CAIIB IIFB Exam 2022 : Dates, Registration Started ,Syllabus, Exam Pattern, Eligibility more in Bengali!

IIBF তথা Indian Institute of Banking & Finance কেন্দ্রীয় সরকারের সহকারি সংস্থা যা ভারতবর্ষের সমস্ত Bank গুলির Financial বিভিন্ন দিক গুলি দেখাশোনা করে থাকেন। যাদের কাছে এই নামটি নতুন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই সংস্থাটি Ministry of Finance এর অন্তর্গত। গতকাল এই সংস্থা CAIIB (Certified Associate of India Institute of Bankers) Exam এর জন্য Notification Publish করেছে , এ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

CAIIB IIFB Exam 2022 Important Dates:- 

CAIIB Online Application Starting 11/05/2022
CAIIB Online Application Closing 31/05/2022
Last Date of Paying Application Fees Online 31/05/2022
CAIIB 2022 Admit Card Releasing June, 2022
CAIIB- Advanced Bank Management 26/06/2022
CAIIB- Bank Financial Management 07/07/2022
CAIIB- Rural Banking 09/07/2022
CAIIB/CAIIB Elective-Retail Banking
CAIIB/CAIIB Elective-Human Resources Management
CAIIB/CAIIB Elective-Information Technology
CAIIB/CAIIB Elective-Risk Management
CAIIB/CAIIB Elective-Central Banking

CAIIB IIFB Exam 2022 Eligibility:- 

Passing Criteria:-

প্রতিটি বিষয়ে 100 এর মধ্যে ন্যূনতম 50 নম্বর  পাওয়া বাধ্যতামূলক। যদি একজন প্রার্থী একক প্রচেষ্টায় সমস্ত বিষয়ে মোট 50% নম্বরের সাথে প্রতিটি বিষয়ে কমপক্ষে 45 নম্বর অর্জন করে তবে সে ও আবেদন করতে পারবে এই Exam এর জন্য।

CAIIB IIFB Exam 2022 এ আবেদনের জন্য Age Limit:-

Registration এর পর দুই বছর পর্যন্ত আবেদনকারীর আবেদন করতে পারবে Exam এর জন্য।

CAIIB IIFB Exam 2022 এর Application Fees:-

Application Fees নির্ভর করবে দুটি বিষয়ের উপর। যেমন :- Attempt ও Time ।

  • যদি আপনি 11/05/2022 থেকে 17/05/2022 এর মধ্যে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার Application Fees হবে Normal অর্থাৎ 3000 টাকা।
  • 18/05/2022 থেকে 24/05/2022 এর মধ্যে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার Application Fees হবে 3000+100= 3100 টাকা।
  • 25/05/2022 থেকে 31/05/2022 এর মধ্যে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার Application Fees হবে 3000+200= 3200 টাকা।

Attempt অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।

Attempt Application Fees in INR 
1st Attempt 3000
2nd Attempt 1300
3rd Attempt 1300
4th Attempt 1300

CAIIB IIFB Exam 2022 এর Application Process:- 

CAIIB IIFB Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব CAIIB IIFB এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন CAIIB IIFB এর Recruitment Portal https://www.iibf.org.in/
  • Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

CAIIB IIFB Exam 2022 Exam Pattern:- 

  • Duration:- প্রতিটি Paper এর জন্য পরীক্ষার সময় পাবে 2 ঘণ্টা (120 Minutes)।
  • Total Question:- প্রতিটি Paper এ 100 টি প্রশ্ন থাকবে।
  • Type of Questions:- MCQ Type এর Questions থাকবে উভয় Paper এ।
  • Maximum Marks:- প্রতিটি Paper এর সর্বোচ্চ মান 100 ।
  • Language:- পরীক্ষার্থীরা English ও Hindi উভয় ভাষাতেই পরীক্ষা প্রদান করতে পারবেন।
  • Question Pattern:- Knowledge Testing, Conceptual Grasp, Analytical/Logical Exposition,Problem Solving ও Case Analysis।

CAIIB IIFB Exam 2022 Exam Centre:-

সম্পূর্ণ ভারতবর্ষে 649 টি Exam Centre রয়েছে। এই Exam Centre গুলি ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যে অবস্থিত। এমনি আমরা কয়েকটি Exam Centre এর নাম উল্লেখ করছি। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।

Adoni Anantapur Sasaram Jharkhand
Chittoor Cuddapah Dhanbad Hazaribagh
Eluru Guntur Ranchi Gujarat
Hyderabad Karimnagar Ahmedabad Bhuj
Kurnool Nellore Surat Haryana
Nizamabad Ongole Hissar Karnal
Palakol Secunderabad Himachal Pradesh Simla
Visakhapatnam Warangal Jammu & Kashmir Doda
Assam Dibrugarh Poonch Karnataka
Jorah Tezpur Bangalore Belgaum
Bihar Patna Kerala Kollam
Darbhanga Muzaffarpur Bhopal Gwalior

CAIIB IIFB Exam 2022 Syllabus:- 

  1. Compulsory Paper:- Advanced Bank Management,  Bank Financial Management
  2. Elective Subjects:-Corporate Banking, Rural Banking, International Banking, Retail Banking, Co-operative Banking, Financial Advising, Human Resources Management, Information Technology, Risk Management, Central Banking, Treasury Management

CAIIB IIFB Exam 2022 Important Links:- 

CAIIB IIFB Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us

FAQ:-

CAIIB IIFB Exam 2022  Registration Date কি?

ANS:-11/05/2022

CAIIB IIFB Exam 2022 Application Last Date কি?

ANS:- 31/05/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *