Dombivli Nagari Sahakari (DNS) Bank মহারাষ্ট্রের এক শীর্ষস্থানীয় ব্যাংক যার Branch বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বর্তমান । সম্প্রতি এই সংস্থা Assistant Manager পদের জন্য Recruitment প্রকাশ করেছে। আবেদনকারী দের উদ্দেশ্যে জানিয়ে রাখি চাকরি পেলে আপনাদের Posting হবে মহারাষ্ট তেই। যদি এই Recruitment এর জন্য আবেদন করতে চান অবশ্যই সম্পন্ন আর্টিকেল টি পড়ুন।
DNS Bank Recruitment 2022 Important Dates:-
DNS Bank Recruitment 2022 Online Application Starting | 02/05/2022 |
DNS Bank Recruitment 2022 Online Application Closing | 23/05/2022 |
DNS Bank Recruitment 2022 Vacancy সংখ্যা :-
প্রাপ্ত Notice অনুসারে এই Recruitment এর মাধ্যমে 31 জন কে Assistant Manager পদে Recruit করা হবে।
DNS Bank Recruitment 2022 এর Eligibility:-
Educational Qualification:-
- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোন বিভাগে Graduation পাস করতে হবে।
- Computer System Operating ও সম্বন্ধিত প্রাথমিক ধারণা থাকতে হবে।
DNS Bank Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
যেসব আবেদনকারীরা আবেদন করতে চাইছেন এই Recruitment এর জন্য মাথায় রাখবেন আপনাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে 28 ও 21।
DNS Bank Recruitment 2022 Application Fees:-
প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
All | 800/- (Rs. 678/- + 18% GST) |
রেলওয়েতে হাজারেরও বেশি কর্মী নিয়োগ কয়েকদিনের মধ্যে শেষ হচ্ছে,কি করে আবেদন করবেন ?
DNS Bank Recruitment 2022 Application Process:-
DNS Bank Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব DNS Bank Recruitment 2022 এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- যেই সব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন অবশ্যই সর্বপ্রথম ভিসিট করুন Download Section এ প্রদান করা লিঙ্কে।
- Recruitment এর Page এ আপনি দুই টি Option পেয়ে যাবেন তার মধ্যে থেকে Click Here for New Registration এ ক্লিক করুন।
- প্রয়োজনীয় Details সহ সর্বপ্রথম Register করুন ।
- Register সম্পন্ন হয়ে গেলেন এখন আপনাকে Upload করতে হবে Photo ও Signature।
- Successfully Submit হয়ে গেলে আপনাকে পরের Section এ আপনার Additional Information প্রদান করতে হবে।
- সব তথ্য ঠিকঠাক প্রদান করা হয়ে গেলে একবার Submit বাটনে ক্লিক করে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা, যদি কিছু ভুল থাকে সে ঠিক করুন Edit অপশন থেকে।
- Application এর সে অর্ধে আপনি চলে এসেছেন এখন আপনাকে শুধুমাত্র প্রয়োজনীয় Application Fees প্রদান করতে হবে।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy ber5 করে Print Out ও করে নিতে পারবেন।
DNS Bank Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
- সাম্প্রতিক সময়ে তোলা Photograph .jpg/.jpeg ফরমেট এ
- Signature .jpg/.jpeg ফরমেট এ
শুরু হয়ে গেল SSC Phrase 10 এর মাধ্যমে কয়েক হাজারেরও বেশি পদে নিয়োগ, জানুন বিস্তারিত
DNS Bank Recruitment 2022 এর Important Links:-
DNS Bank Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. DNS Bank Recruitment 2022 Notification Download করবেন কিভাবে?
2. DNS Bank Recruitment 2022 কবে থেকে Start হবে?
3. DNS Bank Recruitment 2022 Application Last Date কি?
4. কত গুলো Vacancy তে নিয়োগ করা হবে DNS Bank Recruitment 2022 এর মাধ্যমে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।