Indian Army বছরে একাধিকবার Recruitment নিয়ে আসে চাকরিপ্রার্থীদের জন্য। এই Recruitment । প্রতিবছরের মতো এবছরও Indian Army এর অত্যন্ত বিশেষ এক Recruitment Indian Army TGC প্রকাশিত হয়েছে। অবিবাহিত আবেদনকারীদের যারা Indian Army তে যোগদান করতে চাও তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ে নাও।
Indian Army TGC 136 Recruitment Important Dates:-
Indian Army TGC 136 Recruitment 2022 Online Starting | 11/05/2022 |
Indian Army TGC 136 Recruitment 2022 Online Closing | 09/06/2022 |
Uranium Corporation of India Limited (UCIL) এ শত শত কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে জানুন বিস্তারিত
Indian Army TGC 136 Recruitment Vacancy সংখ্যা:-
HQ Western Command: –
Post | Vacancy |
Ward Sahayika 167 MH Pathankot | 06 |
Ward Sahayika 172 MH Gurdaspur | 04 |
Ward Sahayika Army Hosp (R&R) Delhi | 05 |
Ward Sahayika BH Delhi | 02 |
Ward Sahayika CH Chandimandir | 01 |
Ward Sahayika MH Ambala | 03 |
Ward Sahayika MH Amritsar | 02 |
Ward Sahayika MH Bakloh | 01 |
Ward Sahayika MH Jalandhar | 11 |
Ward Sahayika MH Patiala | 12 |
Ward Sahayika MH Yol | 03 |
Ward Sahayika 171 MH Samba | 01 |
Health Inspector Health Sec Patiala C/o MH Patiala | 02 |
Health Inspector Health Sec Gurdaspur C/o 172 MH Gurdaspur | 02 |
Health Inspector Health Sec Delhi C/o BH Delhi | 02 |
Health Inspector Health Sec Yol C/o MH Yol | 02 |
Health Inspector 131 SHO Pathankot | 02 |
Health Inspector 136 SHO Jammu | 01 |
Health Inspector SHO Ambala | 01 |
Health Inspector SHO Chandimandir | 01 |
Health Inspector Delhi Cantt | 01 |
Health Inspector SHO Firozpur | 02 |
Health Inspector SHO Jalandhar | 01 |
Health Inspector SHO Sakurbasti | 02 |
Maharashtra State Co-operative Bank এ কাজের সুবর্ণ সুযোগ , হাতে আর মাত্র কয়েক দিন
HQ South Western Command:-
Post | Vacancy |
Chowkidar | 09 |
Cook | 02 |
LDC | 01 |
Safaiwali | 03 |
Tradesman Mate | 04 |
Ward Sahayika | 16 |
Washerman | 04 |
Health Inspector | 12 |
Barber | 01 |
কেন্দ্র সরকারের কৃষি গবেষণাগারে Assistant নিয়োগ,Salary 30,000 প্রতিমাসে
HQ Eastern Command:-
Post | Department | Vacancy |
Steno Grapher Grade 2 |
|
|
LDC | HQ EC-08 |
|
Messenger | HQ EC-15 |
|
Daftry | HQ BSA-01 | Gen-01 |
Safaiwala |
|
|
Gardener | HQ EC-02 |
|
হাওড়া জেলায় প্রচুর Anganwadi কর্মী নিয়োগ , জেনে নিন বিস্তারিত
Indian Army TGC 136 Recruitment এর Eligibility:-
Educational Qualification:-
- Ward Sahayika:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Health Inspector:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস সহ Sanitary Inspector Course এর Certificate থাকতে হবে।
- Chowkidar :- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Safaiwala –আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Tradesman Mate -আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Washerman :-আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Barber –আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে সহ Barbar Trade এ দক্ষ হতে হবে।
- Cook :-আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে এবং সঙ্গে ভালো মত Cooking জানতে হবে।
- LDC:-আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস করতে হবে এবং সঙ্গে English Typing 35 wpm বা Hindi Typing 30 wpm হতে হবে।
- Stenographer –আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস করতে হবে এবং সঙ্গে Skill dictation 10mts @80 wpm, Transcription: 50 mts English এ এবং 65 mts in Hindi তে হতে হবে।
- Messenger:-আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Daftry – আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
- Gardener :- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyanik পাস করতে হবে।
Indian Army TGC 136 Recruitment এর Physical Standards:- :-
- পুরুষদের জন্য ন্যূনতম গ্রহণযোগ্য উচ্চতা এবং ওজন হল 157.5 সেমি সহ সম্পর্কিত ওজন। গোর্খা, নেপালি, অসমীয়া এবং গাড়োয়ালিদের মতো উত্তর-পূর্ব এবং পাহাড়ি এলাকার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 সেমি শিথিল করা হবে এবং কম উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন। লাক্ষাদ্বীপের প্রার্থীদের ক্ষেত্রে, ন্যূনতম গ্রহণযোগ্য উচ্চতা 2 সেমি কমানো যেতে পারে।
- ফিট পাস করার জন্য, একজন প্রার্থীকে অবশ্যই ভাল শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে যে কোনও অক্ষমতা থেকে মুক্ত।
- স্থায়ী শরীরের ট্যাটু। ট্যাটু নীতির জন্য, অনুগ্রহ করে জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে যান।
- ভারতীয় মিলিটারি একাডেমীতে কঠোর শারীরিক প্রশিক্ষণের কারণে কোনো আঘাত এড়াতে সম্ভাব্য প্রার্থীদের ব্যায়াম করার এবং নিজেদের শারীরিকভাবে ফিট রাখার পরামর্শ দেওয়া হয়। ট্রেনিং অ্যাকাডেমিতে শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্য করতে সক্ষম হওয়ার জন্য প্রার্থীদের IMA-তে যোগদানের আগে নিম্নলিখিত মানগুলি অর্জন করার পরামর্শ দেওয়া হয়, যদি শেষ পর্যন্ত নির্বাচিত হন:- (a) 15 মিনিটে 2.4Km দৌড়ানো (b) পুশ আপ – 13 নম্বর (c) ) সিট আপ – 25 নম্বর (ঘ) চিন আপ – 6 নম্বর (ঙ) দড়ি আরোহণ -3-4 মিটার ।
Indian Army TGC 136 Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
01/07/2022 অনুযায়ী 20 থেকে 27 বছর। যেই সব প্রার্থীরা 2রা জুলাই 1995 এবং 1লা জুলাই 2002 এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা আবেদন করতে পারবেন।
Indian Army TGC 136 Recruitment 2022 Salary:-
প্রাপ্ত Notice অনুসারে এই Recruitment এর মাধ্যমে চাকরি পেলে আপনার Salary শুরু হতে পারে 23,000 থেকে 62,000 এর মধ্যে।
Indian Army TGC 136 Recruitment 2022 Application Fees:-
Not Applicable
Madhymik পাসেই এখন Army Eastern Command এর কাজের সুযোগ পান, জানুন বিস্তারিত
Indian Army TGC 136 Recruitment 2022 Application Process:-
Indian Army TGC 136 Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব Indian Army এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন Indian Army এর Official Website https://joinindianarmy.nic.in/
- Homepage এর নীচে থাকা Career অপশনে ক্লিক করুন এখন।
- পরের Page এ যেই সব Notification গুলো আছে তার মধ্যে থেকে Recruitment টি বেছে নিন।
- First Time User হলে New Registration এ ক্লিক করুন।
- প্রয়োজনীয় Details সহ সর্বপ্রথম Register করুন ।
- Register সম্পন্ন হয়ে গেলেন এখন আপনাকে Upload করতে হবে Photo ও Signature।
- Successfully Submit হয়ে গেলে আপনাকে পরের Section এ আপনার Additional Information প্রদান করতে হবে।
- সব তথ্য ঠিকঠাক প্রদান করা হয়ে গেলে একবার Submit বাটনে ক্লিক করে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা, যদি কিছু ভুল থাকে সে ঠিক করুন Edit অপশন থেকে।
- Application এর শেষ অর্ধে আপনি চলে এসেছেন এখন আপনাকে শুধুমাত্র প্রয়োজনীয় Application Fees প্রদান করতে হবে।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
Indian Army TGC 136 Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
তেমন কিছু জানানো হয়নি।
রেলওয়েতে হাজারেরও বেশি কর্মী নিয়োগ কয়েকদিনের মধ্যে শেষ হচ্ছে,কি করে আবেদন করবেন ?
Indian Army TGC 136 Recruitment 2022 এর Selection Process:-
- অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত তালিকা – MoD (আর্মি) এর সমন্বিত সদর দপ্তর কোনো কারণ ব্যতিরেকে আবেদনপত্র বাছাই করার এবং প্রতিটি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন/স্ট্রিমের জন্য কাট-অফ শতাংশ নম্বর ঠিক করার অধিকার সংরক্ষণ করে।
- কাট-অফ শতাংশের উপর নির্ভর করে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের সিলেকশন সেন্টার, এলাহাবাদ (UP), ভোপাল (MP) এবং ব্যাঙ্গালোর (কর্নাটক) এ মনোবিজ্ঞানী, গ্রুপ টেস্টিং অফিসার এবং ইন্টারভিউ অফিসার দ্বারা সাক্ষাতকার নেওয়া হবে। এসএসবি ইন্টারভিউয়ের জন্য কল আপ লেটার প্রার্থীর নিবন্ধিত ই-মেইল আইডি এবং শুধুমাত্র এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্র জারি করবে। স্থানীয়ভাবে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে না। সিলেকশন সেন্টারের বরাদ্দ DG Rtg, IHQ MoD (আর্মি) এর বিবেচনার ভিত্তিতে এবং এই বিষয়ে পরিবর্তনের জন্য কোন অনুরোধ গ্রহণ করা হয় না।
- প্রার্থীরা দুটি পর্যায়ে নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে যাবেন। যারা প্রথম স্টেজ ক্লিয়ার করবে তারা দ্বিতীয় ধাপে যাবে। যারা প্রথম ধাপে ব্যর্থ হবে তাদের একই তারিখে ফেরত দেওয়া হবে। এসএসবি সাক্ষাত্কারের সময়কাল আগমনের দিন ব্যতীত পাঁচ দিন এবং এর বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়।
Indian Army TGC 136 Recruitment 2022 Important Links:-
Indian Army TGC 136 Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
শুরু হয়ে গেল SSC Phrase 10 এর মাধ্যমে কয়েক হাজারেরও বেশি পদে নিয়োগ, জানুন বিস্তারিত
FAQ:-
1. Indian Army TGC 136 Recruitment 2022 Notification Download করবেন কিভাবে?
ANS:- Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
2. Indian Army TGC 136 Recruitment 2022কবে থেকে Start হবে?
ANS:-11/05/2022
3. Indian Army TGC 136 Recruitment 2022 Application Last Date কি?
ANS:- 09/06/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।