ITBP Head Constable Recruitment 2022 Notification for 248 Vacancy Eligibility, Last Date, Syllabus & more in Bengali!

ভারতবর্ষের প্রতিরক্ষা বাহিনীর গুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক বাহিনী হলো Indo Tibetan Border Police Force  বা ITBP  । Ministry of Home Affairs , Government of India এর অন্তর্গত এই প্রতিরক্ষা বাহিনীর মূল দায়িত্ব ঠিক BSF দের মতই। মূলত তিব্বত এবং তৎসংলগ্ন অঞ্চলে পাহারা তথা সুরক্ষার দায়িত্ব থাকে এই সংস্থার উপর এই। সম্প্রতি ITBP Head Constable পদের জন্য Recruitment প্রকাশ করেছে । তোমাদের মধ্যে যারা ভারতের অসুস্থ কেন্দ্রীয় বাহিনীতে যোগদান করতে চাও তারা অবশ্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে তোমাদের সমস্ত প্রশ্ন দূর হয়ে যাবে। আটিকে শুরুর আগে বলে রাখি কিছুদিন আগেই আমরা Delhi Police Constable, Constable Driver, BSF ও SRPF Armed Police এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি , ইসবগুলের আবেদন এখনো চলছে তোমরা চাইলে এই আর্টিকেল এগুলো দেখে জেনে নিতে পারো তুমি আবেদন করতে পারবে কিনা।

ITBP Head Constable Recruitment 2022 Important Dates:-

ITBP Head Constable Recruitment 2022 Online Application Starting 08/06/2022
ITBP Head Constable Recruitment 2022 Online Application Closing 07/07/2022

Delhi Police এ প্রচুর সংখ্যক Driver নিয়োগ শুরু হয়ে গেছে,কেমন করে আবেদন করবেন

ITBP Head Constable Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post UR OBC EWS SC ST Total
Head Constable Male (Direct) 55 24 14 22 20 135
Head Constable Female (Direct) 10 04 02 04 03 23
Head Constable LDCE 74     08 08 90
Total 139 28 16 34 31 248

ITBP Head Constable Recruitment 2022 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা নেপাল ও ভুটানের বাসিন্দা হলেও আবেদনকারীরা আবেদন করতে পারবে।

Educational Qualification:-

  • Head Constable Male (Direct):- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে এবং English ও Hindi Typing Test যথাক্রমে 35 WPM ও 30 WPM হতে হবে।
  • Head Constable Female (Direct):-আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে এবং English ও Hindi Typing Test যথাক্রমে 35 WPM ও 30 WPM হতে হবে।
  • Head Constable LDCE:- ITBPF Serving Personnel দের জন্য শুধুমাত্র।

ITBP Head Constable Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স Direct এর ক্ষেত্রে 25 বছর ও LDCE এর ক্ষেত্রে 35 বছর বয়স।

BSF এ যোগদানের সুবর্ণ সুযোগ আর কয়েকদিন মাত্র চলবে আবেদন প্রক্রিয়া

ITBP Head Constable Recruitment 2022 Salary:-

Pay Metrics Level 4 অনুসারে Salary প্রদান করা হবে। ন্যূনতম ও সর্বোচ্চ Salary প্রতি মাসে হতে পারে 25,500 থেকে 81100 পর্যন্ত।

ITBP Head Constable Recruitment 2022 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Category Application Fees in INR
General/ OBC (Male) 100
SC/ST/Women Candidate/Ex-Servicemen Not Applicable

ITBP Head Constable Recruitment 2022 Application Process:-

এই Recruitment এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব। নিম্নে প্রদান করার পদ্ধতি অবলম্বন করুন এই Recruitment এর জন্য আবেদন করার জন্য।

  • নীচে থাকা Download Section এ প্রদান করা লিঙ্কে ক্লিক করুন।
  • সর্বপ্রথম Homepage থেকে Online Registration বাটনে ক্লিক করুন।
  • Valid Email ID ও Mobile Number প্রদান করে সর্বপ্রথম Registration করুন।
  • প্রাপ্ত Details প্রদান করে Log In করুন এবং আপনার Personal Details প্রদান করুন।
  • সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা একবার মিলিয়ে নিন যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখন Submit বাটনে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় Application Fees এখন আপনাকে প্রদান করতে হবে।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের State Reserve Police Constable এ প্রচুর কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে জানুন বিস্তারিত

ITBP Head Constable Recruitment 2022 Selection Process:

সাত টি পর্যায়ে সম্পন্ন হবে ITBP Head Constable Recruitment 2022 এর আবেদন প্রক্রিয়া । যথা:-

  • Physical Efficiency Test (PET),
  • Physical Standards Test (PST),
  • Written Test,
  • Skill Test,
  • Documentation,
  • Detailed Medical Examination (DME),
  • Review Medical Examination (RME).

ITBP Head Constable Recruitment 2022 Important Links:-

ITBP Head Constable Recruitment 2022 Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us

শুরু হয়ে গেছে Delhi Police এ Head Constable পদে নিয়োগ , কেমন করে আবেদন করবেন?

FAQ:-

1. ITBP Head Constable Recruitment 2022 এর Application Starting Date কি?

ANS:- 08/06/2022

2. ITBP Head Constable Recruitment 2022 এর Application Last Date কি?

ANS:- 07/07/2022

3. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে ITBP Head Constable Recruitment 2022 এর মাধ্যমে?

ANS:- 248

4. ITBP Head Constable Recruitment 2022 Official Website কোনটি?

ANS:- https://itbpolice.nic.in

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *