকা Click Here to Apply বাটনে Click করুন।
- পরবর্তী Page এ Recruitment সম্বন্ধিত সংক্ষিপ্ত ইতিহাস আসবে সেটি পড়ুন এবং পাশে থাকা Apply বাটনে ক্লিক করুন।
- প্রদান করুন আপনার Eligibility Criteria for Selected Job, Requisite Qualifications, Work Experience ইত্যাদি এবং Check Eligibility অপশনে ক্লিক করুন।
- যদি আপনি Eligible হয়ে থাকেন তাহলে তাহলে আপনি Next Page Access করতে পারবেন।
- সেই Page থেকে Application Fees প্রদান করুন ।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
Department of Atomic Energy Recruitment 2023 Selection Process:-
1) Written Exam, 2) Skill Test, 2) Document Verification, 3) Medical Examination এর মাধ্যমে এই Recruitment এর Application Process টি সম্পন্ন হবে।
Department of Atomic Energy Recruitment 2023 Important Links:-
Department of Atomic Energy Recruitment 2023 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us On Telegram | Click Here |
FAQ:-
1. Department of Atomic Energy Recruitment 2023 Official Website কোনটি?
2. Department of Atomic Energy Recruitment 2023 Vacancy সংখ্যা কত?
3. Department of Atomic Energy Recruitment 2023 Salary কত?
4. Department of Atomic Energy Recruitment 2023 Last Date কবে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।