IBPS RRB 2022 (গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট) Notification, Exam Date, Vacancy, Eligibility more in Bengali!

ভারতবর্ষে Banking Sector এর সবথেকে বেশি চাকরির প্রদান করা হয় IBPS ( Institute of Banking & Personnel Selection) এর পক্ষ থেকে। Banking Sector এর বিভিন্ন পরীক্ষার আগে দিয়েছো তাদের কাছে এই নামটা চেনা হলো বেশিরভাগ নতুন পরীক্ষার্থীদের কাছে এই নামটি একদমই অচেনা। IBPS কর্তৃক প্রকাশিত Recruitment এর সম্বন্ধে বিস্তারিত জানার আগে IBPS এর সম্বন্ধে বিস্তারিত ধারণা থাকা আবশ্যক। এটি আপনাকে সাহায্য করবে Banking Sector এর বিভিন্ন Recruitment সম্বন্ধে বিস্তৃত ধারণা পেতে। এ বিষয়ে আমরা আগেই আর্টিকেল লিখে রেখেছি জানার জন্য নিম্নে প্রদান করা হাইলাইট টেক্সট এ ক্লিক করে জেনে নিন। আজকের আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয়  IBPS RRB Notification 2022।

IBPS RRB Notification 2022 কী?

IBPS এর পক্ষ থেকে Banking Sector বিভিন্ন Recruitment সারাবছরের মোটামুটি প্রকাশ করে থাকে।  IBPS এই বিশেষ Notification এর মাধ্যমে Officer Grade , Clerk জাতীয় পদে মূলত নিয়োগ করা হয়ে থাকে। আর যদি Group এর কথায় আসি সেক্ষেত্রে Group A ও B এর বিভিন্ন Post এ নিয়োগ করা হবে। প্রতি বছর এই মোটামুটি হাজার হাজার জনের জন্য Recruitment প্রকাশ করেছে। যদিও এই বারের Vacancy সমন্ধে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয় নি। প্রতিবছর IBPS কর্তৃপক্ষ IBPS RRB Exam গ্রহণ করে থাকে। এই Exam যদি আপনি পাস করে থাকেন তাহলে আপনি ভারতবর্ষের শীর্ষ স্থানীয় 11 টি Bank এ কাজের সুযোগ পাবেন। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

Indian Institute of Banking Finance এ 50,000 এর ও বেশী Salary এর চাকরী, জানুন বিস্তারিত

IBPS RRB 2022 Important Dates:-

IBPS RRB 2022 Online Registration Starting 07/062022
IBPS RRB 2022 Online Registration Closing 27/06/2022
Call letter release for IBPS RRB Pre-exam Training for Officer Scale I  
Admit Card for Pre-exam Training for Office Assistant  
Pre-exam Training for Office Assistant 18-23/007/2022
Admit Card for IBPS RRB Prelims exam August 2022
IBPS RRB Prelims Exam Date (Officer Assistants and Officer Scale-I) August 7, 13, 14, 20, 21, 2022
Mains Exam (Single Officers Scale II and III) 24/09/2022
Mains exam date (Office Assistants) 01/10/2022
Declaration of the result of preliminary exam September 2022
Call letter release for the interview November 2022
Provisional allotment January 2023

IBPS RRB 2022 Vacancy :- 

IBPS RRB 2022 Eligibility:- 

Post General EWS OBC SC ST Total

Office Assistant

1969 415 1007 704 388 4483
Officer Scale I 1137 255 681 410 193 2676

General Banking Officer Scale II

 325 69 197 103 51 745
IT Officer Scale II 30 03 12 06 06 57
Chartered Accountant Scale II CA 14 0 03 02 0 19
Law Officer II 15 01 02 0 0 18
Treasury Officer Scale II 09 0 01 0 0 10

Marketing Officer Scale II

 04 0 02 0 0 06
Agriculture Officer Scale II 04 02 04 01 01 12

Officer Scale III

 45 04 19 06 06 80

Nationality :-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি নেপাল ভুটান বাংলাদেশের কোন নাগরিকের কাছে Valid Certificate থেকে থাকে সে ও আবেদন করতে পারবে IBPS RRB 2022 এর জন্য।

Indian Post Payment Bank এ প্রচুর6 কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, জানুন বিস্তারিত

Educational Qualification:- 

  • Office Assistant (Multipurpose):- যে কোনো বিষয়ে Degree পাস করতে হবে, Local Language লিখতে ও বলতে পারতে হবে এবং সঙ্গে Computer সম্বন্ধিত বিভিন্ন Skill থাকতে হবে।
  • Officer Scale-I  (PO/Assistant Manager):-যে কোনো বিষয়ে Degree পাস করতে হবে ( Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics, and Accountancy পাস করলে প্রাধান্য দেওয়া হবে। )। Local Language লিখতে ও বলতে পারতে হবে এবং সঙ্গে Computer সম্বন্ধিত বিভিন্ন Skill থাকতে হবে।
  • Officer Scale-II General Banking Officer:- ন্যূনতম 50% মার্কস সহ যে কোন Degree পাস করতে হবে। Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Banking, Finance, Marketing, Agriculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics ও Accountancy তে Degree পাস করা আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে Officer পদে Bank বা Financial Institutions এ।
  • Officer Scale-II Specialist Officers (IT):-Electronics / Communication / Computer Science / Information Technology তে ন্যূনতম 50% মার্কস সহ Degree পাস করতে হবে সঙ্গে ASP, PHP, C++, Java, VB, VC, OCP  Certificate থাকলে সেই আবেদনকারী কে প্রাধান্য দেওয়া হবে তাছাড়া এক বছরের কাজের অভিজ্ঞতার দরকার পড়বে।
  • Officer Scale-II Specialist Officers (CA):- Institute of Chartered Accountants of India থেকে CA পাস করতে হবে এবং সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা দরকার পড়বে।
  • Officer Scale-II Specialist Officers (LA):- Law Degree পাস করতে হবে ন্যূনতম 50%  মার্কস সহ সঙ্গে দু’বছর Advocate হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Officer Scale-II Specialist Officers (Treasury Manager):- Finance

এ MBA পাস করতে হবে বা Institute of Chartered Accountants of India থেকে CA পাস করতে হবে এবং সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা দরকার পড়বে।

  • Officer Scale-II Specialist Officers (Marketing Officer):- Marketing এ MBA পাস করতে হবে এবং এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Officer Scale-II Specialist Officers (Agriculture Officer):-ন্যূনতম 50% মার্কস সহ Agriculture, Horticulture, Dairy, Animal Husbandry, Forestry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture এর মধ্যে যে কোন একটি বিষয়ে Degree পাস করতে হবে এবং সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Officer Scale-III:- ন্যূনতম 50% মার্কস সহ যে কোন Degree পাস করতে হবে। Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Banking, Finance, Marketing, Agriculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics ও Accountancy তে Degree পাস করা আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে Officer পদে Bank বা Financial Institutions এ।

Karnataka Bank এ Clerk পদে নিয়োগ শুরু হয়ে গেছে জানুন বিস্তারিত

IBPS RRB 2022 এ আবেদনের জন্য Age Limit:- 

  • Officer Scale- III- আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।
  • Officer Scale-II- আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে।
  • Officer Scale-I- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।
  • Office Assistant (Multipurpose) –আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।

Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করার চার্ট টি দেখুন।

Category Age Relaxation
ST 5
SC 5
OBC 3
PWD 10
Ex-Serviceman/Disabled Ex-Serviceman প্রতিরক্ষা বাহিনীতে প্রদত্ত পরিষেবার প্রকৃত সময়কাল + 3 বছর (SC/ST-এর অন্তর্গত প্রতিবন্ধী প্রাক্তন সেনাদের জন্য 8 বছর) সর্বোচ্চ বয়সসীমা 50 বছর সাপেক্ষে
Widows, Divorced women, 9

IBPS RRB 2022 Salary:- 

Post  Salary in INR 
Officer Scale-I 29,000 থেকে 33,000 এর মধ্যে
Officer Scale-II 33,000 থেকে 39,000 এর মধ্যে
Officer Scale-III 38,000 থেকে 44,000 এর মধ্যে
Office Assistant Multipurpose (Clerk) 15,000 থেকে 20,000 এর মধ্যে

ONGC তে Non Executive পদে নিয়োগ,Salary 60000 পর্যন্ত, জানুন বিস্তারিত

IBPS RRB 2022 Application Fees:- 

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে।  Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।

IBPS RRB 2022 Application Process:- 

SBI Clerk Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব SBI Career এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

Category  Application Fees in INR 
SC/ ST/ PwD/ 175
General/ OBC/ EWS 850

IBPS RRB 2022 Application Process:- 

IBPS RRB 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব IBPS এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন IBPSএর Career Portal
  • Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

SBI তে Clerk পদে প্রচুর নিয়োগ কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে, কেমন করে আবেদন করবেন?

IBPS RRB 2022 এর Selection Process:-

  • IBPS RRB Clerk এর Recruitment দুইটি পর্যায়ে সম্পন্ন হবে যথা:- Preliminary Exam,Mains Exam।
  • IBPS PO or Officer Scale I,এর Recruitment তিনটি পর্যায়ে সম্পন্ন হবে যথা:- Preliminary Exam,Mains Exam, Interview।
  • IBPS Officer Grade-II , III এর Recruitment দুইটি পর্যায়ে সম্পন্ন হবে যথা:-  Exam, Interview।

IBPS RRB 2022 Exam Pattern:- 

আর্টিকেল এর প্রথমে এই আমরা আলোচনা করেছিলাম যে IBPS RRB এর মাধ্যমে Office Assistant/Clerk অভয় পদে নিয়োগ করা হয়ে থাকে। যেহেতু  Post ভিন্ন তাই Exam Pattern এর মধ্যে রয়েছে বিস্তর তফাৎ।

IBPS RRB Office Assistant Exam Pattern:-

IBPS RRB Office Assistant Preliminary Exam:-

Duration:- 45 Minutes ধরে চলবে Preliminary Exam ।

Marks:- প্রতি সঠিক উত্তরের পরীক্ষার্থীরা পাবেন 1 নম্বর।

Negative Marking:- প্রতি ভুল উত্তরে পরীক্ষার্থীর 0.25 মার্কস কাটা হবে।

S. No Section Question Marks Duration
1 Reasoning 40 40 45 Minutes
2 Numerical Ability 40 40
Total 80 80
IBPS RRB Office Assistant Mains Exam:- 
S. No Section Question Marks Duration
1 Reasoning Paper 40 50 2 ঘণ্টা
2 General Awareness Paper 40 40
3 Numerical Ability Paper 40 50
4 English/Hindi Language Paper 40 40
5 Computer Knowledge Syllabus Paper 40 20
Total 200 200

Food Corporation of India তে 4000 এর ও বেশি কর্মী নিয়োগ, Graduation পাসেই যোগদানের সুযোগ জানুন বিস্তারিত

IBPS RRB PO Exam Pattern:-

  • Duration:– 45 Minutes ধরে চলবে Preliminary Exam ।
  • Marks:- প্রতি সঠিক উত্তরের পরীক্ষার্থীরা পাবেন 1 নম্বর।
  • Negative Marking:- প্রতি ভুল উত্তরে পরীক্ষার্থীর 0.25 মার্কস কাটা হবে।
IBPS RRB PO Preliminary Exam Pattern:- 
S. No Section Question Marks Duration
1 Reasoning 40 40 45 Minutes
2 Numerical Ability 40 40
Total 80 80
IBPS RRB PO Mains Exam Pattern:- 
S. No Section Question Marks Duration
1 Reasoning Paper 40 50 2 ঘণ্টা
2 General Awareness Paper 40 40
3 Numerical Ability Paper 40 50
4 English/Hindi Language Paper* 40 40
5 Computer Knowledge Syllabus Paper 40 20
Total 200 200

Indian Army তে যোগদানের সুযোগ , জানুন বিস্তারিত

IBPS RRB 2022 Syllabus:-

IBPS RRB Syllabus এ থাকছে 6 টি Section যথা:- Quantitative Aptitude, Logical Reasoning, English / Hindi Language, Financial Knowledge, General Awareness ও Computer Knowledge , প্রতিটি Section সমন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

  • General Awareness Paper:- India and International Current Affairs, Countries and Currencies, Banking Terms and Abbreviations, RBI, Finance, Books ad Authors, Fiscal Policies, Government schemes,Banking Awareness, National Parks and Wildlife Sanctuaries, Banking History, Sports, Agriculture,Budget ও Government policies ইত্যাদি ।
  • Numerical Ability Paper:- Decimal Fractions, Time and Work, Number System, Age Problems, Percentage, Permutation and Combination, HCF and LCM, Simple Interest, Time and Distance, Simplification, Ratio and Proportion, Probability, Profit and Loss, Compound Interest, Average, Partnership, Data Interpretation ও Quadratic Equations ইত্যাদি ।
  • Logical Reasoning:- Coding-Decoding, Odd man out, Blood Relation, Causes and Effects, Decision Making, Assertion and Reason,Statements and Action Courses,  Analogy, Series Test, Statement and Assumption, Statement and Conclusion, Inequalities, Syllogism, Alphabet Test, Ranking and Time, Sitting Arrangements, Figure Series, Word Formationও Puzzles ইত্যাদি ।
  • English / Hindi Language:- Reading Comprehension,Rearrangement of Sentences, Idioms, Antonyms, Error Detection, Cloze Test, One word substitution, Synonyms,Fill in the blanks, Jumbled Words ও Phrase Substitution ইত্যাদি।
  • Computer Knowledge Syllabus Paper:- Computer Fundamentals, Software and Hardware Fundamentals, Networking, MS Office, History of Computer, Number System and Conversions, Internet, Computer Abbreviations, Shortcut Keys, Basic Knowledge of the Internet, Database, Security Tools,Computer Languages ও Input and Output Devices ইত্যাদি।
  • Financial Awareness:-Latest Topics in News in Financial World Monetary Policy, Overview of Banking and Banking Reforms in India, Organizations Deposits Credit,Advanced Non Performing Assets, NPAs, Bad Loans, BASEL I, BASEL II, Budget and Economic Survey, Bank Accounts and Special Individuals, Loans, Asset Reconstruction Companies, Restructuring of Loans, Risk Management, BASEL II ও ACCORDS ইত্যাদি।

সম্পূর্ণ Syllabus এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

Uranium Corporation of India Limited (UCIL) এ শত শত কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে জানুন বিস্তারিত

IBPS RRB 2022 Exam Centres:-

State/UT Exam Centres
Andhra Pradesh Anantapur, Chirala, Chittoor, Guntur, Hyderabad, Kakinada, Kadapa, Kurnool Nellore, Ongole, Puttur, Srikakulam, Rajahmundry, Tirupati, Vijayawada, Vizianagaram, Visakhapatnam
Arunachal Pradesh Naharlagun, Itanagar
Assam Dibrugarh, Guwahati, Jorhat, Kokrajhar, Silchar, Tezpur,
Bihar Arrah, Aurangabad, Bhagalpur, Bihar Sharif, Darbhanga, Gaya, Muzaffarpur, Patna, Purnea, Samastipur, Siwan
Chhattisgarh Bhilai, Bilaspur, Raipur
Gujarat Ahmedabad, Anand, Gandhinagar, Himatnagar, Jamnagar, Mehsana, Rajkot, Surat, Vadodara
Haryana Ambala, Bahadurgarh, Gurgaon, Hissar, Karnal, Kurukshetra, Palwal, Panipat, Sonipat, Yamuna Nagar
Himachal Pradesh Baddi, Bilaspur, Dharamshala, Hamirpur, Kangra, Kullu, Mandi, Shimla, Sirmaur, Solan, Una
Jammu & Kashmir Baramulla, Jammu, Kathua, Samba, Srinagar
Jharkhand Dhanbad, Hazaribagh, Jamshedpur, Ranchi, Bokaro
Karnataka Belgaum, Bellary, Bidar, Davangere, Gulbarga, Hubli, Kolar, Mangalore, Mysore, Shimoga, Udipi
Kerala Alappuzha, Kannur, Kochi, Kollam, Kottayam, Kozhikode, Malappuram, Palakkad, Thiruvananthapuram, Thrichur
Madhya Pradesh Bhopal, Gwalior, Indore, Jabalpur, Sagar, Satna, Ujjain
Maharashtra Amaravati, Aurangabad, Chandrapur, Dhule, Jalgaon, Kolhapur, Latur, Mumbai/ Thane/ Navi Mumbai, Nagpur, Nanded, Nasik, Pune, Ratnagiri, Sangli, Satara
Manipur Imphal
Meghalaya Ri-Bhoi, Shillong
Mizoram Aizawl
Nagaland Kohima
Odisha Angul, Balasore, Bargarh, Baripada, Berhampur (Ganjam), Bhubaneshwar, Cuttack, Dhenkanal, Jharsuguda, Rourkela, Sambalpur
Puducherry Puducherry
Punjab Amritsar, Bhatinda, Fategarh Sahib, Jalandhar, Ludhiana, Mohali, Pathankot, Patiala, Phagwara, Sangrur
Rajasthan Ajmer, Alwar, Bhilwara, Bikaner, Jaipur, Jodhpur, Kota, Sikar, Udaipur
Tamil Nadu Chennai, Coimbatore, Dindigul, Krishnagiri, Madurai, Nagercoil, Namakkal, Perambalur, Salem, Thanjavur, Tiruchirapalli, Thoothukodi, Tirunelveli, Vellore
Telangana Hyderabad, Karimnagar, Khammam, Warangal
Tripura Agartala
Uttar Pradesh Agra, Aligarh, Allahabad, Banda, Bareilly, Bulandhshaher, Faizabad, Gonda, Gorakhpur, Jhansi, Kanpur, Lucknow, Mathura, Meerut, Moradabad, Muzaffarnagar, Varanasi
Uttarakhand Dehradun, Haldwani, Haridwar, Roorkee
West Bengal Asansol, Bardhaman, Berhampur, Durgapur, Hooghly, Howrah, Kalyani, Greater Kolkata, Siliguri

Maharashtra State Co-operative Bank এ কাজের সুবর্ণ সুযোগ , হাতে আর মাত্র কয়েক দিন

IBPS RRB 2022 Admit Card:- 

IBPS RRB এর Admit Card IBPS এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

IBPS RRB 2022 Result:- 

Preliminary ও Mains উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

IBPS RRB 2022 Important Dates:- 

IBPS RRB 2022 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us 

কেন্দ্র সরকারের কৃষি গবেষণাগারে Assistant নিয়োগ,Salary 30,000 প্রতিমাসে

FAQ:-

1. IBPS RRB 2022 Notification কবে Release হয়েছে?
ANS:- 06/06/2022
2. IBPS RRB 2022 Salary কী?
ANS:- 15,000 থেকে 44,000 এর মধ্যে
3. IBPS RRB 2022 Online Application কোন Website থেকে করা যাবে ?
4. IBPS RRB 2022 আবেদনের Last Date কী?
ANS:-27/06/2022
5. IBPS RRB 2022 Notification Download করা যাবে কেমন করে?
ANS:- Download Section থেকে।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823