আমরা আমাদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত বেশিরভাগ আর্টিকেল তৈরি করেছি Scholarship এর সমন্ধে । কয়েকটা Educational Loan এর সম্বন্ধে আমরা পূর্বে আলোচনা করেছি। আমরা জানি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে Education Loan খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আজ আমরা খুব গুরুত্বপূর্ণ Educational Loan JN Tata Endowment Loan Scholarship এর সম্বন্ধে বিস্তারিত তথ্য সমূহ জানতে চলেছি।
JN Tata Endowment Loan Scholarship কী ?
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শিক্ষার বিস্তার করার উদ্দেশ্যে এবং উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহায়তা প্রদান করতে ভারত সরকার সর্বদা সচেষ্ট। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায়শই দেখা যায় যে উচ্চ শিক্ষা লাভের ইচ্ছা থাকলেও কখনো কখনো শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারে না, পরিবারের অর্থাভাব মেটানোর জন্য ছাত্র-ছাত্রীদেরকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। ফলে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এই সমস্ত সমস্যা গুলি দূরীকরণের জন্য ভারত সরকার বিভিন্ন রকমের Scholarship কিংবা বিনা শুল্কে Lone প্রদানের ব্যবস্থা করেছে। ভারত সরকারের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ভারতবর্ষে কিছু বেসরকারি সংস্থা Scholarship প্রদানের উদ্যোগ নিয়েছে এবং বিনাশুল্কে Loan প্রদানেরও ব্যবস্থা করেছে। এ রকমই একটি বেসরকারি সংস্থা হল The J. N. Tata Endowment। এই বেসরকারি সংস্থা টি ভারত বর্ষ তথা ভারতবর্ষের বাইরে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদেরকে অতি অল্প সুদে শিক্ষামূলক ঋণ প্রদান করে থাকে।
JN Tata Endowment Loan Scholarship 2023 প্রদানের উদ্দেশ্য কী?
এই Lone প্রদানের প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা প্রদান করা। ছাত্র-ছাত্রীরা যদি ভারত বর্ষ তথা ভারতবর্ষের বাইরে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকারের উচ্চশিক্ষা বিষয়ক ডিগ্রী যেমন যেমন- Postgraduate/Doctoral/Postdoctoral/Research ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে চায় তবে তাদেরকে অতি অল্প সুদে Educational Loan প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
JN Tata Endowment Loan Scholarship 2023 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
45 বছরের নিচে যে সমস্ত শিক্ষার্থীরা ভারতবর্ষে অবস্থিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের Undergraduate অথবা Postgraduate Degree তে ভর্তি হবে তারা এই Loan এর জন্য আবেদন করতে পারবে। এছাড়া ভারতবর্ষের বাইরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের কোন Course এ ভর্তি হলে ছাত্র ছাত্রীরা এই Loan এর জন্য আবেদন করতে পারবে।
JN Tata Endowment Loan Scholarship 2023 Important Dates :-
J. N. Tata Endowment Loan Scholarship Application Starting Date | |
J. N. Tata Endowment Loan Scholarship Application Closing Date | 07/03/2023 |
JN Tata Endowment Loan Scholarship 2023 Selection Process:-
এই প্রকল্পের জন্য নির্বাচিত হওয়া সকল শিক্ষার্থীদের কাছে একটি অতি গৌরবের বিষয়। একমাত্র মেধাবী ছাত্র ছাত্রীরাই এই প্রকল্পের জন্য নির্বাচিত হতে পারবে। এই প্রকল্পের জন্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে কতগুলি ধাপ রয়েছে। যেমন –
- প্রথমে আবেদন পত্র গুলী প্রাথমিকভাবে একবার Screening করা হবে।
- এরপরে আবেদনকারীদের মধ্যে একটি Online Exam আয়োজন করা হবে।
- এরপরে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের Interview এর জন্য ডাকা হবে।
এই Interview পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা উত্তীর্ণ হবে তাদের এই শিক্ষামূলক Loan প্রকল্পে নির্বাচন করা হবে।
JN Tata Endowment Loan Scholarship 2023 Distribution Process:-
Loan এর জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সরাসরি তাদের ব্যাংক একাউন্টের মাধ্যমে এই Scholarship প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে সকল প্রার্থীদের একটি Active Bank Account থাকতে হবে এবং Aadhar Number অবশ্যই Bank Account সংযুক্ত থাকতে হবে।
JN Tata Endowment Loan Scholarship 2023 Scholarship Amount :-
ছাত্র-ছাত্রীদের Graduation Degree এর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সর্বনিম্ন 1 Lakh টাকা থেকে সর্বাধিক 10 Lakh টাকা পর্যন্ত Loan প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
JN Tata Endowment Loan Scholarship 2023 Eligibility:-
- প্রথমত একজন আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে।
- যে সমস্ত শিক্ষার্থীরা কোন একটি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation Degree এর কমপক্ষে এক বছর সম্পন্ন করেছেন অথবা যারা Graduation Degree এর চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রী তারা এই Educational Loan লোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
- যে সমস্ত শিক্ষার্থীরা ভারতবর্ষের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তারা যদি প্রথম বর্ষের পড়াশোনা শেষ করে দ্বিতীয় বর্ষে ভর্তি হন তবে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের Course টি যদি দুই বছরের Course হয় তবেই এই সুবিধাটি প্রযোজ্য।
- 30th June 2022 এর হিসেবে আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে।
- প্রার্থীদের স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রীতে কমপক্ষে 60% নম্বর অর্জন করতে হবে।
- শিক্ষার্থীরা যে Course এ ভর্তি হয়েছে সেই Course টি অবশ্যই একটি Graduation Degree Course (ভারতীয় পরিভাষায় স্নাতকোত্তর) হিসেবে স্বীকৃত হতে হবে।
JN Tata Endowment Loan Scholarship 2023 Application Process :-
- J.N Tata Endowment Loan Education এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। নিম্নে আমরা Buddy4Study এর মাধ্যমে এই Loan এর Application Process এর সম্বন্ধে আলোচনা করেছি।যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর আবেদনে ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন “https://www.buddy4study.com/page/jn-tata-endowment-loan-scholarship“
- লিংকে ক্লিক করলে JN Tata Endowment Loan Scholarship এর হোমপেজটি ওপেন হবে,
- এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
- Email/Mobile/Facebook/Gmail Account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID তৈরি করতে হবে এবং এই ID দিয়ে Scholarship এর জন্য Log In করতে হবে।
- এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
- ‘Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’ বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে। সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
JN Tata Endowment Loan Scholarship 2023 আবেদনের জন্য Important Documents:-
প্রাথমিক ভাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্পন্ন করার উদ্দেশ্যে একটি বিবৃতি এবং তাদের জন্য একটি সুপারিশ পত্র ছাড়া অন্য কোনো কিছুর দরকার নেই । এর পরবর্তীতে ইন্টারভিউ পরীক্ষার সময় যদি কোন ডকুমেন্ট এর প্রয়োজন হয় তবে JN Tata Endowment Loan Scholarship পরিচালন কমিটি তা জানিয়ে দেবে।
JN Tata Endowment Loan Scholarship 2023 Renewal :-
এই Loan প্রকল্পটি এককালীন সময়ে প্রদেয় একটি Educational Loan। যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের আগ্রহী কিন্তু পরিবারের অর্থাভাবের কারণে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের এককালীন সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত Loan প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এজন্য Renew করার কোন প্রয়োজন নেই।
JN Tata Endowment Loan Scholarship 2023 Contact Details:-
JN Tata Endowment Loan Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
- Phone – 022-6665 7774 / 7198 / 7681 (Monday to Friday – 10:00 AM to 6PM)
- Email – jnte@tatatrusts.org
FAQ:-
1. JN Tata Endowment Loan Scholarship এর সুদের হার কত ?
2. JN Tata Endowment Loan Scholarship Repay (পরিশোধের ) পদ্ধতি গুলি কী কী ?
3. যে সমস্ত শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি তারা কি আবেদন করতে পারবে ?
4. JN Tata Endowment Loan Scholarship Application Status কেমন করে দেখবেন ?
5. JN Tata Endowment Loan Scholarship এর জন্য আবেদনের Last Date কি ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।