Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER), Puducherry একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান যার ভিত্তি স্থাপন করা হয়েছিল 1823 সালে French Government দ্বারা। পরবর্তীকালে ভারত সরকার অধিগ্রহণের পর এই সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হয় Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research বা JIPMER । বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি Medical জগতের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্থ এই সংস্থাটি শতাধিক পদের জন্য Recruitment Notice জারি করেছে , বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের আর্টিকেল একবার সম্পূর্ণ পড়েনি এবং সমস্যা হলে আমাদের জানান কমেন্ট সেকশনে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে।
JIPMER Recruitment 2022 Overview:-
Recruiting Organization |
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research |
Post Name |
Various Group B & C |
Vacancies |
139 |
Salary |
44,990 |
Job Location |
Puducherry |
Last Date |
08/08/2022 |
Mode of Application |
Online |
Official Website |
www.jipmer.edu.in |
JIPMER Recruitment 2022 Important Dates:-
JIPMER Recruitment 2022 Online Application Starting |
21/07/2022 |
JIPMER Recruitment 2022 Online Application Closing |
11/08/2022 |
Hall Ticket Download Starting |
25/08/2022 |
Exam |
04/09/2022 |
JIPMER Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Group B Vacancies |
Post |
Code |
UR |
OBC |
EWS |
SC |
ST |
Total |
Nursing Officer(Cancelled) |
112022 |
52 |
20 |
13 |
10 |
11 |
106 |
Medical Laboratory Technologist |
122022 |
02 |
|
02 |
01 |
07 |
12 |
Junior Engineer (Civil) |
132022 |
01 |
|
|
|
|
1 |
Junior Engineer (Electrical) |
142022 |
01 |
|
|
|
|
01 |
Technical Assistant in NTTC |
152022 |
01 |
|
|
|
|
01 |
Total |
57 |
20 |
15 |
11 |
18 |
121 |
Group C Vacancies |
Post |
Code |
UR |
OBC |
EWS |
SC |
ST |
Total |
Dental Mechanic |
162022 |
01 |
|
|
|
|
01 |
Anaesthesia Technician |
172022 |
01 |
|
|
|
|
01 |
Stenographer Grade-II |
182022 |
05 |
|
01 |
01 |
|
07 |
Junior Administrative Assistant |
192022 |
07 |
02 |
|
03 |
01 |
13 |
Total |
14 |
02 |
01 |
04 |
01 |
22 |
JIPMER Recruitment 2022 Eligibility:-
Group B:-
- Nursing Officer(Cancelled):- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে General Nursing এ Diploma বা Degree পাস করতে হবে।
- Medical Laboratory Technologist:-স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ Medical Laboratory Science এ Bachelor Degree পাস করতে হবে।
- Junior Engineer (Civil):- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ Graduate পাস করতে হবে এবং সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Junior Engineer (Electrical):– স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical Engineering এ Graduate পাস করতে হবে এবং সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Technical Assistant in NTTC:- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical বা Electronics এ যেকোন Degree পাস করতে হবে এবং সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Group C:-
- Dental Mechanic:- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Science Steam এ Higher Secondary পাস সহ দুই বছরের Dental Mechanic Degree পাস করতে হবে এবং সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Anaesthesia Technician:-স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Science Steam এ Higher Secondary পাস সহ দুই বছরের Anaesthesia Technology তে Degree পাস করতে হবে এবং সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Stenographer Grade-II:-স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে এবং সঙ্গে Typing Speed 10 Minutes এ 80 WPM হতে হবে।
- Junior Administrative Assistant:-স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে এবং সঙ্গে English 35 WPM ও Hindi তে 30 WPM হতে হবে।
JIPMER Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
Group B Vacancies |
Medical Laboratory Technologist |
18 থেকে 30 এর মধ্যে |
Junior Engineer (Civil) |
18 থেকে 30 এর মধ্যে |
Junior Engineer (Electrical) |
18 থেকে 30 এর মধ্যে |
Technical Assistant in NTTC |
18 থেকে 35 এর মধ্যে |
Group C Vacancies |
Dental Mechanic |
18 থেকে 30 এর মধ্যে |
Anaesthesia Technician |
18 থেকে 30 এর মধ্যে |
Stenographer Grade-II |
18 থেকে 27 এর মধ্যে |
Junior Administrative Assistant |
18 থেকে 30 এর মধ্যে |
JIPMER Recruitment 2022 Salary:-
Group B Vacancies |
Medical Laboratory Technologist |
Pay Level 6 অনুযায়ী আবেদনকারীর Salary হবে 35400 থেকে |
Junior Engineer (Civil) |
Junior Engineer (Electrical) |
Technical Assistant in NTTC |
Group C Vacancies |
Dental Mechanic |
Pay Level 4 অনুযায়ী আবেদনকারীর Salary হবে 25,500 থেকে |
Anaesthesia Technician |
Stenographer Grade-II |
Junior Administrative Assistant |
Pay Level 2 অনুযায়ী আবেদনকারীর Salary হবে 19,900 থেকে |
JIPMER Recruitment 2022 Application Fees:-
JIPMER Recruitment এর জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category |
Application Fees in INR |
UR/OBC/EWS |
1500+ Additional Charges |
SC/ST |
1200+ Additional Charges |
PwD |
Not Applicable |
JIPMER Recruitment 2022 Application Process:-
এই Recruitment এর জন্য একমাত্র Online মাধ্যমিক সম্ভব নিম্নে Application Process এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- Download Section থেকে Application Link এ ক্লিক করুন বা JIPMER এর Official Website থেকে Application Link এ ক্লিক করুন।
- Homepage থেকে Latest Announcement Section এ যান এবং Jobs Section এ ক্লিক করুন।
- Direct Recruitment of Various Gr.B & C Posts in JIPMER , Puducherry মধ্যে থাকা Apply Online Link এ ক্লিক করুন।
- সমস্ত তথ্য একবার পুনরায় জেনে নিন এবং Scroll Down করে Click Here to Proceed অপশনে ক্লিক করুন।
- Personal Details, Contact Details, Permanent Address Details প্রদান করুন ও নতুন Password Set করুন।
- সবশেষে আপনাকে প্রদান করতে হবে Security Pin এবং Submit বাটনে ক্লিক করুন।
- প্রাপ্ত Details প্রদান করে Log In করুন।
- প্রয়োজনীয় Documents গুলি Upload করুন।
- Pay করুন আপনার Application Fees।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
JIPMER Recruitment 2022 Selection Process:-
Group B Posts |
Subjects |
Questions |
Marks |
Duration |
Post Related Topics |
70 |
70 |
90 minutes |
General Knowledge |
30 |
30 |
Total |
100 |
100 |
Group C Dental Mechanic and Anaesthesia Technician Posts |
Subjects |
Questions |
Marks |
Duration |
Post Related Topics |
70 |
70 |
90 minutes |
General Knowledge |
30 |
30 |
Total |
100 |
100 |
Stenographer Grade-II and Junior Administrative Assistant |
Subjects |
Questions |
Marks |
Duration |
General Intelligence & Reasoning |
25 |
25 |
90 minutes |
Numerical Aptitude |
25 |
25 |
General English |
25 |
25 |
General Awareness |
25 |
25 |
Total |
100 |
100 |
JIPMER Recruitment 2022 Important Links:-
FAQ:-
1. JIPMER Recruitment 2022 Official Website কি?
ANS:- https://jipmer.edu.in/
2. JIPMER Recruitment 2022এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 21/07/2022
3. JIPMER Recruitment 2022 Apply Online Last Date কি?
ANS:- 11/08/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে JIPMER Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 139
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।