ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে Assam Rifles অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতি বিষম পরিস্থিতিতে বহুবার Assam Rifles দেশের প্রতিরক্ষা কর্তব্য পালন করেছে গর্বের সঙ্গে। Assam Rifles এর ঐতিহাসিক সেনাবাহিনী ভারতবর্ষে খুব কমই রয়েছে। সম্প্রতি Assam Rifles প্রচুর Vacancy এর জন্য Recruitment প্রকাশ করেছে । তুমি যদি সত্যি সত্যি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করতে চাও তাহলে এই Recruitment টি ভুলেও হাতছাড়া করো না, এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার গুলিতে এবং কমেন্ট সেকশনে জানাও।
Assam Rifles Recruitment 2022 Important Dates:-
Assam Rifles Recruitment 2022 Official Notice Download | 22/04/2022 |
Assam Rifles Recruitment 2022 Online Application Starting | 06/04/2022 |
Assam Rifles Recruitment 2022 Online Application Closing | 20/07/2022 |
Assam Rifles Recruitment 2022 Rally | 01/09/2022 |
Hindustan Petroleum Corporation এ Graduation পাসেই কাজের সুযোগ
Assam Rifles Recruitment 2022 এর Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Bridge & Road (Male & Female) | 17 |
Clerk (Male & Female) | 287 |
Religious Teacher | 09 |
Operator Radio and Line | 729 |
Radio Mechanic | 72 |
Armourer | 48 |
Lab Assistant | 13 |
Nursing Assistant | 100 |
Veterinary Field Assistant | 10 |
Aya (Paramedical) | 15 |
Washerman | 80 |
শুরু হয়ে গেছে Punjab National Bank এ প্রচুর কর্মী নিয়োগ আর মাত্র কয়েক দিন চলবে!
Rifles Meritorious Sportspersons Quota | ||
Sports | Male Vacancy | Female Vacancy |
Football | 10 | 10 |
Boxing | 11 | 10 |
Rowing | 08 | 10 |
Archery | 09 | 06 |
Cross Country | 10 | – |
Athletics | 10 | – |
Polo | 4 | 6 |
Total | 104 |
Assam Rifles Recruitment 2022 এর Eligibility:-
Nationality:-
আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Bank of India তে আবেদন শুরু হয়ে গেছে , সুযোগ হাতছাড়া করবেন না
Educational Qualification :-
- Bridge & Road (Male & Female):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyamik সহ Civil Engineering for Bridge এ Diploma পাস করতে হবে।
- Clerk (Male & Female):-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস সহ English Typing ও Hindi Typing Speed যথাক্রমে অন্ততপক্ষে 35 WPM ও 30 WPM হতে পারে।
- Religious Teacher:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Graduation পাস করতে হবে Related Topics এ।
- Operator Radio and Line:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyamik পাস করতে হবে এবং Relevant Trade এ ITI পাস করতে হবে বা Higher Secondary পাস সহ Non Medical Degree পাস করতে হবে।
- Radio Mechanic:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyamik পাস করতে হবে এবং সঙ্গে Related Field এ Diploma পাস করতে হবে অথবা Higher Secondary পাস সহ Non Medical Degree থাকলেও আপনি আবেদন করতে পারবেন।
- Armourer:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Lab Assistant:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Nursing Assistant:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Veterinary Field Assistant:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary সহ VeterinaryScience এ Diploma পাস করতে হবে।
- Aya (Paramedical):- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Washerman:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
UPSC এর মাধ্যমে SSB,BSF,CISF যোগদানের সুবর্ণ সুযোগ, জানুন বিস্তারিত
Assam Rifles Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
Post | Age Limit |
Bridge & Road (Male & Female) | 18 থেকে 23 এর মধ্যে |
Clerk (Male & Female) | 18 থেকে 25 এর মধ্যে |
Religious Teacher | 18 থেকে 25 এর মধ্যে |
Operator Radio and Line | 18 থেকে 25 এর মধ্যে |
Radio Mechanic | 18 থেকে 25 এর মধ্যে |
Armourer | 18 থেকে 23 এর মধ্যে |
Lab Assistant | 18 থেকে 23 এর মধ্যে |
Nursing Assistant | 18 থেকে 23 এর মধ্যে |
Veterinary Field Assistant | 18 থেকে 25 এর মধ্যে |
Aya (Paramedical) | 18 থেকে 23 এর মধ্যে |
Washerman | 18 থেকে 25 এর মধ্যে |
Assam Rifles Recruitment 2022 এর Application Fees:-
Category | Application Fees in INR |
Group B | 200 |
Group C | 100 |
ST/SC/PWD/Woman | Not Applicable |
মাধ্যমিক পাসেই এখন পেয়ে যান কেন্দ্রীয় সরকারের চাকরি সুবর্ণ সুযোগ
Assam Rifles Recruitment 2022 এর Salary:-
Range অনুযায়ী Salary ভিন্ন হবে । তাও আপনার Salary শুরু হতে পারে 18,000 থেকে এবং 69,100 এর মধ্যে। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।
Assam Rifles Recruitment 2022 Application Process:-
Assam Rifles Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব Assam Rifles এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন BOI Recruitment 2022 এর Official Website https://www.assamrifles.gov.in/
- Homepage এই পেয়ে যাবেন Recruitment অপশন সেটিতে ক্লিক করুন।
- যেই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তার পাশে থাকা APPLY NOW বাটনে ক্লিক করুন।
- আপনার সামনে এখন দুইটি অপশন আসবে তার মধ্যে থেকে সর্বপ্রথম Apply Now বাটনে ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করুন এবং Save বাটনে ক্লিক করুন।
- যদি প্রদান করা তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি Edit বাটনে ক্লিক করে Edit করতে পারবেন এবং প্রয়োজনে View বাটনে ক্লিক করে দেখে নিন সম্পূর্ণ Application Form।
- প্রয়োজন অনুযায়ী Important Documents গুলি Upload করুন।
- এখন Finally Preview বাটনে ক্লিক করে যাচাই করে নিন।
- আপনার সামনে Submit বাটন আসবে সেটিতে ক্লিক করুন। এখন আপনার Application Process সম্পন্ন হয়েছে।
সরকারি ব্যাংকে নিয়োগ শুরু হয়ে গেছে Salary 6 Lakh পর্যন্ত, হাতছাড়া করবেন না সুযোগ
Assam Rifles Recruitment 2022 Selection Process:-
Assam Rifles Recruitment 2022 এর জন্য Selection মূলত তিন টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) Physical Efficiency Test (PET), 2) Written Examination ও 3) Medical Examination
Assam Rifles Recruitment 2022 Important Links:-
Assam Rifles Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Goa Shipyard এ ITI পাসে প্রচুর কর্মী নিয়োগ , Salary 80000 পর্যন্ত
FAQ:-
1. Assam Rifles Recruitment 2022 কবে থেকে Start হবে ?
2. Assam Rifles Recruitment 2022 Application Last Date কি?
Assam Rifles Recruitment 2022 Official Website কি?
Assam Rifles Recruitment 2022 PDF Download Link কোনটি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।