The Raja Ramanna Centre for Advanced Technology বা (RRCAT) ভারত সরকারের কেন্দ্র সরকারের অন্তর্গত অতি গুরুত্বপূর্ণ সংস্থা যার প্রধান কাজ Non Nuclear Front Line RD Related কাজ। চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই সংস্থা টি কেন্দ্র সরকার এর Department of Atomic Energy এর অন্তর্গত। সম্প্রতি এই সংস্থা শতাধিক পদে যখন নিয়োগ এর জন্য নিয়ে এসেছে Recruitment Notice, বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।
RRCAT Apprentice Recruitment 2022 Overview:-
Recruiting Organization | The Raja Ramanna Centre for Advanced Technology |
Post Name | Trade Apprentice |
Vacancies | 113 |
Salary | 11600 |
Job Location | All India |
Last Date | 17/08/2022 |
Mode of Application | Online |
Official Website | https://www.rrcat.gov.in/ |
RRCAT Apprentice Recruitment 2022 Important Dates:-
RRCAT Apprentice Recruitment 2022 Online Application Starting | 01/08/2022 |
RRCAT Apprentice Recruitment 2022 Online Application Closing | 17/08/2022 |
RRCAT Apprentice Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Official Notice অনুসারে এই Recruitment এর মাধ্যমে 113 জন কে Trade Apprentice পদে নিয়োগ করা হবে। Post ভিত্তিক Recruitment এর বিন্যাস জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Post | Trade |
Welder (Gas & Electric) | 03 |
Fitter | 15 |
Machinist | 06 |
Turner | 08 |
Draughtsman (Mech.) | 06 |
Mechanic Refrigeration and Air Conditioning | 04 |
Electrician | 10 |
Electronics Mechanic / Instrument Mechanic/ Mechanic Consumer Electronics/ Mechanic Industrial Electronics/ Mechanic Power Electronics | 15 |
Electroplater | 03 |
COPA | 03 |
Plumber | 02 |
Surveyor | 01 |
Mason | 01 |
Carpenter | 01 |
Secretarial Assistant | 14 |
Draughtsman (Civil) | 01 |
Data Entry Operator | 15 |
Driver/ Mechanic (Light Motor Vehicle) | 04 |
Pump Operator/ Mechanic | 01 |
Total | 113 |
RRCAT Apprentice Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস সহ সংশ্লিষ্ট Trade এ ITI Degree অর্জন করতে হবে।
RRCAT Apprentice Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
Official Notice অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 22 এর মধ্যে।
RRCAT Apprentice Recruitment 2022 Salary:-
প্রতিমাসে Salary বাবদ 11300 টাকা প্রদান করা হবে।
RRCAT Apprentice Recruitment 2022 Application Fees:-
Not Applicable
RRCAT Apprentice Recruitment 2022 Application Process:-
এই Recruitment এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব। নিম্নে প্রদান করার পদ্ধতি অবলম্বন করুন এই Recruitment এর জন্য আবেদন করার জন্য।
- The Raja Ramanna Centre for Advanced Technology এর Official Website ভিসিট করুন।
- Homepage এ থাকা Recruitment Section এ ক্লিক করুন।
- পরের Page এ আপনি পেয়ে যাবেন “ENGAGEMENT OF APPRENTICES 2022 অপশন টি , সেটিতে ক্লিক করুন।
- সমস্ত Details ও Terms and Conditions একবার ভালো ভাবে পড়ে নিন এবং I Accept বাটনে ক্লিক করুন।
- নীচের দিকে থাকা Apply Online বাটনে ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী Documents আপলোড করুন।
- পরের Page এ আপনার সামনে আসবে Application Form সেটি অতি যত্ন সহকারে পূরণ করুন। এবং সঙ্গে থাকা Next বাটনে ক্লিক করুন।
- একবার মিলিয়ে নিন সমস্ত তথ্য ঠিক থাক প্রদান করেছেন কিনা , ঠিক থাকলে Save and Submit বাটনে ক্লিক করুন।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
RRCAT Apprentice Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-
- আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Passport Size Photo
- আবেদনকারীর Signature
- আবেদনকারীর Aadhar Card বা PAN Card
RRCAT Apprentice Recruitment 2022 Selection Process:-
Qualification এর ভিত্তিতে Merit List প্রস্তুত ও Documents Verification এর মাধ্যমে সম্পূর্ন হবে এই Recruitment এর Selection।
RRCAT Apprentice Recruitment 2022 Important Links:-
RRCAT Apprentice Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
RRCAT Apprentice Recruitment 2022 এর Application Starting Date কি?
RRCAT Apprentice Recruitment 2022 এর Application Last Date কি?
3. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে RRCAT Apprentice Recruitment 2022 এর মাধ্যমে?
4. RRCAT Apprentice Recruitment 2022 Official Website কোনটি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।