Inlaks Scholarship 2022 : Apply Online, Benefits, Eligibility, Deadline more in Bengali!

বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভারতীয় ছাত্র ছাত্রীদের অর্থ  সাহায্যের প্রয়োজন কোনো নতুন নয়। বেশকিছু সংস্থা রয়েছে যারা প্রদান করে থাকে Scholarship বিদেশে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য। এ রকমই এক Scholarship প্রদানকারী সংস্থা হল  Inlaks Shivdasani Foundation যা 1976 সাল থেকে Scholarship প্রদান করে আসছে। এই Scholarship এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা Top Rated American ,UK, European Union এর অন্তর্গত University তে Full Time Regular Course এ পড়ার সুযোগ পাবে। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।

Inlaks Scholarship কী?

Inlaks Shivdasani Foundation ভারতীয় শিক্ষার্থীদের জন্য এক অন্যতম প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। যে সমস্ত শিক্ষার্থীরা ইউরোপীয় এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর Degree বা Doctorate Degree অর্জন করতে ইচ্ছুক তাদের Degree Course এর সম্পূর্ণ Tution Fees এবং অন্যান্য খরচ গুলি প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে Inlaks Shivdasani Foundation। Inlaks Scholarship নামে নতুন একটি Scholarship শুরু করেছে Inlaks Shivdasani Foundation। নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত Tution Fees এবং অন্যান্য সমস্ত খরচ পেয়ে যাবে এই Scholarship এর মাধ্যমে। Scholarship এর জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন USD 100,000 প্রদান করা হবে Inlaks Scholarship এর মাধ্যমে।

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date ?

Inlaks Scholarship প্রদান এর উদ্দেশ্য কী?

একাধিক উদ্দেশ্যকে সামনে রেখে Inlaks Shivdasani Foundation এই Inlaks Scholarship প্রদানের ব্যবস্থা করেছে, যেমন –

  • ভারতীয় যুবক যুবতীদের উচ্চশিক্ষা অর্জনের আগ্রহী করে তোলা,।
  • যে সমস্ত শিক্ষার্থীরা ইউরোপের এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় থেকে Doctorate Degree অর্জন করতে চায় তাদের আর্থিক সহায়তা করা।
  • ভারতীয় যুবকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার আগ্রহ জাগিয়ে তোলা, এবং তাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা।

Inlaks Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবে?

যে সমস্ত ভারতীয় ছাত্র-ছাত্রীরা ভারতবর্ষের কোন সরকার স্বীকৃত মহাবিদ্যালয় থেকে স্নাতক স্তরের Degree অর্জন করার পরে ভারতবর্ষের বাইরে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর Degree , Doctorate Degree এর জন্য ভর্তি হবে তারা সকলেই এই Scholarship জন্য আবেদন করতে পারবে। তবে যে সমস্ত ভারতীয় ছাত্ররা ভারতবর্ষের বাইরের দেশের কোন এর কলেজ থেকে স্নাতক Degree অর্জন করেছে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।

Inlaks Scholarship এর Important Dates:-

Inlaks Scholarship Online Application Starting 15/02/2022
Inlaks Scholarship Online Application Closing 30/03/2022

Inlaks Scholarship এর Selection Process:-

  • প্রথমে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা গুলি বিচার করা হবে এবং উপযুক্ত প্রার্থীদের নামগুলি একটি আলাদা তালিকাভুক্ত করা হবে।
  • এরপরে এই সমস্ত প্রার্থীদের Interview পরীক্ষার জন্য ডাকা হবে।
  • এই Interview পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের পুনরায় চূড়ান্ত পর্যায়ের আরেকটি Interview এর জন্য Short List করা হবে।
  • শুধুমাত্র অতীত এবং বর্তমানের পারফরমেন্সের উপর নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা উপরেও ভিত্তি করে তাদের যাচাই করণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে যে সমস্ত শিক্ষার্থীরা Art এবং Design (fine/performing arts) বিষয়ে আগ্রহী রয়েছে তাদের প্রাথমিক পর্যায়ের Documents Verification এর মাধ্যমে অর্থাৎ Application From  এবং প্রদত্ত Documents গুলির উপর ভিত্তি করেই Scholarship এর জন্য নির্বাচন করা হবে।

Ishwar Chandra Vidyasagar Scholarship 2022 : Apply Online, Form Download in PDF, Eligibility, Last Dates & More in

 Inlaks Scholarship এর Distribution Process:-

যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে, সরাসরি তাদের নিজস্ব Bank Account এ এই Scholarship এর টাকা প্রদান করা হবে।

Inlaks Scholarship এর Scholarship Amount:-

যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য নির্বাচিত হবে তারা এককালীন USD 100,000  Scholarship গ্রহণ করার সুযোগ পাবে। যার মূল্য বর্তমানে ভারতীয় টাকায় দাঁড়ায় 7590280.00 টাকা। এই পরিমাণ টাকা দিয়ে শিক্ষার্থীরা তাদের কলেজের Tution Fees তো চালাতে পারবেই, এর সাথে সাথে প্রতিদিনের সম্পূর্ণ জীবন যাত্রার খরচ, যাতায়াতের খরচ এবং চিকিৎসা সংক্রান্ত খাতেও খরচ করতে পারবে।

Inlaks Scholarship এর Eligibility :-

  • আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে। যারা বিগত ছয় মাস ধরে ভারতবর্ষে বসবাস করছেন তারাও এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন।
  • ভারত সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম সারিতে Degree অর্জন করতে হবে।
  • আবেদনের সময় সংশ্লিষ্ট কলেজে নির্দিষ্ট একটি Regular Course এ ভর্তি নিশ্চিত করতে হবে।
  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Sciences, Humanities, Law, Fine Arts, Architecture এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 65% নম্বর অর্জন করতে হবে।
  • এছাড়াও Mathematics, Sciences, Environment এবং সংশ্লিষ্ট অন্য বিষয়ে কমপক্ষে 70 % নম্বর অর্জন করতে হবে এবং এর সাথে সাথে CGPA 7.2, GPA 2.8 থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স সর্বাধিক 30 বছর পর্যন্ত হতে পারে।
  • মনে রাখবেন Business and Finance, Computer Science, Engineering, Fashion Design, Film and Film Animation, Hospitality and Tourism, Indian Studies without Contemporary Relevance, Management Studies (i.e. MBA), Medicine,Dentistry, Music, Public Health Course এ পাঠরত ছাত্র ছাত্রী রা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন না।

Inlaks Scholarship এর Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করতে হবে- https://www.inlaksfoundation.org/scholarships/how-to-apply/
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID তৈরি করতে হবে এবং এই ID দিয়ে Scholarship এর জন্য Log In করতে হবে।
  • এবারে Inlaks Scholarship এর হোমপেজটি ওপেন হবে,
  • এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে Application Fees টি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলি Scan করে Portal এ আপলোড করতে হবে।
  • ‘Terms and Conditions’ Accept করে নিতে হবে এবং ‘Preview’ বাটনে ক্লিক করে সমস্ত Form টি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

রূপশ্রী প্রকল্প 2022 : Online Apply, Application Form, Status , Amount, Eligibility & More in Bengali !

Inlaks Scholarship এর Important Documents:-

  • আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Photo ।
  • আবেদনকারীর সমস্ত Academic Qualifications সংক্রান্ত প্রমাণপত্র।
  • Fees Recipient।
  • আবেদনকারীর Resume ।
  • Reference Letter (যদি থাকে)
  • আবেদনকারীর Identity Proof যেমন:- Aadhar Card, Voter Card, Bank Account, Pan Card ইত্যাদি।

Inlaks Scholarship এর Application Instruction :-

  • মার্ক যুক্ত অপশন গুলি Fill Up করা বাধ্যতামূলক ।
  • Application Form Submission এর পর আপনি Form আর Edit করতে পারবেন না ।
  • Application Form Fill Up করার পর আপনি যখন Form টি Submit করবেন , কিছুটা সময় লাগতে পারে Form Submission এর জন্য , তাই অপেক্ষা করুন Submission হওয়া পর্যন্ত।
  • Application Form Submission এর পর Reference হিসেবে এক Receiving Mail পাবে। মোটামুটি সাত দিন লাগতে পারে Reference Mail পেতে। তার মানে যদি আপনি Application 30 March এ Submit করেন সেক্ষেত্রে আপনি Reference Mail পেতে পারেন 6 April এর মধ্যে।
  • Living Allowance Foundation Guidelines হিসাবে Auto Generated হবে।
  • আবেদনকারী দের সমস্ত  তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে, নইলে Application Form বাতিল হয়ে যাবে।
  • Architecture, Fine Art, Applied Art Subject এ পাঠরত ছাত্র-ছাত্রীদের Portfolio PDF ফরমেটে পাঠাতে হবে।
  • Film Documentary, Dance, Theatre,Music (Western Classical Vocal) এ পাঠরত ছাত্র-ছাত্রীদের Performance Hyper Link এর মাধ্যমে পাঠাতে হবে।
  • Application Form Submission এর পর আপনি Verified Email ID তে Confirmation Email পাবেন।
  • Online Application Form Submission এর পর কোনো তথ্য যদি ভুল প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার Register Email ID থেকে ভুল হওয়া Part এর Screen Shot তোলা ছবি Email এ প্রদান করতে হবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী) 2022 : Log In, Scholarship Amount, Status Check, Last Date, Eligibility & More in Bengali !

Inlaks Scholarship এর Renewal:-

এই Scholarship এর  ক্ষেত্রে Scholarship Renew করার কোন প্রয়োজন পড়বে না। এই Scholarship এককালীন প্রদেয় একটি Scholarship । যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর   জন্য নির্বাচিত হবে তারা এককালীন Scholarship পাবে যা দিয়ে তারা তাদের সম্পূর্ণ Tution Fees  চালাতে পারবে এবং এর পাশাপাশি প্রাত্যহিক জীবনযাপনের খরচ, মেডিকেল খরচ এবং যাতায়াতের খরচ চালাতে পারবে।

Inlaks Scholarship এর টাকা কখন (Duration) প্রদান করা হয় ?

এই Scholarship একটি এককালীন প্রদেয় Scholarship । শিক্ষার্থীদের সমস্ত যোগ্যতা বিচার করার পরেই Scholarship প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের Degree Course এর সম্পূর্ণ সময়ে এই Scholarship এর টাকা কলেজের Tution Fees,  যাতায়াতের খরচ, প্রাত্যহিক জীবনের খরচ ইত্যাদি ব্যবহার করতে পারবে।

Inlaks Scholarship এর Bank Account সম্বন্ধিত Details :-

এই Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Active Bank Account থাকতে হবে। মাথায় রাখবেন আপনার Bank Account যেনো SWIFT System এর অন্তর্গত হয়।

Inlaks Scholarship এর Terms and Conditions :-

  • আবেদন করতে গেলে একজন প্রার্থীর অবশ্যই একটি Valid Passport থাকতে হবে।
  • Scholarship প্রদানের নূন্যতম 9 মাসের মধ্যে টাকা ব্যবহার না করলে Scholarship প্রদানকারী সংস্থা এই টাকা বাজেয়াপ্ত করতে পারে।
  • Course চলাকালীন কোন শিক্ষার্থী Field Trip  এর জন্য ভারতে যেতে পারবেনা।
  • Educational Qualification এবং Family Annual Income এর পরিস্থিতি উল্লেখ না করলে অনলাইনে Application Form বৈধ বলে গ্রহন করা হবে না।
  • একজন শিক্ষার্থী কেবলমাত্র একবার Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
  • Scholarship এর  জন্য আবেদন করার পূর্বে শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি বিশ্ববিদ্যালয় একটি Regular Course এ ভর্তি নিশ্চিত করতে হবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা 2022-23 শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রতীক্ষার তালিকায় রয়েছেন তাদের 2022 শিক্ষাবর্ষে ভর্তির একটি বৈধ Offer Letter থাকতে হবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশের কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর Degree  অর্জন করেছেন তারা Scholarship এর   জন্য আবেদন করতে পারবেন না।
  • এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর Degree তে পড়াশোনা শুরু করেছেন তারাও Scholarship এর  জন্য যোগ্য নন।

Inlaks Scholarship এর Contact Details:-

Inlaks Scholarship এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে ।

Email: info@inlaksfoundation.org

OASIS Scholarship 2022 Last Date, Status Check, Apply Online, Renewal & More in Bengali !

FAQ:-

1. Inlaks Scholarship Last Date কি?
ANS:- 30/03/2022
2.Inlaks Scholarship কি Privet Scholarship ?
ANS:- হ্যাঁ, এই Scholarship একটি বেসরকারি সংস্থা পরিচালিত Scholarship । Inlaks Shivdasani Foundation নামক একটি বেসরকারি সংস্থা এই Scholarship Process পরিচালনা করে।
3. Inlaks Scholarship এর জন্য কি যোগ্যতা অর্জন করতে হবে ?
ANS:- এই Scholarship এর জন্য আবেদন করতে গেলে একজন শিক্ষার্থীকে ভারতবর্ষের কোন মহাবিদ্যালয় থেকে স্নাতক স্তরের Degree  অর্জন করতে হবে এবং এরপরে ইউরোপ অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর Degree তে ভর্তি হতে হবে।
4. যদি কোন ভারতীয় ছাত্র ভারতবর্ষের বাইরের কোন কলেজ থেকে স্নাতক Degree অর্জন করবে তবে কি তারা এই Scholarship পাবে ?
ANS:- না, যে সমস্ত শিক্ষার্থীরা ভারতবর্ষের বাইরের কোন কলেজ থেকে স্নাতক Degree অর্জন করবে তারা এই Scholarship পাবেনা।
5. Inlaks Scholarship Amount এর পরিমান কত?
ANS:- USD 100,000
7. Inlaks Scholarship এর মেয়াদ কতদিন ?
ANS:- এই Scholarship প্রদানের কোনো মেয়াদ উল্লেখিত নেই। এটি একটি এককালীন প্রদেয় Scholarship । নির্বাচিত শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ কোর্সের জন্য এককালীন USD 100,000 Scholarship পাবে। যার মূল্য বর্তমানে ভারতীয় টাকায় দাঁড়ায় 7590280.00 টাকা।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823