Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 : JNMF Application Form, Amount, Renewal, Last Date & more in Bengali!

স্বাধীনতার পর শিক্ষা অবস্থায় যতটা পরিবর্তন হোক না কেন ভারতবর্ষে এখনো PhD Degree এর গুরুত্ব কমে নি। তাই PhD Degree অর্জন করতে চাওয়া ছাত্র-ছাত্রীদের অভাব নেই। কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট এমনিতেই ভারতবর্ষের জনসাধারণের আর্থিক ভারসাম্যতা নেই বললেই চলে। আপনিও যদি আমাকে পরিবারের সদস্য হয়ে থাকেন এবং কোন নির্দিষ্ট বিষয়ে PhD Degree পাস করে নিজের ক্যারিয়ার নির্মাণ করতে চান তাহলে অবশ্যই এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship কী?

Jawaharlal Nehru Memorial Fund Scholarships 2022 টি প্রতিবছর প্রদান করা হয় Jawaharlal Nehru Memorial Fund এর পক্ষ থেকে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে এই Scholarship। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন এবং Full Time PhD Degree তে পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে আপনিও এই Scholarship  এর যোগ্য । আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এটি ভারত সরকার প্রদত্ত কোন Scholarship নয় । এটি একটি Private Fund যা গঠন করা হয় 17 August,1964 তে Dr.S Radhakrishnan এর সভাপতিত্বে। প্রতিবছর প্রচুর শিক্ষার্থীরা এই Scholarship এর লাভ গ্রহণ করে থাকে।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship প্রদান এর উদ্দেশ্য কী?

  • PhD Degree অর্জন করা মুখের কথা নয় বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের পক্ষে একদমই সম্ভব নয় , সে ক্ষেত্রে মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে তাদের জীবন সুরক্ষিত করার প্রচেষ্টা।
  • ভারতবর্ষের যুবসমাজের উচ্চ শিক্ষার হার বাড়ানো।
  • মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক ভাবে সাহায্য প্রদান যেন তারা নিজেরা নিজেদের পড়াশোনার দিকে খেয়াল রাখতে পারে।

SVMCM Scholarship 2021 Last Date, Eligibility Criteria, Amount, Important Documents, Last Date

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 Important Dates:-

Jawaharlal Nehru Memorial Fund Scholarships 2022 Online Application Starting
Jawaharlal Nehru Memorial Fund Scholarships 2022 Online Application Closing 31/05/2022

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Eligibility :-

Nationality:- 

  1. আবেদনকারীকে ভারতবর্ষের বাসিন্দা হতে হবে।
  2. Asia মহাদেশের অন্তর্গত দেশ গুলির চাকরির আবেদন করতে পারবেন এই Scholarship এর মাধ্যমে।

Subjects:- 

আবেদনকারীকে Indian History and Civilization, Sociology, Comparative Studies in Religion & Culture, Economics, Geography, Philosophy, Ecology & Environment এ পড়তে হবে।

Educational Qualification:- 

  • Graduation ও Post Graduation উভয় স্তরে আবেদনকারীকে  ন্যূনতম 60% মার্কস সহ পাস করতে হবে এবং উপরিউক্ত বিষয়গুলি নিয়ে PhD Degree অর্জন এর জন্য Admission নিতে হবে।
  • আবেদনকারীর Valid GATE/NET Score থাকতে হবে।

Aikyashree Scholarship 2022 : Log In, Scholarship Amount, Status Check, Last Date, Eligibility & More

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Selection Process:-

সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই Fellowship এর জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনকারীদের মধ্যে থেকে Masters Degree  তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী যাচাই করণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Distribution Process:- 

শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য নির্বাচিত হবে তারা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই Scholarship এর  টাকাগুলো পেয়ে যাবে। প্রত্যেক মাসের শুরুতেই নির্দিষ্ট সময়ে Scholarship এর  টাকা প্রদান করা হয়।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Scholarship Amount:-

Tuition Fees বাবদ সমস্ত ছাত্র-ছাত্রীরা প্রতিমাসে পাবে 18,000 টাকা।Study Tour, বই সহ অন্যান্য খরচ বাবদ বার্ষিক 15,000 টাকা। অর্থাৎ বার্ষিক আয় 2,50,000 টাকা পাবে।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Application Process:-

এই Scholarship এর জন্য Application শুধুমাত্র Offline এই সম্ভব। আবেদনকারীদের সর্বপ্রথম Download Section এ প্রদান করা Application Form টি Download করতে হবে এবং সেটির Print Out কপি বের করে Form Fill Up করে প্রয়োজনীয় Documents গুলি সঙ্গে Attach করে JAWAHARLAL NEHRU MEMORIAL FUND TEEN MURTI HOUSE, NEW DELHI – 110 011 এ পাঠিয়ে দিতে হবে।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Important Documents:-

আবেদনের সময় যে সমস্ত Documents গুলি আপলোড করতে হবে সেগুলি হল –

  • Ph.D. Registration certificate
  • Recommendation Certificate
  • আবেদনকারীর Passport Size Photo
  • Educational Qualification সম্বন্ধিত Details
  • 1.5 Space যুক্ত 1500 শব্দের Summary

রূপশ্রী প্রকল্প 2022 : Online Apply, Application Form, Status , Amount, Eligibility & More in Bengali !

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Renewal:-

এই Scholarship এর মাধ্যমে প্রদেয় অর্থ এককালীন প্রদেয় অর্থ হিসেবে প্রদান করা হয় তাই এই Prize Renew  করার কোন প্রয়োজন পড়বে না।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর (Duration) টাকা কখন এবং কোন  সময়ের জন্য দেওয়া হয় :- 

এই Scholarship এর  মেয়াদ রয়েছে দুই বছর। প্রার্থীরা যে বছর এই Scholarship এর জন্য আবেদন করবে, সেই বছর থেকে শুরু করে পরবর্তী দুই বছর পর্যন্ত 2.55 Lakh টাকা করে বার্ষিক Scholarship পাবে।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Bank Account সম্বন্ধিত Details :-

Scholarship এর  টাকা নিজস্ব Bank Account  পেতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি Savings Account  থাকতে হবে। Account Number টি  বৈধ এবং চালু হতে হবে, । সঙ্গেAadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Contract Details:-

এই Prize  সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে

Administrative Secretary

Jawaharlal Nehru Memorial Fund

Teen Murti House

New Delhi-110 011

Phone: +91-11-23013641

+91-11-23017173

+91-11-23018087

Fax:       +91-11-23011102

Email: jnmf1964@gmail.com

OASIS Scholarship 2022 Last Date, Status Check, Apply Online, Renewal & More in Bengali !

Jawaharlal Nehru Memorial Fund Scholarship 2022 এর Important Links:-

Jawaharlal Nehru Memorial Fund Scholarships 2022 Notofication Download Click Here
Application Form Download Click Here
Apply Now Click Here
Google News Follow Us

FAQ:-

1. Jawaharlal Nehru Memorial Fund Scholarship Last Date কি?
ANS:- 31/05/2022
2. Jawaharlal Nehru Memorial Fund Scholarship Application Form Download করবেন কিভাবে?
ANS:- Download Section এ প্রদান করা Download Link এ ক্লিক করুন ।
3. Jawaharlal Nehru Memorial Fund Scholarship Official Website কোনটি?
4. Jawaharlal Nehru Memorial Fund Scholarship এর Application কি Online এ সম্ভব?
ANS:- না , একমাত্র Offline এই আবেদন সম্ভব।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823