Scholarship মানেই মেধাবী ছাত্র-ছাত্রীদের তাদের মেধার মূল্য নির্ধারণ করা এবং তাদেরকে আর্থিক সাহায্য করা। ভারতবর্ষের অনেক সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য Scholarship এর ব্যবস্থা করা হয়। এরকমই একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত Scholarship হল Kind Scholarship for Meritorious Students । এই Scholarship টি প্রদান করে Buddy4Study India Foundation।
Kind Circle Meritorious Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
ক্লাস 9th থেকে 12th পর্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীরা, Graduation Degree তে পাঠরত কিংবা Vocational Course এ পড়াশোনা করছে এমন ছাত্রছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Kind Circle Meritorious Scholarship এর Important Dates :-
Application Starting Date and Time | July 1, 2019 |
Application Closing Date and Time | September 30, 2019 |
Kind Circle Meritorious Scholarship এর Selection Process :-
স্কুল (9th থেকে 12th ), কলেজ (Graduation) এবং Vocational শিক্ষার্থীদের জন্য হল Kind Scholarship for Meritorious Students 2021। নির্বাচনের সময় একটি টেলিফোনিক সাক্ষাৎকারও নেওয়া হয়। এই Scholarship সম্পর্কে যেকোনো ধরনের সাহায্যের জন্য, আপনি যে কোনো সময় এই ফোন নম্বরে কল করতে পারেন, +918527484563।
Kind Circle Meritorious Scholarship এর Scholarship Amount :-
Course ভিত্তিক প্রদেয় অর্থের পরিমাণ:-
- ক্লাস 9th থেকে 12th পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক 6000থেকে 12000 টাকা পর্যন্ত।
- Graduation Course এ পাঠরত ছাত্র দের জন্য সর্বাধিক 12000 টাকা প্রতি বছরে।
- এবং Vocational Course বা Engineering Course পাঠরত ছাত্র ছাত্রীরা বছরে সর্বাধিক 18000 টাকা করে পাবে।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount Last Date?
Kind Circle Meritorious Scholarship এর Eligibility Criteria:-
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে শেষ পরীক্ষায় অন্তত 60% নম্বর নিয়ে পাশ করতে হবে।
- আবেদনকারীর বয়স 20 বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 4Lakh টাকার কম হতে হবে।
Kind Circle Meritorious Scholarship এর Application Process :-
- Kind Circle Merit Scholarship এর জন্য আবেদন Online পদ্ধতিতে করা যাবে। আবেদনের জন্য প্রথমে Buddy4Study India Foundation এর নিজস্ব ওয়েব সাইট com এ যেতে হবে। সেখানে ছাত্র-ছাত্রীদের নিজস্ব Email ID দিয়ে নিজেদের নামে একটি Account তৈরি করতে হবে।
- এরপরে আবেদনকারীদের Email ID তে তাদের ID এবং Password দিয়ে দেওয়া হবে। এরপর START APPLICATION অপশনে ক্লিক করতে হবে।
- Application Form এ প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে Form টি পূরণ করতে হবে। আবেদনকারীর ছবি এবং সই JPG ফরমেটে আপলোড করতে হবে।
- এরপর নিম্নলিখিত Documents গুলি স্ক্যান করে Upload করতে হবে ।
- Character Certificate
- স্কুল-কলেজের Certificate।
- বয়সের প্রমাণপত্র হিসেবে Madhyamik Admit Card / Aadhar Card / Pan Card ।
- পরিবারের Annual Income Certificate ।
- একটি সরকারি বৈধ পরিচয় পত্র।
- শেষ যে পরীক্ষায় পাশ করেছে তার Marksheet।
- এরপর সম্পূর্ণ ফর্ম টি ভালো করে দেখে নিয়ে তারপর ‘SUBMIT’ বাটনে ক্লিক করতে হবে।
- ফরমটি Submit হয়ে গেলে আবেদনকারীদের Email এ একটি Application Code পাঠিয়ে দেওয়া হবে। এই Code এর মাধ্যমে পরবর্তীতে আবেদনকারীরা তাদের আবেদনপত্র চেক করতে পারবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Kind Circle Meritorious Scholarship এর Terms & Conditions:-
- নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনকারীদের Form Fill Up করে ফেলতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণ Form টি ভালো ভাবে পূরণ করতে হবে। ফরমের কোন ঘর ফাঁকা থাকলে আবেদনপত্র বাতিল করা হবে।
- শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্র ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারে।
- আবেদনকারীদের অবশ্যই 60% নম্বর নিয়ে শেষ পরীক্ষায় পাশ করতে হবে।
Nabanna Scholarship (নবান্ন বৃত্তি 2021-2022) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
FAQ :-
1. কোন সংস্থা Kind Circle Scholarship প্রদান করে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।