Sonu Sood Free CA Coaching Scholarship 2022-23 : Now Get Free Coaching and Placement on CA Course !

যেসব ছাত্র ছাত্রীরা Commerce বিভাগ বেছে নেন Madhyamik এর পর তাদের মধ্যে অনেকেরই ইচ্ছা থাকে CA Degree সম্পন্ন করা। কিন্তু এই Couese  সম্পন্ন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক সমস্যা। এই সমস্যার নিবারণ এর মাধ্যমে প্রার্থীদের স্বপ্নপূরণের উদ্দেশ্যে প্রখ্যাত বলিউড অভিনেতা নিয়ে এসেছে Sonu Sood Free CA Coaching Scholarship। যদি আপনি ভবিষ্যতে Chartered Accountant (CA) হতে চান তাহলে এই আর্টিকেলটি অবশ্যই পড়ুন আশা করি আপনার  সাহায্য হবে ।

Sonu Sood Free CA Coaching Scholarship কী ?

 Sonu Sood Free CA Coaching Scholarship হলো Sood Charity Foundation (SCF) একটি অন্যতম উদ্যোগ যেখানে Commerce বিষয়ের স্নাতকোত্তর  ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কর্ম জীবনে উন্নতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং Internship এর সুযোগ প্রদান করা হয়। যে সমস্ত শিক্ষার্থীরা Chartered Accountant Foundation অথবা CPT পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং Commerce বিষয়ে স্নাতক পাস করেছে তাদের Chartered Accountant পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। Sood Charity Foundation এর সাথে ICAI এর অধীনস্থ Western Indian Regional Council (WIRC) এবং Media Chutney একত্রে সংযোজিত হয়ে এই অন্যতম উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পের জন্য নির্বাচিত ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি একটি প্লেসমেন্ট প্রোগ্রামও প্রদান করা হবে যা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবে।

Sonu Sood Free CA Coaching Scholarship প্রদানের উদ্দেশ্য কী?

এই বিনামূল্যে কোচিং প্রোগ্রাম এর প্রধান উদ্দেশ্য হলো Commerce বিষয়ে পড়াশোনা করা ছাত্র ছাত্রীদের একটি উচ্চমানের প্রশিক্ষণ এবং Internship এর সুযোগ প্রদান করা যাতে তারা বাণিজ্যিক পড়াশোনায় সাফল্য অর্জন করতে পারে এবং নিজেদের ভবিষ্যত জীবন সুদৃঢ়  করতে পারে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Sonu Sood Free CA Coaching Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

ভারতবর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা Chartered Accountant Foundation অথবা CPT পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং Commerce বিষয়ে স্নাতক পাস করেছে তারা এই  Scholarship তথা বিনামূল্যে প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

Sonu Sood Free CA Coaching Scholarship এর Important Dates :-

Sonu Sood Free CA Coaching Scholarship Online Application Starting *
Sonu Sood Free CA Coaching Scholarship Online Application Closing 31/03/2022

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Sonu Sood Free CA Coaching Scholarship এর Selection Process:-

এই প্রকল্পের জন্য উপযুক্ত প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ WIRC এবং SCF নিজস্ব নিয়ম নীতি অনুসারে হবে।

Sonu Sood Free CA Coaching Scholarship এর Benefit  :-

  • নির্বাচিত শিক্ষার্থীদের WIRC-এর Train Earn Learn Program এর অধীনে CA ফার্মগুলির সাথে Internship এর  জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
  • TEL প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণ শেষ করার পরে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য একটি প্লেসমেন্ট প্রোগ্রাম প্রদান করা হবে।
  • CA পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি অনলাইন কোচিং এর ব্যবস্থা করা। তবে যেকোনো পরীক্ষার প্রথমবারের প্রচেষ্টার জন্যই শুধুমাত্র এই অনলাইন কোচিং প্রদান করা হবে।

Sonu Sood Free CA Coaching Scholarship এর Eligibility:-

  • Scholarship এর জন্য যোগ্য হতে গেলে একজন শিক্ষার্থীকে Chartered Accountant Foundation অথবা CPT সম্পন্ন করতে হবে

অথবা

  • Commerce বিষয়ে Graduation Degree তে পড়াশোনা করতে হবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Sonu Sood Free CA Coaching Scholarship এর Application Process:-

  • এই কোচিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য প্রথমে নিম্নে প্রদত্ত লিংকটি তে ক্লিক করুন – ” https://soodcharityfoundation.org
  • এবারে Sonu Sood Free CA Coaching Scholarship এর আবেদনের জন্য একটি গুগোল ফর্ম আসবে।
  • এই Form টি ভালো ভাবে পূরণ করুন,
  • Form টি পূরণ করা হয়ে গেলে Submit করুন,

Sonu Sood Free CA Coaching Scholarship এর Renewal:-

এই Scholarship এর ক্ষেত্রে Scholarship তথা প্রশিক্ষণ প্রোগ্রামটি Renew  করার কোন প্রয়োজন নেই। যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা CA ফার্মগুলির সাথে Internship এর জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি একটি প্লেসমেন্ট প্রোগ্রাম গ্রহণ করতে পারবে।

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Sonu Sood Free CA Coaching Scholarship এর Bank Account Details :-

যেহেতু এই প্রকল্পের মাধ্যমে কোন প্রকার নগদ টাকা শিক্ষার্থীদের হাতে প্রদান করা হবে না তাই Bank Account Number এর  কোন প্রয়োজন হবে না।

Sonu Sood Free CA Coaching Scholarship এর Contact Details :-

এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

Sood Charity Foundation

Email – [email protected]

Sonu Sood Free CA Coaching Scholarship এর Terms and Conditions:-

  • এই প্রকল্পের মাধ্যমে কোন প্রকার নগদ টাকা প্রদান করা হবে না। নির্বাচিত শিক্ষার্থীদের শুধুমাত্র প্রশিক্ষণ, কোচিং এবং প্লেসমেন্টের সুবিধা প্রদান করা হবে।
  • এই বিনামূল্যে কোচিং প্রক্রিয়াটি সম্পন্ন অনলাইন মাধ্যমে হবে।
  • এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য WIRC মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া-র বিভিন্ন এলাকা কভার করবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তাদের WIRC এর নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে।
  • যোগ্য প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ WIRC এবং SCF এর অধীনে রয়েছে। কোচিং প্রোগ্রাম সম্পর্কে আগ্রহ না থাকলে, কোন প্রকার সুযোগের অপব্যবহার করলে, প্রকল্পের গাইডলাইন গুলি অনুসরণ না করলে কিংবা অন্য যে কোন প্রকার অসদাচরণের ক্ষেত্রে প্রার্থীদের বাতিল করার অধিকার WIRC এবং SCF এর আছে।
  • প্রকল্পের জন্য আবেদন করা মানেই প্রকল্পের জন্য নির্বাচিত হওয়া নয়, এবং আবেদন করা প্রার্থীদের কোন প্রকার চিঠি বা চুক্তি পত্র প্রদান করা হবে না।
  • এই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে কোন প্রকার বিবাদ ঘটলে তা মুম্বাই আদালতের এক্তিয়ারের মধ্যে পড়বে।

CSIR Young Scientist Awards 2022: Now get 25 Lakh, Learn More

FAQ:-

1. Sonu Sood Free CA Coaching Scholarship আবেদনের Last Date কি?

ANS:-22/03/2022

2. Sonu Sood Free CA Coaching Scholarship প্রদান করে কোন সংস্থা?

ANS:-Sonu Sood Foundation

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *