UPSC CMS 2022 Notification Published Vacancy, Exam Date, Eligibility and more in Bengali!

ভারত সরকারের অধিকাংশ গুরুত্বপূর্ণ পদের Recruitment হয়ে থাকে UPSC  এর মাধ্যমে। UPSC CSE Recruitment 2022 এর পর বেশ কিছুদিন পর দুটি গুরুত্বপূর্ণ Recruitment প্রকাশ করা হয়েছে UPSC এর Official Website এ। UPSC CMS একটি Medical Service Recruitment যার মাধ্যমে সর্বভারতীয় কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়ে থাকে। 06/04/2022 থেকেই এই Recruitment এর জন্য Application শুরু হয়েছে । এই Article এর মাধ্যমে এই Recruitment এর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।

UPSC CMS Recruitment 2022 Important Dates:-

UPSC CMS Recruitment 2022 Online Application Starting 06/04/2022
UPSC CMS Recruitment 2022 Online Application Closing 26/04/2022
Application Withdrawal Window Opening 04-10/05/2022
UPSC CMS 2022 Exam 17/07/2022
UPSC CMS Admit Card Releasing Exam 3-7 দিন আগে

UPSC CMS Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Category  Post  Vacancy 
Category 1 Medical Officers Grade in General Duty Medical Officers Sub-cadre of Central Health Service 314
Category 2 Assistant Divisional Medical Officer in the Railways 300
Category 2 General Duty Medical Officer in New Delhi Municipal Council 03
Category 2 General duty Medical Officer Gr-II in East Delhi Municipal Corporation, North Delhi Municipal Corporation and South Delhi Municipal Corporation 70

NEET UG 2022 Registration Started Apply Online Link, Eligibility, Last Date more in Bengali!

UPSC CMS Recruitment 2022 Eligibility :-

  • Age Limit:- 01/08/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 32 এর মধ্যে।

Category অনুযায়ী Age Relaxation নিম্নে বণনা করা হলো।

Category  Age Relaxation 
ST 5
SC 5
OBC 3
PWD 10
PH+OBC 13
PH+SC/ST 15
  • Education Qualification:- যেসব আবেদনকারীরা MBBS এর Practical ও Written Exam পাস করেছে তারা সবাই এই Recruitment এর জন্য আবেদন করতে পারবে।
  • Physical and Medical Standards:- UPSC CMS Recruitment এর Guidelines আবেদনকারীকে Physically ও Mentally Fit হতে হবে। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Documents টি Download করুন।

UPSC CMS Recruitment 2022 এর Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
General (Male) 200
Female/ST/SC/OBC/PWD Not Applicable

UPSC CMS Recruitment 2022 এর Salary :- 

Post অনুসারে চাকরিপ্রার্থীর Salary ভিন্ন হবে। Category অনুযায়ী ন্যূনতম Salary হতে পারে 56,000 এর বেশী। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

CUET Exam 2022 Registration Started , Learn about Syllabus, Exam Date  and more in Bengali!

UPSC CMS Recruitment 2022 এর Application Process:-

  • UPSC CMS এর জন্য আবেদন করার জন্য ওপেন করুন UPSC এর Online Application Portal https://upsconline.nic.in/
  • Homepage থেকে Online Application for Various Examination of UPSC অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করলেই আপনার সামনে Exam সম্বন্ধিত কিছু ডিটেলস আসবে সেটি দেখে Yes বাটনে ক্লিক করুন।
  • Personal Details, Educational Qualifications, Address সহ সম্পূর্ণ Application Form Fill Up করুন সাবধানতা অবলম্বন করে।
  • সমস্ত তথ্য ঠিক থাকলে Continue বাটনে ক্লিক করুন এবং কোন তথ্য ভুল হলে Reset করুন।
  • প্রয়োজনীয় Application Fees প্রদান করুন যদি Application Fees আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় ।
  • এখন আপনার সামনে আপনার Application Form টি Open হবে সেটি Download  করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করে রাখতে পারেন।

UPSC CMS 2022 এর আবেদনের জন্য Important Documents:-

যে সকল আবেদনকারীরা UPSC CSE  2022 এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof
  • আবেদনকারীর Madhyamik, Higher Secondary ও Graduation এর Mark Sheet।
  • MBBS পাস এর Certificate
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo
  • আবেদনকারীর Signature
  • Bank Details
  • Medical Certificate (যদি দরকার থাকে)
  • Caste Certificate (যদি দরকার থাকে)
  • North East এর বাসিন্দা হলে তার প্রমাণপত্র।
  • Disability Certificate (যদি দরকার থাকে)
  • Age Relaxation Certificate
  • Jammu Kashmir বাসিন্দাদের ক্ষেত্রে Domicile Certificate

RBI Officer Grade B Recruitment 2022 : 294 Officers Notification, Apply Online & More in Bengali!

 UPSC CMS 2022 Exam Pattern:- 

  • UPSC CMS Question Paper 2 ভাগে বিভক্ত।
  • Part 1 Written Test Offline Pen Paper Mode এই নেওয়া হবে এবং এই Exam টি আবার দুইটি Paper এ বিভক্ত যথা :- Paper 1 ও Paper 2 । প্রতিটি Paper এর Full Marks  250 করে।
  • Part 2 তে রয়েছে Personality Test এবং Interview এবং এই Exam গুলির Full Marks 100 Marks।
  • Paper 1 যথাক্রমে General Medicine ও Paediatrics এই দুই ভাগে বিভক্ত ।
  • Paper 2  যথাক্রমে Surgery, Gynaecology & Obstetrics, Preventive Social & Community Medicine ভাগে বিভক্ত ।

UPSC CMS এর Paper অনুযায়ী Maximum Marks সম্বন্ধে জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Exam Stage 

UPSC CMS Exam 

Marks 
Stage I Written Exam (Paper-I & Paper-II) 500
Stage II Interview 100
  Total Marks 600

UPSC CMS 2022 Selection Process:- 

UPSC CMS এর Selection মূলত চার টি পর্যায় এ সম্পন হয়ে থাকে যথা- Written Exam, Interview , Document Verification ও Medical Examination ।

 UPSC CMS 2022 Admit Card Download:-

UPSC CMS  Exam 17/07/2022 এ অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা তাদের Admit Card মোটামুটি পাঁচ ছয় দিন আগে থেকেই Download করতে পারবেন। প্রয়োজনীয় কিছু Basic Information প্রদান এর মাধ্যমে আপনি Admit Card Download করতে পারবেন। অফিসিয়ালি Admit Card Publish হলে আমরা এ সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব।

BLW Varanasi Apprentice Recruitment 2022 : Apply Online for 374 ITI/ Non ITI Posts, Learn more 

 UPSC CMS 2022  Exam Centres:-

Agartala Jaipur Nagpur
Ahmedabad Gangtok Panaji
Aizwal Hyderabad Patna
Bengaluru Imphal Port Blair
Bareilly Itanagar Prayagraj
Bhopal Jammu Raipur
Chandigarh Jorhat Sambalpur
Chennai Kochi Shillong
Cuttack Kohima Shimla
Dehradun Kolkata Srinagar
Delhi Lucknow Thiruvananthapuram
Dharwad Madurai Tirupati
Dispur Mumbai Udaipur
Visakhapatnam

UPSC CMS 2022 Result:-

UPSC অফিশিয়াল ওয়েবসাইটে Result  প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ ScoreCard জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result  কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।

UPSC CMS 2022 Contact Details:-

এই Recruitment এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে।

Dholpur House,

Shahjahan Road, New Delhi – 110069

Facilitation Counter : 011-23098543 / 23385271 / 23381125 / 23098591

Emailfeedback-upsc[at]gov[dot]in

For SC/ST/OBC/EWS/PwBD Candidate:-(1800-118-711)

RailTel Apprentice Recruitment 2022 : Apply for 103 Apprentice posts at mhrdnats.gov.in; more in Bengali !

UPSC CMS 2022 Important Links:-

UPSC CMS 2022 Official Notification Download Click Here 
Apply Now Click Here 
Google News Follow Us 

FAQ:-

 

1. UPSC CMS 2022 Age Limit কি?
ANS:- 21 থেকে 32 এর মধ্যে।
2. UPSC CMS 2022 Official Website কোনটি?
3. UPSC CMS 2022 Application Form Last Date কি?
ANS:-26/04/2022
4. UPSC CMS 2022 Exam Date কি ?
ANS:-17/07/2022
5. UPSC CMS Full Form কি?
 ANS:-Union Public Service Commissions Medical Service Recruitment
7. UPSC CMS 2022 Salary কি?
ANS:-56,000 এর বেশী
8. UPSC CMS 2022  Interview Date কি?
ANS:-এখনো জানানো হয়নি।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823