ভারত সরকার কর্তৃক প্রদত্ত Scholarship এর পাশাপাশি ভারতের প্রত্যেকটি রাজ্য সরকার রাজ্যের অন্তঃস্থ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন Scholarship এর সূচনা করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য এই বিষয়ে অন্যতম উল্লেখযোগ্য একটি রাজ্য। পশ্চিমবঙ্গের সরকারি ভাবে বিভিন্ন প্রকার Scholarship প্রদান করা হয়। যদি আপনার Scholarship এর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের Official Website দেখুন। West Bengal Government , Central Government ও Private Sector কর্তৃক প্রদত্ত বিভিন্ন Scholarship এর সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন । আজ আমরা আলোচনার করতে চলেছি এক নতুন Scholarship Ishwar Chandra Vidyasagar Scholarship যা ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে খুব কম সময়ের মধ্যেই।
Ishwar Chandra Vidyasagar Scholarship কী?
West Bengal Government কর্তৃক প্রদত্ত Scholarship গুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি সংস্থা দ্বারাও অনেক Scholarship প্রদান করা হয়ে থাকে। এই রকমই একটি বেসরকারি সংস্থা হল Paschim Medinipur Future Care Society। বিগত 20 বছরেরও বেশি সময় ধরে এই সমাজের সেবা করে আসছে।সম্প্রতি এই বেসরকারি সংস্থা টি একটি ঘোষণাপত্রে জানায় যে তারা “Ishwar Chandra Vidyasagar Scholarship 2022″ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে। Online এ এই Scholarship এর সম্বন্ধে বিস্তারিত কিছুই জানানো হয় নি। আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করি Scholarship প্রদান করে প্রদানকারী সংস্থার সঙ্গে। সংস্থার বক্তব্য এটি ছাত্রছাত্রীদের জীবন আরও উন্নত করে তোলা এক ক্ষুদ্র প্রয়াস । ভবিষ্যতে প্রতিবছর এই সংস্থা এই Scholarship টি প্রদান করবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Ishwar Chandra Vidyasagar Scholarship প্রদানের উদ্দেশ্য কী ?
এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জীবনের ন্যূনতম শিক্ষালাভে আর্থিক সহায়তা প্রদান করা। এই Scholarship এর টাকা গ্রহণ করে পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবারের আর্থিক অভাব কাটিয়ে Higher Secondary থেকে Degree Course পর্যন্ত নিশ্চিন্তে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল পরিবারের যে সমস্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বার্ষিক বৃত্তি প্রদান করা হবে।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল পরিবারের যেসমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের কোন একটি সরকার স্বীকৃত বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য Scholarship এর ক্ষেত্রে কোন নম্বর বিভাজন এর উল্লেখ করা হয়নি তাই বলাই যেতে পারে সবাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Important Dates:-
Ishwar Chandra Vidyasagar Scholarship Program Application Starting | – |
Ishwar Chandra Vidyasagar Scholarship Program Application Closing | 31/01/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date ?
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Selection Process:-
- আবেদনপত্র জমা নেওয়া শেষ হলে প্রথমে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিচার করা হবে Scholarship কর্তৃপক্ষের তরফ থেকে।
- এরপরে আবেদনকারীদের বিগত বছরের পরীক্ষার প্রাপ্ত নম্বর গুলি বিচার বিবেচনা করা হবে।
- এরপরে শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় যাচাই করা হবে এবং Scholarship এর জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
- যে সমস্ত শিক্ষার্থীরা Scholarship এর জন্য নির্বাচিত হবে তাদের Mobile Number অথবা Email ID এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Distribution Process:-
Scholarship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সরাসরি তাদের নিজস্ব Bank Account অথবা Joint Bank Account এ Scholarship এর টাকা প্রদান করা হবে। Bank Account এর সঙ্গে Aadhar Number সংযুক্ত থাকা আবশ্যিক।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Scholarship Amount :-
এই Scholarship এর মাধ্যমে প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা অংকের Scholarship প্রদান করা হবে। নিম্নে অর্থের বিন্যাস প্রদান করা হলো।
Class | Scholarship Amount in INR |
অষ্টম শ্রেণী (VIII) | 1200 |
নবম শ্রেণী (IX) | 2400 |
দশম শ্রেণী (X) | 3600 |
একাদশ শ্রেণি (XI) | 4800 |
দ্বাদশ শ্রেণী (XII) | 6000 |
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Eligibility :-
- শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দারাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- পশ্চিমবঙ্গের কোন একটি সরকার স্বীকৃত বিদ্যালয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখতে হবে।
- শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ 50 হাজার টাকার কম হতে হবে।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Application process:-
- প্রথমে Scholarship পোর্টাল থেকে শিক্ষার্থীদের নির্দিষ্ট ফরমেটে Application টি Download করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা Application Form Download সেকশনের প্রদান করেছে ক্লিক করে Download করতে পারবেন
- এরপরে আবেদন পত্রের একটি কপি প্রিন্ট করে নিতে হবে।
- প্রয়োজনীয় তথ্য সহকারে এই Formটি পূরণ করতে হবে।
- এরপরে আবেদন পত্রে উল্লেখিত Document গুলি এবং Application Form টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের থেকে এটেস্টেড করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটি স্টাম্প লাগিয়ে নিতে হবে।
- এরপরে প্রয়োজনীয় Document গুলি সহকারে (নিম্নে উল্লেখিত রয়েছে) আবেদনপত্রটি ফর্মে নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্ট করতে হবে। –
PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIATY
Aligunj, Kellapukur
P.O:- Midnapore
PIN- 721101
Paschim Medinipur, West Bengal
Ishwar Chandra Vidyasagar Scholarship Application Form PDF Download Link :-
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Important Documents:-
Application Form এর সঙ্গে যে সমস্ত Document গুলি জমা দিতে হবে সেগুলি হল –
- শিক্ষার্থী এবং তার অভিভাবকের আধার কার্ডের জেরক্স কপি
- বিগত পরীক্ষার Marksheet ,
- Family Annual Income Certificate
- Bank Account সংক্রান্ত তথ্য,
- আবেদনকারীর Passport Size Photo
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Renewal:-
শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই Scholarship টি Renew করতে পারবে। Scholarship Renew করার জন্য শিক্ষার্থীদের বিগত বছরের পরীক্ষায় প্রাপ্ত Mark Sheet এর একটি কপি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এটাস্টেট করে এবং বিদ্যালয়ের একটি স্টাম্প লাগিয়ে নিতে হবে এবং বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রশিদ Scholarship কর্তৃপক্ষের কাছে।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
এই Scholarship অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য। অষ্টম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তারা ধারাবাহিকভাবে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে থাকলে Madhyamik পাস করা পর্যন্ত Scholarship পেতে থাকবে। Madhyamik পাশ করার পরে পুনরায় এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। একাদশ শ্রেণিতে এ সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য জন্য নির্বাচিত হবে তারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রতি বছরের হিসেবে Scholarship পাবে।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Bank Account Details :-
এই Scholarship এর টাকা গুলি গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে অথবা তাদের পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে Joint Bank Account থাকতে হবে। আর খেয়াল রাখবেন Bank Account যেন একটিভ থাকে।
Ishwar Chandra Vidyasagar Scholarship এর Contact Details:-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Mobile No- +91 9734451344 ( যেকোনো দিন, বেলা 3 pm থেকে 5 pm এর মধ্যে).
PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIATY
Aligunj, Kellapukur
P.O:- Midnapore
PIN- 721101
Paschim Medinipur, West Bengal
Sonu Sood Free CA Coaching Scholarship 2022-23 : Now Get Free Coaching and Placement on CA Course !
FAQ:-
1. Ishwar Chandra Vidyasagar Scholarship আবেদনের Last Date কি?
2. Ishwar Chandra Vidyasagar Scholarship প্রদান করে কোন সংস্থা?
3. Ishwar Chandra Vidyasagar Scholarship Application Form PDF Download Link কোথায় পাবেন।
4. Ishwar Chandra Vidyasagar Scholarship এর Help Line Number কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।