NABARD Grade A Recruitment 2022 Notification, Eligibility, Vacancies, Exam Pattern and Application Process more in Bengali!

National Bank for Agriculture and Rural Development একটি Regulatory Body যা Regional Rural Bank কে Regulate করে থাকে। সম্প্রতি এই সংস্থা জন্য নিয়ে এসেছে অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এর Official Notice যার মাধ্যমে 170 জন Assistant Manager Grade A পদে নিয়োগ করা হবে, এই সমন্ধে বিস্তারিত জানার সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন এবং যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান।

NABARD Grade A Recruitment 2022 Overview:-

Recruiting Organisation National Bank for Agriculture and Rural Development
Post Name Assistant Manager Grade A
Vacancies 170
Salary .62,600
Job Location India
Last Date 07/08/2022
Mode of Application Online
Official Website https://www.nabard.org/

NABARD Grade A Recruitment 2022 Important Dates:-

NABARD Grade A 2022 Official Notification Releasing 12/07/2022
NABARD Grade A 2022  Online Application Starting 18/07/2022
NABARD Grade A 2022 Online Application Closing 07/08/2022
NABARD Grade A Prelims Admit Card  
NABARD Grade A Exam Date (RDBS/Rajbhasha)  
NABARD Grade A Mains Admit Card  
NABARD Grade A Mains Exam Date  

NABARD Grade A Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post  Vacancy 
Assistant Manager (RDBS) 161
Assistant Manager in Grade ‘A’ (Rajbhasha) 07
Assistant Manager in Grade ‘A’ (P & SS) 02
Total 170

NABARD Grade A Recruitment 2022 Eligibility:-

Nationality:–

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে Delhi Police Head Constable Recruitment এর জন্য।

Educational Qualification:-

এই Recruitment এর মাধ্যমে মোটামুটি দশ ধরনের Post এ নিয়োগ করা হবে। Basic Qualifications এ সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হলো এবং প্রতিটি Post সমন্ধিত বিস্তারিত Qualifications এ সম্বন্ধে আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।

  • আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম 60% মার্কস সহ যেকোনো বিভাগে Graduation পাস করতে হবে। SC/ST/PWD Category অন্তর্ভুক্ত আবেদনকারীদের 55% পেলেও চলবে।
  •  আবেদনকারীকে অবশ্যই Post Graduation Degree যেমন MBA//PGDM পাস করতে হবে 55% মার্কস সহ ।SC/ST/PWD Category অন্তর্ভুক্ত আবেদনকারীদের 50% পেলেও চলবে।
  • আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/CS/ICWA or Ph. D পাস করলেও আবেদন করতে পারবে।

NABARD Grade A Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 40 ও 21 বছর। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান5 করা Official Notice টি দেখুন।

Post  Lower Age  Upper Age
Assistant Manager in Grade ‘A’ (Rural Development Banking Service) 21 30
Assistant Manager in Grade ‘A’ (Rajbhasha Service) 21 30
Assistant Manager in Grade ‘A’ (Protocol & Security Service) 25 40

NABARD Grade A Recruitment 2022 Salary:- 

Basic Pay 28,150 টাকা, প্রতিমাসে
Payscale 28150-1550(4) -34350-1750(7) – 46600 –EB – 1750(4)- 53600-2000(1)-55600
Monthly Gross Salary .62,600/-

NABARD Grade A Recruitment 2022 Application Fees:- 

NABARD Grade A  এর জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Category  General  ST/SC/PWD
Grade A (RDBS & Rajbhasha) 800 150
Grade A (P & SS) 750 100

NABARD Grade A Recruitment 2022 Application Process:- 

  • সর্বপ্রথম ভিজিট করুন NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nabard.org/
  • Homepage এ আপনি পেয়ে যাবেন Career Notice এর অপশন।
  • আপনার সামনে চলে আসবে Active থাকা Recruitment টি, সেটির পাশে থাকা Apply Now বাটনে ক্লিক করুন।
  • সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
  • প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
  • Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
  • এখন আপনাকে Upload  করতে হবে Photograph ও Signature।
  • Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
  • এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য
  • Print Out কপি ও বের করে রাখতে পারেন।

NABARD Grade A Recruitment 2022 Exam Pattern:- 

NABARD Grade A Prelims Exam Pattern
SL No. Test Number of Qustions Maximum Marks Duration
1 Reasoning Ability 20 20 120 Minutes
2 English Language 40 40
3 Computer Knowledge 20 20
4 General Awareness 20 20
5 Quantitative Aptitude 20 20
6 Economic & Social Issues (with focus on Rural India) 40 40
7 Agriculture & Rural Development (with focus on Rural India) 40 40
Total 120 120

 

NABARD Grade A Mains Exam Pattern
Paper Subjects Type of Paper Total Marks Duration
1 General English Descriptive 100 90 Minutes
2 Varies According to the Post MCQ 100 90 Minutes

NABARD Grade A Recruitment 2022 Selection Process:- 

তিনটি পর্যায় সম্পন্ন হবে NABARD Grade A Recruitment 2022 এর Selection যথা:- Prelims Exam, Mains Exam ও Interview।

NABARD Grade A Recruitment 2022 Important Links:- 

NABARD Grade A Recruitment 2022 Official Notice Download Link Click Here 
Apply Now Click Here 
Google News Follow Us 
Join Us on Telegram Click Here 

FAQ:-

1. NABARD Grade A 2022 Notification কবে Release হয়েছে?

ANS:- 12/07/2022

2. NABARD Grade A 2022 Online Application কোন Website থেকে করা যাবে?

ANS:- https://www.nabard.org/

3. NABARD Grade A 2022 আবেদনের Last Date কী?

ANS:-07/08/2022

4. NABARD Grade A 2022 Fresh Application Starting Date কী?

ANS:-18/07/2022

5. NABARD Grade A2022 Notification Download করা যাবে কেমন করে?

ANS:- Download Section থেকে।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *