মাত্র চার-পাঁচ দিন আগেই India Post এর পক্ষ থেকে গ্রাম সেবক পদের জন্য Recruitment প্রকাশ করা হয়েছে । মোটামুটি 38 হাজারেরও বেশি পদে Recruitment ইতিমধ্যে শুরু হয়ে গেছে যার সম্পর্কে আমরা বেশ কয়েকদিন আগে আলোচনা করেছি সম্বন্ধে বিস্তারিত জানতে নিম্নে প্রদান করা হাইলাইট টেক্সট এ ক্লিক করুন। আবার India Post চাকরির জন্য নিয়ে এসেছে সুখবর। আজ থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে IPPB GDS Recruitment 2022। Technically এটি India Post এর Recruitment নয়, এটি আসলে India Post এর Subsidiary সংস্থা India Post Payments Bank Limited (IPPB) কর্তৃক প্রকাশিত Notice।
IPPB GDS Recruitment 2022 Important Dates:-
IPPB GDS Recruitment 2022 Online Application Starting | 10/05/2022 |
IPPB GDS Recruitment 2022 Online Application Closing | 20/05/2022 |
Karnataka Bank এ Clerk পদে নিয়োগ শুরু হয়ে গেছে জানুন বিস্তারিত
IPPB GDS Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Circle | Vacancy |
Andhra Pradesh | 34 |
Assam | 25 |
Bihar | 76 |
Chattisgarh | 20 |
Delhi | 04 |
Gujarat | 31 |
Haryana | 12 |
Himachal pradesh | 09 |
Jammu & Kashmir | 05 |
Jharkhand | 08 |
Karnataka | 42 |
Kerala | 07 |
Madhya Pradesh | 32 |
Odisha | 20 |
Punjab | 78 |
Tamil Nadu | 45 |
Telangana | 21 |
Uttar pradesh | 84 |
Uttarakhand | 03 |
West Bengal | 33 |
North East | 15 |
Total | 650 |
ONGC তে Non Executive পদে নিয়োগ,Salary 60000 পর্যন্ত, জানুন বিস্তারিত
IPPB GDS Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Graduation পাস করতে হবে যে কোন বিভাগে।
IPPB GDS Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
আবেদনকারীর সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 35 ও 20 বছর।
Minimum Experience:-
আবেদনকারীকে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে GDS (Grameen Dak Sevak) হিসেবে।
IPPB GDS Recruitment 2022 Salary:-
Post | Salary in INR |
Executive | 30000 |
SBI তে Clerk পদে প্রচুর নিয়োগ কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে, কেমন করে আবেদন করবেন?
IPPB GDS Recruitment 2022 Application Fees:-
Category | Application Fees in INR |
All | 700 |
IPPB GDS Recruitment 2022 Application Process:-
IPPB GDS Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব IPPB GDS এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন IBPS এর Recruitment Portal https://ippbonline.com/web/ippb/current-openings
- Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
- আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
- এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
- প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
- Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
- একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
- এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
IPPB GDS Recruitment 2022 Selection Process:-
IPPB GDS Recruitment 2022 মূলত দুইটি পর্যায়ে সম্পূর্ণ হবে যথা:-
- Online Written Exam
- Language proficiency Test (দরকার পড়লে)
IPPB GDS Recruitment 2022 Exam Pattern:-
- Exam এর Minimum Qualifying Marks 40 নম্বর।
- Online Exam চলবে 90 Minutes।
- Hindi এবং English উভয় ভাষাতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
- Wrong Answer এর ক্ষেত্রে Negative Marking নেই।বিস্তারিত আপনারা নিম্নে প্রদান করা চার্ট থেকে জানতে পারবেন।
Topics | Number of Questions | Marks |
Awareness about IPPB products | 20 | 20 |
Basic Banking/Payment Banks Awareness | 20 | 20 |
General Awareness | 15 | 15 |
Computer Awareness, Digital Payments/ Banking and Telecom awareness | 20 | 20 |
Numerical Ability | 20 | 20 |
Reasoning Ability | 15 | 15 |
English Language | 10 | 10 |
Total | 120 | 120 |
Indian Army তে যোগদানের সুযোগ , জানুন বিস্তারিত
IPPB GDS Recruitment 2022 Important Links:-
IPPB GDS Recruitment 2022 Official Notice Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. IPPB GDS Recruitment 2022 Notification Download করবেন কিভাবে?
2. IPPB GDS Recruitment 2022 কবে থেকে Start হবে?
3. IPPB GDS Recruitment 2022 Application Last Date কি?
4. কত গুলো Vacancy তে নিয়োগ করা হবে IPPB GDS Recruitment 2022 এর মাধ্যমে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।