এখন 18 বছর এর কম বয়সী সব ছাত্র ছাত্রীরা পেতে পারে 1 Lakh টাকা পর্যন্ত! | Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Last Date, Eligibility, Process more!

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Bal Puraskar Scholarship 2023 in Bengali Pradhan Mantri Rashtriya Bal Puraskar Award

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2022 হল 18 বছরের কম বয়সী ভারতীয় শিশুদের জন্য ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি উদ্দোগ। শিশুদের উদ্ভাবন, শিক্ষাগত, খেলাধুলা, শিল্পকলা, সংস্কৃতি, সমাজসেবা, সঙ্গীত বা স্বীকৃতির যোগ্য অন্য কোনো ক্ষেত্রে তাদের যোগ্যতার জন্য এই পুরস্কার টি দেওয়া হবে। এছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শিশু কল্যাণের জন্য পুরস্কার প্রদান করা হয়।

Pradhan Mantri Rashtriya Bal Puraskar কি? 

  প্রতিটি শিশুই অনন্য সবার রয়েছে এক সুপ্ত প্রতিভা কখনো কখনো আর্থিক কারণে বা অন্য কোন কারণে এই প্রতিভা গুলি বিকসিত হতে পারে । এর অন্যতম মূল কারণ আর্থিক সংকট। বিগত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার এই সমস্যার কথা মাথায় রেখে একের পর এক প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে অন্যতম  Pradhan Mantri Rashtriya Bal Puraskar । Scholarship প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই  Scholarship বা পুরস্কারটি প্রদান করা হয় Ministry Of Women And Child Development Government Of India  এর পক্ষ থেকে এই Scholarship এর পক্ষ থেকে আবেদনকারীরা পেতে পারে 1,00,000 করে  বার্ষিক অনুদান। 

Pradhan Mantri Rashtriya Bal Puraskar এর উদ্দেশ্য কি? 

যদিও আমাদের শিশুদের মঙ্গল জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য, ভারতের সংবিধান দ্বারা বাধ্যতামূলক শিশুদের সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ এবং সহায়তা প্রদান করা দেশের দায়িত্ব । তাদের আশা আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের অর্জনকে পুরস্কৃত করতে হবে। 

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Important Date :-

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2022 Online Application Starting:  
Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2022 Online Application Closing 31/08/2022

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 এর জন্য কারা আবেদন করতে পারবে? 

ভারত সরকার শিশুদের তাদের ব্যতিক্রমী কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করে আসছে। উদ্ভাবন, শিক্ষা, খেলাধুলা, শিল্পকলা, সংস্কৃতি, সমাজসেবা, সঙ্গীত বা স্বীকৃতির যোগ্য অন্য কোনো ক্ষেত্রে তাদের যোগ্যতার জন্য শিশুদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শিশু কল্যাণের জন্য পুরস্কার প্রদান করা হয়। 

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Eligibility: –

Education Qualifications:- 

Bal Shakti Puraskar

  • যোগ্য আবেদনকারী কে অবশ্যই একজন ভারতে নাগরিক হতে হবে। 
  • বয়স (+5) বছরের ঊর্ধ্বে হতে হবে এবং বয়স 18 বছরের বেশি হবে না (সংশ্লিষ্ট বছরের 31শে আগস্ট)
  • উদ্ভাবন/সামাজিক পরিষেবা/স্কলাস্টিক/ক্রীড়া/শিল্প ও সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব রাখুন (দ্রষ্টব্য – সমাজের উপকার করে এমন অর্জনগুলিকে উৎসাহিত করা হবে।)

Bal Kalyan Puraskar – 

  • যোগ্য আবেদনকারী কে অবশ্যই একজন ভারতে নাগরিক হতে হবে। 
  • 18 বছর বা তার বেশি বয়সে পৌঁছেছেন (নিজস্ব বছরের 31শে আগস্ট)
  • নিম্নলিখিত ক্ষেত্রের মধ্যে একটি অসামান্য অবদান রেখেছেন এমন –

  1. শিশু কল্যাণ
  2. শিশু সুরক্ষা
  3. শিশু উন্নয়ন

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Amount/Benefits:-

  আবেদনকারি শিশুদের Course চলাকালীন প্রতিবছর 1লক্ষ টাকা প্রদান করা হবে।আশা রাখছি সরকার প্রদত্ত এই বৃওি দিয়ে প্রত্যেক টি মূলবান শিশু তাদের শিক্ষা ক্ষেত্রের যাবতীয় খরচ গুলি বহন করতে পারবে।  

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Application Process:-

  • প্রথমে আপনাকে Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2022 Link  এ ক্লিক করতে হবে। 
  • এর পর আপনাকে হোম পেজে ‘Apply’-এ ক্লিক করতে হবে।
  • এর পর নিজেকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফর্ম জমা দেওয়ার পরে, আপনার নিবন্ধিত ইমেল আইডিতে একটি নিশ্চিতকরণ লিঙ্ক পাঠানো হবে এবং আপনাকে লিঙ্কটিতে ক্লিক করে এটি সক্রিয় করতে হবে।
  • এখন আপনাকে ইমেইল আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে এবং সাবমিট এ ক্লিক করতে হবে।
  • Login করার পরে আপনাকে অ্যাপ্লাই ফর অ্যাওয়ার্ডে ক্লিক করতে হবে এবং তারপর বিভাগগুলি দেখুন।
  • এর পরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনপত্র পূরণ করুন এবং জমা দিন।
  • আবেদনপত্র সঠিকভাবে জমা দেওয়ার পরে আবেদন নম্বর সহ স্বীকৃতি স্লিপ তৈরি করা হবে।
  • আবেদনকারী আবেদন জমা দেওয়ার সময় এবং চূড়ান্ত নির্বাচনের সময় SMS এর মাধ্যমে জানতে পারবে । 

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Renewal:-

এই Scholarship টি এককালীন প্রদেয় । Result Release এর কিছুদিনের মধ্যে আবেদনকারীর সাথে যোগাযোগ করে তার নিজস্ব Bank Account এ Scholarship এর টাকা প্রদান করা হবে। একটা কথা মাথায় রাখবেন এই Scholarship টি এককালীন প্রদেয় Renewal এর কোনো ব্যবস্থা নেই।

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Bank Account সম্বন্ধিত Details:-

Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি  Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকে।

Pradhan Mantri Rashtriya Bal Puraskar Contact Details:-

Ministry of Women & Child Development

Government of India

Dr. Rajendra Prasad Road,Shastri Bhawan

New Delhi -110001

Phone Number – (011)-23388506

Helpdesk Email ID : [email protected] 

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Important Links:-

Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2023 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us
Join Us on Telegram Click Here

 FAQ:- 

1. Bal Puraskar টি কী? 

ANS:- প্রধানমন্ত্রী কতৃক ভারতবর্ষের দরিদ্র Background  এর সমস্ত মূলবান শিশুদের  কৃতিত্বের জন্য আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য ।

2. Bal Puraskar টি কাদের জন্য? 

ANS:- ভারতবর্ষের মূল্যবান শিশুদের জন্য যারা সেই আর্থিক দিকে দুর্বল ।

3. Bal Puraskar  এর  Online Application Last Date কবে? 

ANS:- 31/08/2022 

4.  Bal Puraskar এর অফিসিয়াল ওয়েবসাইট কোনটি? 

ANS:- https://nca-wcd.nic.in/ 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *