এমন অনেক আছেন যারা গবেষণামূলক কাজ কর্ম করতে চান । এই স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থনৈতিক সমস্যা। এই সমস্যা সমাধানে জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে Lady Tata Memorial Trust যা গবেষক দের উদ্দেশ্যেসুবিধার্থে নিয়ে এসেছে Lady Tata Trust Young Researcher Award।
Lady Tata Trust Young Researcher Award কী ?
Lady Tata Trust Young Researcher Award হল সেই সমস্ত শিক্ষার্থী তথা গবেষকদের জন্য যারা জীবন বিজ্ঞানে অসামান্য ট্র্যাক রেকর্ড সহকারে ভারতীয় বিজ্ঞানীদের দলে নিজেদের অন্তর্ভুক্ত করতে পেরেছে। যে সমস্ত শিক্ষার্থীরা Biological Science বিষয়ে Ph.D Degree সম্পন্ন করেছে কিংবা Medical Sciences বিষয়ে Master Degree সম্পন্ন করেছে এবং ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত গবেষণার কাজে নিজেদের নিযুক্ত করতে চায় মূলত তাদের গবেষণা সংক্রান্ত খরচ বহনের জন্যই এই Scholarship প্রকল্পের উদ্ভাবন করা হয়েছে। Scholarship এর মাধ্যমে প্রদেয় অর্থ, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি তথ্য গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Lady Tata Trust Young Researcher Award প্রদানের উদ্দেশ্য কী?
Lady Tata Trust Young Researcher Award এর লক্ষ্য হল জীববিজ্ঞানে অসামান্য ট্র্যাক রেকর্ড রয়েছে এমন তরুণ ভারতীয় বিজ্ঞানীদের পুরস্কৃত করা। যারা মানব রোগ সম্পর্কিত প্রধান সমস্যাগুলির উদ্ভাবনী সমাধান এবং উচ্চ-মানের গবেষণার সম্ভাবনার প্রতি গভীর প্রতিশ্রুতি সরকারে যারা কাজ করবে তাদের গবেষণার কাজে প্রভূত সাহায্য করবে এই Scholarship।
Lady Tata Trust Young Researcher Award এর জন্য কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত শিক্ষার্থীরা Biological Science বিষয়ে Ph.D Degree সম্পন্ন করেছে কিংবা Medical Sciences বিষয়ে Master Degree সম্পন্ন করেছে এবং গবেষক হিসেবে নতুন কিছু প্রকাশনা করেছে এবং এর সাথে সাথে উন্নয়ন কিংবা গবেষণামূলক কাজে নিযুক্ত রয়েছে তারা সকলে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Lady Tata Trust Young Researcher Award এর Important Dates :-
Lady Tata Trust Young Researcher Award Online Application Starting Date | 31/12/2021 |
Lady Tata Trust Young Researcher Award Online Application Closing Date | 15/01/2022 |
Lady Tata Trust Young Researcher Awards Announcement Date | 30/09/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Lady Tata Trust Young Researcher Award এর Selection Process:-
- প্রথমে Scholarship বিশেষজ্ঞ কমিটি Online এবং Offline এ জমা করা , Application Form গুলী ভালোভাবে যাচাই করবেন এবং যোগ্য প্রার্থীদের নাম গুলি আলাদা একটি তালিকার অন্তর্ভুক্ত করবেন।
- এরপরই এই তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে একটি Interview নেওয়া হবে। এই Interview পরীক্ষার উপর ভিত্তি করে Scholarship কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।
Lady Tata Trust Young Researcher Award এর Distribution Process:-
Scholarship এর জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এ Scholarship এর টাকা গুলি প্রদান করা হবে।
Lady Tata Trust Young Researcher Award এর Scholarship Amount :-
যে সমস্ত শিক্ষার্থী তথা গবেষকরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবেন তারা প্রত্যেক মাসে 25000 টাকা করে Scholarship পাবে। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় বর্ষে প্রত্যেক শিক্ষার্থী 10 Lakh টাকা করে, তৃতীয় এবং চতুর্থ বর্ষে প্রতিবছর 7 Lakh টাকা করে এবং পঞ্চম বর্ষে 5 Lakh টাকা Scholarship পাবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Lady Tata Trust Young Researcher Award এর Eligibility:-
- এই Scholarship এর জন্য আবেদন করতে হলে প্রথমত একজন আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে।
- Biological Science বিষয়ে Ph.D Degree থাকতে হবে অথবা Medical Sciences বিষয়ে Master Degree থাকতে হবে অথবা Biotechnology বিষয়ে সমমানের কোন Degree অর্জন করতে হবে।
- Ph.D Degree সম্পন্ন করার পর নির্দিষ্ট কোনো একটি স্থানে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ভারতবর্ষের কোন একটি বিশ্ববিদ্যালয় বা সংস্থা তে রেগুলার পদে থাকতে হবে।
- আবেদনকারীকে উন্নয়ন কিংবা গবেষণার কাজে নিযুক্ত থাকতে হবে এবং ভারতবর্ষের একজন স্বাধীন গবেষক হিসেবে নতুন কিছু প্রকাশনা করতে হবে।
- একজন আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে (31 শে মার্চ 2022 এর হিসেবে)।
Lady Tata Trust Young Researcher Award এর Application Process:-
- যে সমস্ত প্রার্থীদের Scholarship পেতে ইচ্ছুক তারা নিম্নে প্রদান করা লিংকে ক্লিক করুন – “https://ladytatatrust.tatatrusts.org/StaticPageIndia/Awards/8 “
- শিক্ষার্থীদের নাম Register করার জন্য একটি Form আসবে, সঠিক তথ্য সরকারে এই Form টি পূরণ করে শিক্ষার্থীদের প্রথমে নিজেদের নামগুলি পোর্টালে Register করতে হবে।
- এরপরে আবেদনের জন্য আরো একটি Form আসবে, সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক ভাবে প্রদান করে এই Application Form পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় কিছু Documents পোর্টালে আপলোড করতে হবে।
- এরপরে Form টি Submit করতে হবে এবং এই Form এর একটি কপি Print করে নিতে হবে।
- এবারে আপলোড করা Documents গুলি সহকারে এই Form টি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে -The Secretary, Lady Tata Memorial Trust, Bombay House, 24 Homi Mody Street Mumbai 400 001
- Application Form গুলি পাঠানোর সময় 1 December, 2021 থেকে শুরু হচ্ছে এবং 15 January ,2022 পর্যন্ত Application Form গুলো পাঠানো যাবে।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Lady Tata Trust Young Researcher Award এর Important Documents:-
আবেদনের সময় যে সমস্ত Documents গুলো আপলোড করতে হবে সেগুলি হল
- প্রার্থীদের গবেষণার পেপার
- শিক্ষাগত শংসাপত্র
- CV
- একটি সুপারিশ পত্র
Lady Tata Trust Young Researcher Award এর Renewal :-
Scholarship Renew করার কোন পদ্ধতি Scholarship কর্তৃপক্ষ উল্লেখ করেনি। যে সমস্ত গবেষকরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তারা তাদের Course সম্পন্ন হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেক বছর এই Scholarship পাবে।
Lady Tata Trust Young Researcher Award এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
সাধারণভাবে এই Scholarship এর সময়কাল তিন বছর পর্যন্ত হতে পারে অর্থাৎ নির্বাচিত প্রত্যেক প্রার্থীরা তিন বছর ধরে এই Scholarship পেতে থাকবে। তবে ট্রাস্টের বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা ভিত্তিতে এই Scholarship আরো দুই বছরের জন্য দীর্ঘায়িত করা যেতে পারে।
PG Indira Gandhi Single Girl Child Scholarship (2021-22) এর মাধ্যমে এখন সহজেই পেয়ে যান 72000 টাকা
Lady Tata Trust Young Researcher Award এর Bank Account সম্বন্ধিত Details:-
- ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে একটি Active Bank Account থাকতে হবে।
- Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকতে হবে।
- ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট এমন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হতে হবে যেখানে Electronic Clearing System (ECS) বা Core Banking এর সুবিধা রয়েছে।
Lady Tata Trust Young Researcher Award এর Terms and Conditions :-
- সকল আবেদনকারীকে Online এ Application Form টি সাবধানে পূরণ করতে হবে, ভুল তথ্য সরকারে আবেদন করলে অথবা তত্ত্বের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে Application Form গ্রহণ করা হবে না।
- নির্ধারিত সময়ের পূর্বেই সকলকে Application Form জমা করতে হবে।
- আবেদনের পূর্বে সকলকে Scholarship সংক্রান্ত সমস্ত বিষয় গুলি ভালোভাবে জেনে নিয়ে তবেই আবেদন করতে হবে।
- যে কোনো রকমের অসদাচরণ, তর্ক, ভুল তথ্য প্রচার (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে), ইত্যাদি শিক্ষার্থীদের অযোগ্য প্রমান করতে পারে।
- সাধারণভাবে এই Scholarship এর সময়কাল তিন বছর পর্যন্ত হতে পারে অর্থাৎ নির্বাচিত প্রত্যেক প্রার্থীরা তিন বছর ধরে এই Scholarship পেতে থাকবে। তবে ট্রাস্টের বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা ভিত্তিতে এই Scholarship আরো দুই বছরের জন্য দীর্ঘায়িত করা যেতে পারে।
National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) 2021-22 Application Process ও অন্যান্য তথ্য
Lady Tata Trust Young Researcher Award এর Contact Details:-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Bombay House
24, Homi Mody Street, Fort
Mumbai – 400001
Maharashtra
India
Phone: 02266657697
Email: rdhanrao@tatatrusts.org
Shiksha Ki Udaan Scholarship Program Reward, Benefit, Application Process, Last Date, Eligibility !
FAQ:-
Lady Tata Trust Young Researcher Award 2022 -23 আবেদনের Last Date কি?
Lady Tata Fellowship 2022 এর Scholarship Amount কবে প্রদান করা হবে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।