Ministry of Defence Recruitment 2022 for 174 Vacancy Application Form, Salary, Eligibility more in Bengali!

Ministry of Defence ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ কারণ Ministry of Defence ই ভারতবর্ষের Defence Sector এর সম্বন্ধিত সবকিছু সামলে থাকে। সম্প্রতি ভারতবর্ষের Defence Sector Material Assistant, LDC, Fireman ইত্যাদি পদের জন্য Recruitment প্রকাশ করেছে। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা Ministry of Defence Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত।

Ministry of Defence Recruitment 2022 Important Dates:- 

Ministry of Defence Recruitment 2022 Online Application Starting 27/05/2022
Ministry of Defence Recruitment 2022 Online Application Closing 17/06/2022

Ministry of Defence Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post  Vacancy 
Material Assistant 03
Lower Division Clerk (LDC) 03
Fireman 14
Tradesman Mate 150
MTS (Gardener), MTS (Messenger) 03
Draughts man 01
Total 174

Ministry of Defence Recruitment 2022 Eligibility:- 

Educational Qualification:- 

  • Material Assistant:-  Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো বিভাগে Graduation পাস করতে হবে বা Material Management এ Diploma পাস করতে হবে বা Engineering এর যে কোনো বিভাগে Diploma পাস করতে হবে
  • Lower Division Clerk (LDC):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে।
  • Fireman:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে।
  • Tradesman Mate:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে।
  • MTS (Gardener), MTS (Messenger):-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে।
  • Draughts man:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে এবং সঙ্গে যেকোনো Recognise  Training Institutes থেকে Draughtsmanship (Civil) এ Diploma পাস করতে হবে।

Physical Measurement:- 

Fireman:- :- 

  • Height:- জুতো ছাড়া উচ্চতা হতে হবে 165 CMS
  • Chest :- বুক হতে হবে 81.5 CMS এবং ফুলিয়ে হতে হবে 85 CMS
  • Weight:- ওজন ন্যূনতম হতে হবে 50 KG

Ministry of Defence Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:- 

Material Assistant Post বাদে সব Post এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 এর মধ্যে। বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

Ministry of Defence Recruitment 2022 Salary:- 

Post  Salary in INR 
Material Assistant 29200
Lower Division Clerk (LDC) 19900
Fireman 19900
Tradesman Mate 18000
MTS (Gardener), MTS (Messenger) 18000
Draughts man 25500

Ministry of Defence Recruitment 2022 Application Fees:-

Not Applicable

Ministry of Defence Recruitment 2022 Application Process:- 

  • Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।
  • Notice টির Print Out কপি বের করুন।
  • Application Form টি পূরণ করুন প্রয়োজনীয় তথ্য সহকারে।
  • প্রয়োজন অনুসারে Documents Attach করুন Application Form এর সঙ্গে।
  • এখন Application Form টি পাঠিয়ে দিন Courier/Post/Speed Post এর মাধ্যমে নিম্নে প্রদান করা Address এ।

Address:- Central Rect Agency, HQ PH & HP (1) Sub Area, PIN-901207 C/o 56 APO

Ministry of Defence Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-

  • Education Qualification Certificate.
  • Date of Birth Certificate
  • Caste Certificate

Ministry of Defence Recruitment 2022 Selection Process:-

তিনটি পর্যায়ে সম্পূর্ণ হবে Ministry of Defence Recruitment 2022 যথা Written Exam, Skill Test  এবং Physical Test ।

Ministry of Defence Recruitment 2022 Important Links:- 

Ministry of Defence Recruitment 2022 Official Notice Download Link Click Here
Application Form Download Link Click Here
Official Website Click Here
Google News Follow Us 

FAQ:-

1. কবে থেকে Ministry of Defence Recruitment 2022 এর আবেদন শুরু হয়েছে?
ANS:- 27/05/2022
2. Ministry of Defence Recruitment 2022 আবেদনের Last Date কি?
ANS:- 17/06/2022
3. কত গুলো Vacancy তে নিয়োগ করা হবে Ministry of Defence Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 174
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823