BARC NRB Recruitment 2022 : Apply Online for 266 Posts, Last date more in Bengali!

Bhabha Atomic Research Centre ভারতবর্ষের প্রধান Nuclear Research Facility যার Headquarter মহারাষ্ট্র মুম্বাই তে অবস্থিত। সম্প্রতি ভারতবর্ষের এই অগ্রগণ্য সংস্থা চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে সুযোগ । 01/04/2022 কর্তৃপক্ষ Stipendiary Trainee Post এর জন্য BARC NRB Recruitment 2022 Publish করেছে, এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই Recruitment এর সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী।

 BARC NRB Recruitment 2022 Important Dates:-

BARC Recruitment 2022 Online Application Starting 01/04/2022
BARC Recruitment 2022 Online Application Closing 30/04/2022

কেন্দ্র সরকারের BRO তে Multi Tasking Worker নিয়োগ ,Salary ও 40000 এর ওপরে

BARC NRB Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Stipendiary Trainee Category 1
Post Vacancy
Chemical 08
Chemistry 02
Civil 05
Electrical 13
Electronics 04
Instrumentation 07
Mechanical 32
Stipendiary Trainee Category 2
A/C Mechanics 15
Electrician 25
Electronics Mechanics 18
Fitter 66
Instrument Mechanics 13
Mechanist 11
Turner 04
Welder 03
Draughtsman 02
Laboratory Assistant 04
Plant Operator 28

Kolkata Airport এ প্রচুর কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, Salary ন্যূনতম 20000 টাকা

 BARC NRB Recruitment 2022 এর Educational Qualification :-

Stipendiary Category 1 :-

  • Chemical :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Chemical Engineering এ Diploma পাস করতে হবে।
  • Chemistry – Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম 60% মার্কস সহ  Chemistry Main Subject ও Physics এবং Mathematics Subsidiary Subject সহ  B.Sc পাস করতে হবে।
  • Civil :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম Civil Engineering এ Diploma পাস করতে হবে।
  • Electrical :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম  Electrical Engineering এ Diploma পাস করতে হবে।
  •  Electronics:– Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম Electronics/Electronics & Instrumentation / Electronics & Communication Engineering এ Diploma পাস করতে হবে।
  • Instrumentation :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম  Electronics & Instrumentation / Instrumentation Engineering/Instrumentation Technology/Instrumentation & Control Engineering  এ Diploma পাস করতে হবে।
  • Mechanical :-  Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম  Mechanical Engineering এ Diploma পাস করতে হবে।

Stipendiary Category 2 :-

  • A/C Mechanic, Electrician, Electronic Mechanic, Fitter, Instrument Mechanic, Machinist, Turner & Welder) Posts – সমস্ত Post এর জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম 60% মার্কস সহ Higher Secondary Exam পাস করতে হবে ও সঙ্গে A/C Mechanic; Electrician; Electronic Mechanic; Fitter; Instrument Mechanic; Machinist; Turner; Welder  এর Trade License থাকতে হবে।।ITI Category অন্তর্ভুক্ত আবেদনকারীরা মাথায় রাখবেন আপনার Certificate যেনো অন্ততপক্ষে 2বছর এর Course এর হয় নইলে Apprentice Training Scheme এর মাধ্যমে 2 বছর এর Training সম্পন্ন করল আপনি এই Post গুলির জন্য আবেদন করতে পারবেন।
  • Draughtsman:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম Science Steam এ 60% মার্কস সহ Higher Secondary Exam পাস করতে হবে এবং সঙ্গে 2 বছরের Draughtsman Trade এ ITI Pass Certificate থাকতে হবে।
  • Laboratory Assistant  Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম Science Steam এর প্রতিটি বিষয়ে ন্যূনতম 60% মার্কস Overall Score 60%  সহ Higher Secondary Exam পাস করতে হবে এবং সঙ্গে 2 বছরের Laboratory Assistant Trade এ ITI Pass Certificate থাকতে হবে। অথবা Apprentice Training Scheme এর মাধ্যমে 2 বছর এর Training সম্পন্ন করল আপনি এই Post গুলির জন্য আবেদন করতে পারবেন।
  • Plant Operator :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে ন্যূনতম Science Steam এর প্রতিটি বিষয়ে ন্যূনতম 60% মার্কস Overall Score 60%  সহ Higher Secondary Exam পাস করতে হবে এবং Post অনুযায়ীই Qualification কিছুটা ভিন্ন হবে এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice  টি Download করুন।

শুরু হয়ে গেছে UPSC ISS পদে নিয়োগ ,Salary ন্যূনতম 80,000 টাকা।

 BARC NRB Recruitment 2022 এর Age Limit:- 

Age Limit Stipendiary Trainee
Category-I Category-II
Minimum 18 18
Maximum 24 22

এছাড়াও ST,SC,PWD,OBC Category অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা কেন্দ্র সরকার নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice  টি Download করুন।

BARC NRB  Recruitment 2022 এর Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Post  Application Fees in INR 
Stipendiary Category 1 150
Stipendiary Category 2 100

BARC NRB Recruitment 2022 এর Salary:- 

প্রথম বছরের Salary হতে পারে 10,500 থেকে 16000 এর মধ্যে এবং দ্বিতীয় বছরে Salary হতে পারে 12,500 থেকে 18000 এর মধ্যে।

UPSC এর মাধ্যমে Medical Service এ নিয়োগে Salary ন্যূনতম 60,000 টাকা

BARC NRB Recruitment 2022 এর Application Process:-

BARC Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন।

  • সর্বপ্রথম ভিজিট করুন BARC এর Official Website।
  • Homepage এ আপনি পেয়ে যাবেন Career Opportunities অপশন সেটিতে ক্লিক করুন।
  • আপনার সামনে Recruitment এর অপশন আসবে সেটিতে ক্লিক করুন।
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন Pop up window তে New Vacancy এর অপশন আসবে সেটিতে ক্লিক করুন।
  • Advertisement Number 01/2022(NRB) এর পাশে থাকা Click Here To Apply Online বাটনে ক্লিক করুন।
  • First Time User হলে Apply Online বাটনে ক্লিক করুন।
  • Basic Information যেমন Name,Post, Trade, Educational Qualification, Aadhar Number, Mobile Number, Email Address ,Gender ও DOB প্রদান করুন  এবং Verify Captcha করে Submit বাটনে ক্লিক করুন।
  • এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

BARC NRB Recruitment 2022 এর  আবেদনের জন্য Important Documents:-

তেমন কিছু জানানো হয়নি।

BARC NRB Recruitment 2022 এর Selection Process:-

BARC NRB  Recruitment 2022 এর জন্য Selection মূলত দুই টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) Written Test ও 2) Personal Interview।

রিজার্ভ ব্যাংকে 294 জন Officer নিয়োগ, খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে আবেদন

BARC NRB Recruitment 2022 এর Important Links:-

BARC NRB Recruitment 2022 Online Notification Download Click Here
Apply Now Click Here
Google News Follow Us

FAQ:-

1. BARC NRB Recruitment 2022 Official Website কি?
2. BARC NRB Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?

ANS:- 01/04/2022

3. BARC NRB Recruitment 2022 Last Date কি?

ANS:- 30/04/2022

4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে BARC NRB Recruitment 2022 এর মাধ্যমে?

ANS:- 266

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *