Howrah ICDS Anganwadi Recruitment 2022 : Anganwadi ও Anganwadi সহায়িকার জন্য আবেদন চলবে আর মাত্র কয়েকদিন, জানুন বিস্তারিত!

গ্রাম বাংলার মা-বোনেদের কাছে ICDS তথা অঙ্গনওয়াড়ি ও Asha Recruitment অত্যন্ত জনপ্রিয়। যদিও Asha Recruitment ঠিকঠাকই বেরোচ্ছে কিন্তু সমস্যা একটাই যে নতুন বছর শুরু হওয়ার চার-পাঁচ মাস পরেও তেমন কোনো ICDS তথা অঙ্গনওয়াড়ি Recruitment বেরোয়নি। বিভিন্ন সময় বিভিন্ন জেলার আমাজন পারিনা আমাদের প্রশ্ন করেছিলেন লেটেস্ট আপডেট কি ICDS তথা অঙ্গনওয়াড়ি Recruitment এর? আপনাদের সকলের প্রশ্নের উত্তর আজ আমরা এই আর্টিকেলটি মাধ্যমে পেয়ে যাবেন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে হাওড়া জেলায় Anganwadi Recruitment 2022। প্রাপ্ত তথ্য অনুযায়ী শীঘ্রই পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তো শুরু হতে চলেছে এই Recruitment । তাই এই Recruitment সম্বন্ধে সঠিক আপডেট সঠিক সময়ে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করুন। 

Howrah Anganwadi Recruitment 2022 Important Dates:- 

Howrah Anganwadi Recruitment 2022 Offline Application Starting 27/04/2022
Howrah Anganwadi Recruitment 2022 Offline Application Closing 23/05/2022

38, 000এর ও বেশী গ্রাম সেবক নিয়োগ শুরু হয়ে গেছে India Post GDS Recruitment এর মাধ্যমে , জানুন বিস্তারিত

Howrah Anganwadi Recruitment 2022 Vacancy সংখ্যা:- 

প্রাপ্ত Official Notice অনুসারে Howrah জেলার উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে 10 জন ( UR-8, SC-1,ST-3, OBC-1, PWD-1) (Anganwadi কর্মী ও 38 জন (UR-17,SC-15,ST-1,OBC-12,PWD-1) Anganwadi সহায়িকা নিয়োগ করা হবে। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice এ।

Howrah Anganwadi Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:-

  • Anganwadi কর্মী এর জন্য যারা আবেদন করবেন তাদের ন্যূনতম Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে। আবেদনকারীর যদি কোন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তারা আবেদন করতে পারবে এই পদের জন্য।
  • Anganwadi সহায়িকা পদের জন্য যারা আবেদন করবেন তাদের Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ করলেই চলবে। আবেদনকারীর যদি কোন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তারা আবেদন করতে পারবে এই পদের জন্য।
  • উদ্বিগ্ন গ্রামের স্থায়ী বাসিন্দা যেখানে প্রার্থী আবেদন করেছিলেন তাকে সেখানে নিয়োগ করা হবে উভয় পদের জন্য ।

Howrah Anganwadi Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-

01/04/2022 এর হিসাব অনুযায়ী উভয় Post এর ক্ষেত্রে আযান কারী বয়স হতে হবে 18 থেকে 45 এর মধ্যে।

Howrah Anganwadi Recruitment 2022 Application Fees:-

কোনো রকমের Application Fees নেওয়া হবে না।

Madhymik পাসেই এখন Army Eastern Command এর কাজের সুযোগ পান, জানুন বিস্তারিত

Howrah Anganwadi Recruitment 2022 এর Application Process:-

  • Anganwari Recruitment এর জন্য আপনাকে Offline এ আবেদন করতে হবে।
  • সর্বপ্রথম Download সেকশন এ প্রদান করা Application Form টি Download করুন।
  • এইবার Form টির Print Out কপি বের করুন।
  • খুব ভালোভাবে সমস্ত তথ্য প্রদান করুন এবং সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি অ্যাটাচ করে ফর্ম টিকে একটি বড় খামে বন্ধ অবস্থায় সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক  উদয়নারায়ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প হাওড়া ঠিকানায় প্রদান করুন 23/05/2022 এর মধ্যে।

বিশেষ দ্রষ্টব্য:- আবেদন করার সময় আবেদনকারীরা দুটি তথ্য মাথায় রাখবেন যে i) একটি আবেদন পত্রের মাধ্যমে আবেদনকারী একটিমাত্র পদের জন্য আবেদন করতে পারবেন। ii) আবেদনপত্রের খামের উপর কোন পদের জন্য আবেদন করছেন তার সঠিক ভাবে উল্লেখ থাকা বাধ্যতামূলক এবং সঙ্গে আবেদনকারীর নাম এবং পঞ্চায়েতের নাম সহ সম্পূর্ণ ঠিকানা অবশ্যই লিখতে হবে নইলে আপনার আবেদনপত্র বাতিল হতে পারে।

Howrah Anganwadi Recruitment 2022 এ আবেদনের জন্য Important Documents:-

  • আবেদনকারীর বয়সের প্রমাণপত্র। (Birth Certificate/Madhyamik Admit Card)
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • আবেদনকারীর Caste Certificate (যদি থাকে)
  • আপনি যেই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা তার প্রমান পত্র (Voter Card/Ration Card)
  • আবেদনকারীর স্বাক্ষর করা সাম্প্রতিক সময়ে তোলা দুই কপি Passport Size Photo ।
  • আবেদনকারীর পরিচয় পত্র  যেমন- Marriage Certificate, Voter Card, Aadhar Card, Ration Card ইত্যাদি। বিধবা আবেদনকারীদের ক্ষেত্রে স্বামীর Death Certificate ও  আবেদনকারী Divorce প্রাপ্ত হয়ে থাকলে তার প্রমান পত্র।
  • আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা এবং সঙ্গে একটি ছয় টাকার ডাকটিকিট সম্বলিত একটি (10cm× 4cm) মাপের একটি খাম সঙ্গে প্রদান করতে হবে।

রেলওয়েতে হাজারেরও বেশি কর্মী নিয়োগ কয়েকদিনের মধ্যে শেষ হচ্ছে,কি করে আবেদন করবেন ?

Howrah Anganwadi Recruitment 2022 এর Selection Process:-

Anganwadi কর্মী ও সায়কা পদের জন্য প্রার্থীদের 90 নম্বরে Written Exam ও 10 নম্বরে Viva গ্রহণ করা হবে । যেসব পরীক্ষার্থীরা পাস করবেন1aতারাই একমাত্র যোগ্য Howrah Anganwadi Recruitment 2022 এর জন্য। নিম্নের যেসব বিষয়ে Exam গ্রহণ করা হবে তা উল্লেখ করা হলো চার্ট এর মাধ্যমে।

Section  Marks 
মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণীর মান) 15
পাটিগণিত (অষ্টম শ্রেণীর মান) 20
পুষ্টি জনসাস্থ মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন 15
ইংরেজি ভাষাজ্ঞান (প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান ভাষান্তর অনুবাদ) এবং (অষ্টম /নবম শ্রেণী মান) 20
সাধারণ জ্ঞান 20
Total 90

Howrah Anganwadi Recruitment 2022 এর Important Links:-

Howrah Anganwadi Recruitment 2022 Official Notice Download Link Click Here
Howrah Anganwadi Recruitment 2022  Application Form Download Link Click Here
Official Website Click Here
Google News Follow Us 

শুরু হয়ে গেল SSC Phrase 10 এর মাধ্যমে কয়েক হাজারেরও বেশি পদে নিয়োগ, জানুন বিস্তারিত

FAQ:-

1. Howrah Anganwadi Recruitment কবে থেকে শুরু হয়েছে ?
ANS:- 27/04/2022
2. Howrah Anganwadi Recruitment এর জন্য আবেদনের Last Date কি ?
ANS:- 23/05/2022
3. Howrah Anganwadi Recruitment Official Website কি ?
ANS:– https://howrah.gov.in/
4. Howrah Anganwadi Recruitment 2022 এর মাধ্যমে কতগুলো Vacancy তে নিয়োগ করা হবে?
ANS:- 48
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823