National Fellowship for Persons with Disabilities (NFPwD) 2022 : Last Date, Eligibility, Renewal & more in Bengali!

সামরিক বিভাগ এর পরে ভারত সরকার সবচাইতে বেশি অর্থ ব্যয় করে থাকে ভারতবর্ষের শিক্ষা বিভাগের ক্ষেত্রে। প্রতিটি শ্রেণীর এবং প্রত্যেকটি স্তরের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা Fellowship প্রবর্তন করেছে ভারত সরকার। এই Fellowship গুলির মধ্যে অন্যতম একটি Fellowship হলো National Fellowship for Persons with Disabilities। ভারতবর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য এই Fellowship  প্রদান করা হয়। ভারতবর্ষের সমগ্র প্রান্ত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই Fellowship জন্য আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে এই Fellowship এর জন্য আবেদন করতে পারবে।

National Fellowship for Persons with Disabilities  কী ?

ভারতবর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবর্তিত Fellowship গুলির মধ্যে অন্যতম একটি Fellowship হলো National Fellowship for Persons with Disabilities। প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই Fellowship এর ব্যবস্থা করা হয়েছে। ভারতবর্ষের যে সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা Graduation Degree  এবং Masters Degree  সম্পন্ন করার পরে M.Phil অথবা Ph.D Degree তে ভারতবর্ষের কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে Regular Degree Course  এ  ভর্তি হবে তারা সকলে এই Scholarship  এর  জন্য আবেদন করতে পারবে। এই Fellowship Rajiv Gandhi National Fellowship (RGNF) নামেও পরিচিত। Fellowship  এর   জন্য নির্বাচিত শিক্ষার্থীরা প্রত্যেক মাসে প্রায় 35 হাজার টাকার বেশি Fellowship  পেতে পারে এই Scheme এর  মাধ্যমে।

National Fellowship for Persons with Disabilities প্রদানের উদ্দেশ্য কী ?

এই Fellowship প্রদানের প্রধান উদ্দেশ্য গুলি হল –

  • ভারতবর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী করে তোলা এবং তাদের ডিগ্রী কোর্সের সমস্ত খরচ বহন করা।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নত করা, তারা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের কর্ম জীবনে সফল হতে পারে সেদিকে নজর রাখা,
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত করা।

Bikash Bhavan বা SVMCM Scholarship 2021 Last Date, Eligibility Criteria, Amount, Important Documents, Last Date?

National Fellowship for Persons with Disabilities এর জন্য কারা আবেদন করতে পারবে?

এই Fellowship শুধুমাত্র ভারতবর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। ভারতবর্ষের যে সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা Graduation Degree  এবং Masters Degree  সম্পন্ন করার পরে ভারত সরকার স্বীকৃত কোন একটি বিশ্ববিদ্যালয়ে M.Phil অথবা Ph.D Degree তে সম্পূর্ণ সময়ের জন্য কোন Regular Degree Course  এ  ভর্তি হবে তারা এই Fellowship এর  জন্য আবেদন করতে পারবে।

National Fellowship for Persons with Disabilities এর Important Dates:-

National Fellowship for Persons with Disabilities Online Application Starting 03/03/2022
National Fellowship for Persons with Disabilities Online Application Closing 31/03/2022

National Fellowship for Persons with Disabilities এর Selection Process:-

সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই Fellowship এর জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনকারীদের মধ্যে থেকে Masters Degree  তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী যাচাই করণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

National Fellowship for Persons with Disabilities এর Distribution Process:-

বিশ্বস্ত শিক্ষার্থীরা এই Fellowship এর  জন্য নির্বাচিত হবে তারা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই Fellowship এর  টাকাগুলো পেয়ে যাবে। প্রত্যেক মাসের শুরুতেই নির্দিষ্ট সময়ে Fellowship এর  টাকা প্রদান করা হয়। প্রত্যেক বছর সমগ্র ভারত বর্ষ থেকে মোট 200 জন শিক্ষার্থীকে এই Fellowship এর  আওতায় নিয়ে আসা হয়। এই 200 জন শিক্ষার্থীদের মধ্যে তপশিলি জাতি ভুক্ত শিক্ষার্থীদের জন্য 15% সিট এবং তপশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য 7.5% সিট সংরক্ষিত রয়েছে।

Aikyashree Scholarship 2022 : Log In, Scholarship Amount, Status Check, Last Date, Eligibility & More

National Fellowship for Persons with Disabilities এর Scholarship Amount:-

আলাদা আলাদা বিভাগের জন্য এই Fellowship মাধ্যমে প্রদত্ত Amount এর পরিমাণ ভিন্ন ভিন্ন রয়েছে। যেমন-

  • Fellowship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা Junior Research Fellowship (JRF) হিসাবে নির্বাচিত হবে তারা প্রত্যেক মাসে 31000 টাকা করে Fellowship পাবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা Senior Research Fellowship (SRF) হিসাবে নির্বাচিত হবে তারা তাদের Degree Course এর  প্রত্যেক মাসে 35000 টাকা করে Fellowship পাবে।
  • এছাড়াও Humanities & Social Sciences including Arts/Fine Arts প্রভৃতি বিভাগের শিক্ষার্থীরা Contingency Amount হিসেবে JRF পাবে 10000 টাকা এবং SRF পাবে 20000 টাকা।
  • Science, Engineering & Technology প্রভৃতি বিভাগের শিক্ষার্থীরা Contingency Amount  হিসেবে JRF পাবে 12000 টাকা এবং SRF পাবে 25000 টাকা।
  • উপরন্তু প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থী পঠন পাঠনের সহায়ক অর্থ হিসেবে অতিরিক্ত 2000 টাকা প্রত্যেক মাসে গ্রহণ করবে এবং সরকারি নিয়ম অনুসারে বাড়ি ভাড়ার টাকাও প্রদান করা হবে।

National Fellowship for Persons with Disabilities এর Eligibility :-

  • এই Fellowship এর  জন্য আবেদন করতে গেলে প্রথমত একজন আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই Fellowship এর যোগ্য।
  • Phil অথবা Ph.D Degree তে ভর্তি নিশ্চিত করতে হবে।
  • কোন একটি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ সময়ের জন্য গবেষণা বিষয়ক পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  • Course টি অবশ্যই একটি Regular Degree Course হতে হবে।

রূপশ্রী প্রকল্প 2022 : Online Apply, Application Form, Status , Amount, Eligibility & More in Bengali !

National Fellowship for Persons with Disabilities এর Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে University Grant Commission এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – https://www.ugc.ac.in/
  • Scholarship/Fellowships মেনুতে যেতে হবে এবং ‘View all’ অপশনে ক্লিক করতে হবে।
  • পেজের নিচের দিকে যেতে হবে এবং “National Fellowship for Persons with Disabilities” লিংকে ক্লিক করতে হবে।
  • এরপরে “Apply for Fresh Registration Click Here” অপশনে ক্লিক করতে হবে।
  • Fellowships Portal টি খুলে যাবে, এই পেজ থেকে Fellowship সংক্রান্ত সমস্ত তথ্য এবং Guidelines ভালোভাবে জেনে নিতে হবে।
  • প্রথমে কিছু Personal Information প্রদান করে একটি Form পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় Documents গুলো আপলোড করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে।
  • এরপরে আপনার Course সম্পর্কিত সমস্ত তথ্য প্রদান করতে হবে।
  • Declaration Paper টি Accept করে নিয়ে Form টি Submit করতে হবে।

National Fellowship for Persons with Disabilities এর Important Documents:-

আবেদনের সময় যে সমস্ত Documents গুলি আপলোড করতে হবে সেগুলি হল –

  1. Domicile Certificate
  2. PWD Certificate
  3. Caste Certificate – SC/ST/OBC (যদি থাকে),
  4. Masters Degree থেকে প্রাপ্ত Mark Sheet এবং Certificate ,
  5. আবেদনকারীর Signature এর একটি কপি এবং দুটি Passport Size Color Photo,
  6. শিক্ষার্থীরা যেই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য অথবা বিভাগীয় প্রধান কিংবা কলেজের উপযুক্ত কর্তৃপক্ষ থেকে গৃহীত একটি Certificate যেখানে শিক্ষার্থীর M.Phil/Ph.D. বিষয়ে গবেষণার উল্লেখ থাকবে।

Ishwar Chandra Vidyasagar Scholarship 2022 : Apply Online, Form Download in PDF, Eligibility, Last Dates & More

National Fellowship for Persons with Disabilities এর Renewal:-

Fellowship এর জন্য নির্বাচিত হয়ে গেলে এই Fellowship পুনরায় Renew করার প্রয়োজন নেই। Degree Course এর  সম্পূর্ণ সময়কালে প্রত্যেক মাসে শিক্ষার্থীরা তাদের Fellowship এর  টাকা নিজের Bank Account  এ পেয়ে যাবে।

National Fellowship for Persons with Disabilities এর টাকা কখন (Duration) প্রদান করা হয় ?

  • শুধুমাত্র M.Phil Degree এর জন্য এই Fellowship এর মেয়াদ রয়েছে দুই বছর।
  • Phil. এবং  Ph.D  সংযুক্ত Degree এর ক্ষেত্রে Ph.D এর Thesis জমা দেওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর।
  • শুধুমাত্র Ph.D. Degree এর ক্ষেত্রে Ph.D. এর Thesis জমা দেওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর ।

এই Fellowship এর মেয়াদ রয়েছে দুই বছর। M.Phil অথবা Ph.D Degree এর  দুই বছর সময়কালের মধ্যে প্রত্যেক মাসে নির্দিষ্ট একটি সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের Fellowship প্রদান করা হয়। এই Fellowship এর  টাকা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের সমস্ত কলেজের খরচ এবং প্রাত্যহিক জীবনযাপনে এর খরচ চালাতে পারবে।

National Fellowship for Persons with Disabilities এর Bank Account সম্বন্ধিত Details :-

এই Fellowship এর  টাকা পেতে গেলে শিক্ষার্থীদের নিজস্ব একটি Bank Account থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই সংযুক্ত থাকতে হবে।

National Fellowship for Persons with Disabilities এর Terms and Conditions :-

  • যে সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা ‘The Persons with Disabilities Act, 1995’ এর আওতায় পড়ে তারা শুধুমাত্র এই Fellowship এর জন্য আবেদন করতে পারবে।
  • এই Fellowship প্রদান প্রক্রিয়াটি UGC স্বীকৃত সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে তো রয়েছেই, তা বাদেও UGC দ্বারা স্বীকৃত নয় এমন কিছু বিশ্ববিদ্যালয়েও রয়েছে।
  • প্রত্যেক বছর সমগ্র ভারত বর্ষ থেকে মোট 200 জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে এই Fellowship এর  সুবিধা প্রদান করা হয়।
  • Fellowship পেতে গেলে শিক্ষার্থীদের একটি Regular Degree Course এ ভর্তি হতে হবে।
  • Distance মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই Fellowship এর   জন্য আবেদন করতে পারবে না।
  • এই 200 টি সিটের মধ্যে 15% সিট সংরক্ষণ করা হয় তপশিলি জাতি ভুক্ত (Scheduled Castes) শিক্ষার্থীদের জন্য এবং 7.5% সিট সংরক্ষণ করা হয় তপশিলি উপজাতি (Scheduled Tribes) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।
  • Degree Course চলাকালীন যদি কোন শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দেয় তবে তাদের জন্য এই Fellowship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।

OASIS Scholarship 2022 Last Date, Status Check, Apply Online, Renewal & More in Bengali !

National Fellowship for Persons with Disabilities এর Contact Details:-

এই Fellowship এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে-

University Grants Commission (UGC)

Bahadur Shah Zafar Marg,

New Delhi – 110002.

Phone no – 011-23604446, 011-2360420

Email – [email protected]

FAQ:-

1. National Fellowship for Persons with Disabilities একটি সরকারি Fellowship  নাকি বেসরকারি Fellowship ?

ANS:-National Fellowship for Persons with Disabilities প্রকল্প টি সম্পূর্ণ সরকার অধিকৃত একটি Fellowship প্রক্রিয়া। ভারতবর্ষের University Grants Commission (UGC) এই Fellowship প্রক্রিয়াটি পরিচালনা করে।

2. কারা কারা এই Fellowship এর  জন্য যোগ্য ?

ANS:-শুধুমাত্র ভারতবর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীরা জানান Graduation Degree  এবং Masters Degree সম্পন্ন করার পরে M.Phil অথবা Ph.D Degree তে সম্পূর্ণ সময়ের জন্য কোন Regular Degree Course এ ভর্তি হবে তারা এই Fellowship এর  জন্য আবেদন করতে পারবে।

3. মোট কতজন শিক্ষার্থী এই Fellowship এর সুবিধা পেতে পারে ?

ANS:- প্রত্যেক বছর সমগ্র ভারত বর্ষ থেকে মোট 200 জন শিক্ষার্থীকে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হয়।

4. National Fellowship for Persons with Disabilities এর ক্ষেত্রে কি কোন প্রকার সিট সংরক্ষণের ব্যবস্থা রয়েছে ?

ANS:- হ্যাঁ, অবশ্যই রয়েছে। মোট 200 জন শিক্ষার্থীদের মধ্যে তপশিলি জাতি ভুক্ত শিক্ষার্থীদের জন্য 15% সিট এবং তপশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য 7.5% সিট সংরক্ষিত রয়েছে।

5. এই Fellowship এর মেয়াদ কত বছর রয়েছে ?

ANS:- যে সমস্ত শিক্ষার্থীরা শুধুমাত্র M.Phil Degree তে ভর্তি হবে তারা সর্বাধিক দুই বছর পর্যন্ত এই Fellowship পাবে। তবে যারা Ph.D. Degree তে ভর্তি হবে তারা পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এই Fellowship পেতে পারে।

6. National Fellowship for Persons with Disabilities অন্য কি নামে পরিচিত ?

ANS:- National Fellowship for Persons with Disabilities – এই Fellowship এর আরেক নাম হল Rajiv Gandhi National Fellowship (RGNF)।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *